Census of India 2011-ভারতের 2011 সালের জনগণনা

Census of India 2011-ভারতের 2011 সালের জনগণনা

Census of India 2011-ভারতের 2011 সালের জনগণনা

সূচিপত্র show

প্রিয় পাঠক, আজকের এই পর্ব টির ( Census of India 2011-ভারতের 2011 সালের জনগণনা ) মধ্যে রয়েছে ভারতের 2011 সালের জনগণনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। যা রাজ্য ও কেন্দ্রের পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ণ ।

● আদমশুমারি ( Census ) :

উর্দু শব্দ ‘ আদম ‘ অর্থ লোক বা জন এবং ‘ শুমারি ’ অর্থ গণনা করা । অর্থাৎ , ‘ আদমশুমারি ’ কথার অর্থ জনগণনা বা লোক গণনা । যে বিশেষ কার্যপ্রণালীর মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট দেশের বা নির্দিষ্ট ভূখণ্ডের জনগণের সংখ্যা , জন্ম – মৃত্যুহার এবং তাদের আর্থিক , সামাজিক ও সাংস্কৃতিক পরিসংখ্যান সংগৃহীত হয় , তাকে আদমশুমারি ( Census ) বলে ।

>পদ্ধতি :

আদমশুমারির দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে—
1. ডি – ফ্যাক্টো পদ্ধতি ( De – facto Method ) : এই পদ্ধতিতে জনগণনার একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয় । চন্দ্রালোকিত রাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই জনগণনা করা হয় । ভারত ও ইংল্যান্ডে 1971 সাল পর্যন্ত এই পদ্ধতিতে জনগণনা করা হত ।
2. ডি – জিওর পদ্ধতি ( De – jure Method ) : এই পদ্ধতিতে একটি এলাকার অন্তর্গত প্রত্যেক ব্যক্তির কাছ থেকে তথ্যসংগ্রহের মাধ্যমে জনগণনা করা হয় । মূলত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই জনগণনা শেষ করা হয় এবং কোনো অস্থায়ী অধিবাসীদের এই জনগণনার আওতায় আনা হয় না ।

2011 আদমশুমারি অনুযায়ী ভারত :

✓ ব্রিটিশ ভারতে প্রথম জনগণনা শুরু হয় 1872 সালে । লর্ড মেয়োর আমলে ।
✓ বৈজ্ঞানিক উপায়ে ও নিয়মিতভাবে প্রথম জনগণনা শুরু হয় 1881 সালে ।
✓ এরপর থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা শুরু হয় ।
✓ Census 2011 – পঞ্চদশ ও স্বাধীন ভারতে সপ্তম জনগণনা ।
✓ 2011 আদমশুমারির স্লোগান ছিল ‘ Our Census , Our Future ‘ অর্থাৎ , “ আমাদের জনগণনাই আমাদের ভবিষ্যৎ ” ।
✓ রেজিষ্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া ( 2011 ) – Mr. C. Chandramouli .
✓ রেজিষ্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া ( 2020 ) -Dr . Vivek Joshi .
✓ উত্তরপ্রদেশ , মহারাষ্ট্র ও বিহারে 10 কোটির বেশি লোক বাস করে ।
✓ উত্তরপ্রদেশ , মহারাষ্ট্র , বিহার , পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে ভারতের অর্ধেক লোক বাস করে ।
✓ ভারতের জনসংখ্যা উত্তর ও দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ার সম্মিলিত জনসংখ্যার চেয়ে বেশি ।
✓ পৃথিবীর জনসংখ্যা 766 কোটি ( 2020 সাল ) ।

2011 আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি – প্রকৃতি :

Phase I : 1901-1921- সময়কাল স্থবির সময় হিসাবে উল্লেখ করা হয় । বা এর বৃদ্ধির স্থির পর্যায় । এই সময় ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার খুব কম ছিল , এমনকি একটি নেতিবাচক বৃদ্ধি রেকর্ডিং ( 1911-1921 সালে ) করা হয় । জন্মের হার এবং মৃত্যুর হার উভয় বেশি ছিল । খারাপ স্বাস্থ্য এবং চিকিৎসা পরিষেবা , মানুষের নিরক্ষরতা , অসম খাদ্য বিতরণ এবং অন্যান্য মৌলিক চাহিদার অপ্রতুলতা এর জন্য দায়ী ছিল ।

