21. ভারতে 2001 সালের আদমশুমারি অনুসারে লিঙ্গ অনুপাত হল :
(A) 933 মহিলা / 1000 পুরুষ
(B) 927 মহিলা / 1000 পুরুষ
(C) 898 মহিলা / 1000 পুরুষ
(D) 800 মহিলা / 1000 পুরুষ
22. ভারতের এমন একটি রাজ্যের নাম বলুন যেখানে পুরুষ – মহিলা অনুপাতের বিপরীতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে –
(A) উত্তর প্রদেশ
(B) পশ্চিমবঙ্গ
(C) পাঞ্জাব
(D) হরিয়ানা
23. পশ্চিমবঙ্গ ভারতের জনসংখ্যার জন্য
(A) 6 %
(B) 7.55 %
(C) 8.24 %
(D) 9.12 %
24. পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার।
(A) 70 %
(B) 75 %
(C) 77 %
(D) 80 % রেট এভাবে
25. কত সালে সর্বশেষ জনসংখ্যা শুমারি করা হয়েছিল ?
(A) 2011
(B) 1991
(C) 2005
(D) 2001
26. নারী সাক্ষরতা বৃদ্ধির ফলে জন্ম-
(A) বাড়াতে
(B) হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
(C) স্থির থাকা
(D) উপরের কোনটি নয়।
27. ভারতীয় আদমশুমারিতে ‘মৌজা’ বলতে বোঝায়
(A) কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক
(B) রাজস্ব গ্রাম
(C) ছোট থানা
(D) উপরের কোনটি নয়।
28. 2011 সালের আদমশুমারি অনুযায়ী
কোন রাজ্যের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম?
(A) জম্মু ও কাশ্মীর
(B) বিহার
(C) অরুণাচল প্রদেশ
(D) মণিপুর
29. 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বোচ্চ নগরায়িত রাজ্য হল:
(A) মহারাষ্ট্র
(B) গোয়া
(C) তামিলনাড়ু
(D) কেরালা
30. নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্য 2001-11 সময়ে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে নেতিবাচক রেকর্ড করেছে?
(A) ত্রিপুরা
(B) মেঘালয়
(C) নাগাল্যান্ড
(D) মিজোরাম
31. ‘টোটো’ হল একটি আদিম উপজাতি সম্প্রদায়, কোন রাজ্যে পাওয়া যায় ?
(A) অরুণাচল প্রদেশ
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) তামিলনাড়ু
32. এলাকা এবং জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম শহুরে সমষ্টি –
(A) মুম্বাই
(B) দিল্লি
(C) কলকাতা
(D) চেন্নাই
33. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে 35 বছর বয়সী
(A) 50 শতাংশ
(B) 55 শতাংশ
(C) 60 শতাংশ
(D) 65 শতাংশ
34. ডোগরা প্রধানত বিস্তৃত-
(A) দক্ষিণ পীরপাঞ্জাল অঞ্চল থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত
(B) কাশ্মীর উপত্যকায়
(C) পুঞ্চে বাস করে
(D) উত্তর কাশ্মীরের সমভূমিতে
35. ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কী?
(A) জনসংখ্যার 0-5 বছর বয়সী গোষ্ঠীর বৃদ্ধি
(B) জনসংখ্যার 6-15 বছর বয়সী গোষ্ঠীতে বৃদ্ধি
(C) জনসংখ্যার 16-64 বছর বয়সী গোষ্ঠীতে বৃদ্ধি
(D) এর বেশি বৃদ্ধি জনসংখ্যার 65 বছর বয়সী গোষ্ঠী
36. 2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার –
(A) 97%
(B) 70%
(C) 80%
(D) 77%
37. 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের র্যাঙ্ক হল
(A) দশম
(B) চতুর্থ
(C) দ্বিতীয়
(D) পঞ্চম
WBCS Previous Year Question of Census topic in Bengali এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক । বিশেষ করে স্টাফ সিলেকশন কমিশন এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
Pingback: GK Question in Bengali
Pingback: GK Question in Bengali
Pingback: SSC GD GK Mock Test in Bengali
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-2 - lakhya
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-3
Pingback: Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -1
Pingback: Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -2
Pingback: List of Indian cities on rivers | ভারতের নদী তীরবর্তী শহর
Pingback: List of International Border Line-আন্তর্জাতিক সীমারেখা তালিকা
Pingback: RRB Group D Science Question in Bengali Part -2
Pingback: Census of India 2011-ভারতের 2011 সালের জনগণনা
Pingback: List of Government Schemes In Bengali Part-1
Pingback: List of First Female in India-ভারতের প্রথম মহিলা তালিকা
Pingback: ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-8
Pingback: List of Government Scheme In Bengali Part-2
Pingback: RRB Group D Science Question in Bengali Part -1
Pingback: List of First Man In India-ভারতের প্রথম পুরুষ তালিকা
Pingback: Divisibility Rule in Bengali-বিভাজ্যতা নিয়ম
Pingback: বিভাজ্যতা অধ্যায়ের ৫০টি অংক
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-7
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-6
Pingback: General Knowledge In Bengali