Phase II : 1921-1951- এই দশককে জনসংখ্যা বৃদ্ধির অবিচল সময় ( period of steady population growth ) হিসাবে উল্লেখ করা হয় । স্বাস্থ্যের সামগ্রিক উন্নতি এবং সারাদেশে স্যানিটেশন ব্যবস্থা মৃত্যুর হার কমিয়ে আনে । একই সাথে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি , বণ্টন ব্যবস্থায় সাম্য জন্মের হার বৃদ্ধি করে ।

> Phase III : 1951-1981- এই সময়কালকে ভারতে জনসংখ্যা বিস্ফোরণ হিসাবে করা হয় । উচ্চ জনসংখ্যার উর্বরতার হার এবং দ্রুত মৃত্যুর হ্রাস ঘটে । ফলে জনসংখ্যা অস্বাভাবিক হারে বাড়তে থাকে । গড় বার্ষিক জনসংখ্যার প্রবৃদ্ধির হার 2.2 শতাংশ হিসাবে সর্বোচ্চ ছিল । উন্নয়নমূলক কার্যক্রম , একটি কেন্দ্রীয় পরিকল্পনা প্রক্রিয়া এবং অর্থনীতি প্রদর্শিত পথ অবলম্বনের ফলে স্বাধীন দেশে উন্নয়ন বৃদ্ধিপ্রাপ্ত হয় । এছাড়াও তিব্বতি , বাংলাদেশী , নেপালি এমনকি পাকিস্তানীদের আগমনে জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে ।

> Phase IV : 1981 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের জনসংখ্যার বৃদ্ধির হার যদিও উচ্চ হারে শুরু হয়েছিল , ধীরে ধীরে তা হ্রাস পাচ্ছে । এর জন্য জন্ম হারের একটি নিম্নমুখী প্রবণতা যেমন দায়ী , তেমনি বিবাহের বয়স ও মহিলাদের শিক্ষার হার এবং জীবনযাত্রার মানোন্নয়ন বৃদ্ধিও কার্যকরী ভূমিকা পালন করেছে ।

2011 আদমশুমারি অনুযায়ী ভারতের আয়তন :

✓ ভারতের আয়তন –32,87,263 বর্গকিমি ( পৃথিবীতে সপ্তম )।
✓ রাশিয়া , কানাডা , আমেরিকা , চীন , ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পর ।
✓ পৃথিবীর মোট আয়তনের 2.42 % ।
√ আয়তনের ভিত্তিতে বড় রাজ্য – রাজস্থান ( 3,42,239 বর্গকিমি ) ।
√ আয়তনের ভিত্তিতে ছোট রাজ্য — গোয়া ( 3,702 বর্গকিমি ) ।
√ আয়তনে পশ্চিমবঙ্গের স্থান- 13 তম ( 88,752 বর্গকিমি ) ।
√ বর্তমানে আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল – লাডাখ ( 59,146 বর্গকিমি )
√ আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল – লাক্ষাদ্বীপ ( 32 বর্গকিমি ) ।
√ নবীনতম রাজ্য— তেলেঙ্গানা ( 2014 সালের 2 জুন ) ।
√ নবীনতম ( 2019 সালের 31 অক্টোবর ) কেন্দ্রশাসিত অঞ্চল — জম্মু ও কাশ্মীর ভেঙে— ( 1 ) জম্মু ও কাশ্মীর এবং ( 2 ) লাডাখ ।
√ পূর্বে ভারতের মোট জেলা — 640 টি ( 2011 সালে ) ।
√ বর্তমানে ভারতের মোট জেলা— 739 টি ( 2020 সালে ) ।
√ আয়তনে ভারতের বৃহত্তম জেলা — গুজরাটের কচ্ছ -45652 বর্গকিমি ।
√ আয়তনে ভারতের ক্ষুদ্রতম জেলা — পুডুচেরীর মাহে —9 বর্গকিমি ।

ভারতের জনসংখ্যার সর্বোচ্চ ও সর্বনিম্ন তথ্য ( 2011 ) :

অর্থাৎ ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি ও কম । ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি ও কম । ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি ও কম । ইত্যাদি বিষয়ে আলোচনা করা হল।

> সর্বোচ্চ তথ্য ( রাজ্যভিত্তিক ) :

1. জনসংখ্যা — উত্তরপ্রদেশ 19,95,81,477 জন ( 16.49 % ) ।
2. সাক্ষরতার হার- কেরালা 93.91 % ।
3. নারী সাক্ষরতার হার- কেরালা 91.98 % ।
4. জনঘনত্ব বিহার 1102 জন প্রতিবর্গকিমি ।
5. লিঙ্গ অনুপাত— কেরালা পুরুষ : মহিলা – 1000 : 1084 ।
6. দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার- মেঘালয় 27.82 %

> সর্বনিম্ন তথ্য ( রাজ্যভিত্তিক ) :

1. জনসংখ্যা – সিকিম 6,07,688 জন ( 0.05 % ) ।
2. সাক্ষরতার হার – বিহার 63.82 % ।
3. নারী সাক্ষরতার হার – রাজস্থান 52.66 % ।
4. জনঘনত্ব অরুণাচলপ্রদেশ 17 জন প্রতিবর্গকিমি ।
5. লিঙ্গ অনুপাত — হরিয়ানা পুরুষ : মহিলা — 1000 : 877 ।
6. দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার – নাগাল্যান্ড -0.47 % ।

আরও কিছু পর্ব

General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali

● 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা :

√ 2011 সালে ভারতের মোট জনসংখ্যা – 121,01,93,422 জন
√ পৃথিবীর জনসংখ্যার —16.7 % মানুষ ভারতে বাস করে । (বিশ্বে দ্বিতীয় স্থানে ছিল 2011)
√ ভারতের সর্বাধিক জনসংখ্যার রাজ্যে উত্তরপ্রদেশ – 19,95,81,477 জন ।
√ ভারতের মোট জনসংখ্যার 16.4 % উত্তরপ্রদেশে বাস করে ।
√ ভারতের সর্বনিম্ন জনসংখ্যার রাজ্য – সিকিম 6,07,688 ।
√ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল — সর্বাধিক জনসংখ্যা – দিল্লি 1,67,53,235 ।
√ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল — সর্বনিম্ন জনসংখ্যা – লাক্ষাদ্বীপ 64429 ।
√ ভারতের সর্বাধিক জনসংখ্যার জেলা – মহারাষ্ট্রের থানে -1.10 কোটি এবং দ্বিতীয় স্থানে— উত্তর 24 পরগণা ( পশ্চিমবঙ্গ ) – 1,00,09781 জন ।
√ ভারতের সর্বনিম্ন জনসংখ্যার জেলা অরুণাচল প্রদেশের ডিবং ভ্যালী – 8004 জন ।

● 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব :

√ ভারতের জনঘনত্ব — ( 382 জন / বর্গকিমি ) ।

> রাজ্য :

√ ভারতের সর্বাধিক জনঘনত্ব রাজ্য – বিহার ( 1102 জন / বর্গকিমি ) ।
√ ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য – অরুণাচল প্রদেশ ( 17 জন / বর্গকিমি ) ।

> কেন্দ্রশাসিত অঞ্চল :

√ সর্বাধিক জনঘনত্ব — দিল্লি ( 11297 জন / বর্গকিমি ) ।
√ 2011 সালে সর্বনিম্ন জনঘনত্ব – আন্দামান ও নিকোবর ( 46 জন / বর্গকিমি ) ।
√ সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ জেলা – উত্তর – পূর্ব দিল্লি জেলা ( 36155 জন / বর্গকিমি ) ।
√সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ জেলা — অরুণাচল প্রদেশের ডিবং ভ্যালী ( 1 জন / বর্গকিমি ) ।

● 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার :

✓ ভারতের জনসংখ্যা বৃদ্ধির দশকীয় হার – ( 2001-11 ) – ( 17.64 % ) ।
✓ দশকীয় বৃদ্ধি সবচেয়ে বেশি – ( 1961-71 ) – ( 24.8 % ) ।
✓ দশকীয় বৃদ্ধি সবচেয়ে কম ( ঋণাত্মক ) – ( 1911-21 ) – ( -0.30 % ) ।
✓ 1921 সালকে ‘ Year of Great Divide ‘ বলা হয় , কারণ এই সালে অসংখ্য মানুষের মৃত্যু হয় , ফলে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক হয় ।
✓ বার্ষিক গড় বৃদ্ধি সবচেয়ে বেশি — 1971-72 সালে ( 2.22 % ) ।

> রাজ্য ( 2001-2011 ) :

√ সর্বাধিক দশকীয় বৃদ্ধি রাজ্য – মেঘালয় ( 27.82 % ) ।
√ সর্বনিম্ন দশকীয় বৃদ্ধি রাজ্য – নাগাল্যান্ড ( -0.47 % ) ।

> কেন্দ্রশাসিত অঞ্চল ( 2001-2011 ) :

√ সর্বাধিক দশকীয় বৃদ্ধি — দাদরা ও নগর হাভেলী ( 55.50 % ) ।
√ সর্বনিম্ন দশকীয় বৃদ্ধি – লাক্ষাদ্বীপ ( 6.23 % ) ।

● 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের গ্রাম ও শহরের জনসংখ্যা :

√ গ্রামে বসবাসকারী জনসংখ্যা – 68.84 %
√ শহরে বসবাসকারী জনসংখ্যা – 31.16 %
√ সবচেয়ে বেশি ( % ) শহরে বাস করে গোয়াতে –62.17 %
√ গোয়ার পরই মিজোরামের স্থান – 52.11 %
√ সবচেয়ে কম লোক গ্রামে বাস করে — গোয়াতে –37.83 %
√ সবচেয়ে বেশি লোক গ্রামে বাস করে — হিমাচল প্রদেশে ( 89.97 % )
√ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দাদরা ও নগর হাভেলীতে সবচেয়ে বেশি ( 53.28 % ) লোক গ্রামে বাস করে ।
√ ভারেতের মোট গ্রামের সংখ্যা – 6 লক্ষ ।
√ ভারেতের মোট শহরের সংখ্যা – 7 হাজার 9351
√ পৃথিবীর 54 % লোক শহরে বাস করে ।

● 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের তপশিলী জাতি ও উপজাতির জনসংখ্যা :

√ ভারতে মোট তপশিলী জাতি ( SC ) – 20.13 কোটি ।
√ ভারতে তপশিলী জাতির শতকরা ( SC ) – 16.63 % লোক ।
√ ভারতের সর্বাধিক তপশিলী জাতি রয়েছে উত্তরপ্রদেশ – 4.16 কোটি ।
√ ভারতের দ্বিতীয় স্থানে তপশিলী জাতি রয়েছে পশ্চিমবঙ্গ — 2.14 কোটি ।
√ ভারতের শতকরা হারে তপশিলী জাতি বেশি আছে পাঞ্জাবে – 31.9 % ।
√ ভারতের শতকরা হারে তপশিলী জাতি সর্বনিম্ন রয়েছে মিজোরামে – 0.1 % ।
√ অরুণাচলপ্রদেশ , নাগাল্যান্ড , লাক্ষাদ্বীপ ও আন্দামান – নিকোবর তপশিলী জাতির লোকসংখ্যা সবচেয়ে কম ।
√ ভারতে তপশিলী উপজাতি রয়েছে – 8.60 % লোক ।
√ মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক তপশিলী উপজাতিভুক্ত লোক বাস করে ( 1.54 কোটি ) ।
√ মিজোরামে তপশিলী উপজাতির জনসংখ্যার হার সর্বাধিক 94.96 %
√ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপে তপশিলী উপজাতির লোক সর্বাধিক 94.86 % ।
√ পাঞ্জাব , হরিয়ানা , চণ্ডিগড় , দিল্লি ও পণ্ডিচেরীতে তপশিলী উপজাতির লোকসংখ্যা নগণ্য ।
√ তপশিলী জাতির লোকের 81.28 % লোক গ্রামে বাস করে ।

● 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতা :

√ ভারতের সাক্ষরতার হার – 74.04 % 1
√ পুরুষ সাক্ষরতার হার— 82.14 % 1 844.1401
√ মহিলা সাক্ষরতার হার – 65.46 % । 71.50 %
√ সাক্ষরতার হার সবচেয়ে বেশি— কেরালাতে 93.91 % ।
√ সাক্ষরতার হার সবচেয়ে কম- বিহারে 63.82 % ।
√ মহিলা সাক্ষরতার হার সবচেয়ে বেশি— কেরালাতে 91.98 % ।
√ মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম- রাজস্থানে 52.66 % ।
√ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি লাক্ষাদ্বীপে— 92.28 % 1
√ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম দাদরা – নগর হাভেলীতে – 77.65 % ।
√ সাক্ষরতার হারে কেরালার পরের স্থান- লাক্ষাদ্বীপ 92.28 % ।

● 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত :

√ ভারতের গড় লিঙ্গানুপাত – 940
√ রাজ্যগুলির মধ্যে সর্বাধিক লিঙ্গানুপাত— কেরলে ( 1084 ) ।
√ রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত — হরিয়ানা ( 877 ) ।
√ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক লিঙ্গানুপাত— পুডুচেরী ( 1038 ) ।
√ সর্বনিম্ন লিঙ্গানুপাত— দমন ও দিউ ( 618 ) ।

● 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের ধর্মভিত্তিক জনগণনা :

হিন্দু – 79.80 % ; দশকীয় বৃদ্ধির হার – ( 0.7 % ) ।
✓ হিমাচলপ্রদেশে হিন্দু জনসংখ্যার হার সবচেয়ে বেশি— 95.4 % ।
✓ শতকরা হারে মিজোরামে মাত্র 5.0 % হিন্দু বাস করে ।
মুসলিম– 14.23 % দশকীয় বৃদ্ধির হার 29.3 % ।
✓ জম্মু ও কাশ্মীরে সর্বাধিক মুসলিম 67 % জনসংখ্যা ।
✓ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লাক্ষাদ্বীপে সর্বাধিক মুসলিম 96.58 % ।
✓ মোট মুসলিম জনসংখ্যায় প্রথম উত্তরপ্রদেশে – 3.84 কোটি ।
✓ মোট মুসলিম জনসংখ্যায় দ্বিতীয় পশ্চিমবঙ্গ — 2.46 কোটি ।
✓ উত্তরপ্রদেশের দ্বিতীয় সরকারী ভাষা— উর্দু ।
খ্রিস্টান— 2.3 % দশকীয় বৃদ্ধির হার 22.1 % ।
✓ নাগাল্যান্ডে সর্বাধিক খ্রিস্টান ( 90 % ) বাস করে ।
শিখ— 1.72 % দশকীয় বৃদ্ধির হার 16.9 % পাঞ্জাবে সর্বাধিক শিখ বাস ( 59.9 % ) করে ।
বৌদ্ধ — 0.7 % দশকীয় বৃদ্ধির হার 23.2 % সবচেয়ে বেশি বৌদ্ধ সিকিমে ( 28.1 % ) ।
✓ মোট বৌদ্ধ বেশি বাস করে— মহারাষ্ট্রে ( 6531200 ) ।
জৈন – 0.4 % দশকীয় বৃদ্ধির হার – 26 % ; সবচেয়ে বেশি জৈন মহারাষ্ট্রে ( 1.3 % ) বসবাস করে ।

● 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের ভাষা :

✓ সবচেয়ে বেশি লোক হিন্দি ভাষায় কথা বলে – ( 46.63 % ) ।
✓ বাংলা ভাষাভাষী দ্বিতীয় স্থানে – ( 8.3 % ) ।
✓ মারাঠী ভাষাভাষী তৃতীয় স্থানে – ( 6.86 % ) ।

Covered Topics :

Census of India 2011,ভারতের 2011 সালের জনগণনা,2011 আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা, 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত, 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতা, 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের ভাষা,

15 thoughts on “Census of India 2011-ভারতের 2011 সালের জনগণনা”

  1. Pingback: Ancient History SAQ Question-প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন

  2. Pingback: List of Multipurpose River Schemes-বহুমুখী নদী পরিকল্পনার তালিকা

  3. Pingback: আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তর pdf

  4. Pingback: বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনী তালিকা pdf - lakhya

  5. Pingback: ভারতের ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

  6. Pingback: GK Question in Bengali Page 11 of 200 – lakhya

  7. Pingback: GK Question in Bengali

  8. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-9

  9. Pingback: সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

  10. Pingback: ভারতের সাধারণজ্ঞান প্রশ্ন ও উত্তর

  11. Pingback: National Parks of India in Bengali-ভারতের জাতীয় উদ্যান

  12. Pingback: List of Fathers of Various Fields PDF in Bengali-কে কিসের জনক PDF

  13. Pingback: বিভিন্ন ব্যক্তির পরিচিত নামের তালিকা PDF

  14. Pingback: ভারতের ভাইসরয়দের তালিকা পিডিএফ

  15. Pingback: ভারতের জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top