SSC GD GK Mock Test in Bengali

SSC GD GK Mock Test in Bengali Part-1

প্রিয় পাঠক, সামনেই রয়েছে এসএসসি জিডি এর পরীক্ষা । তাই সেই দিকে লক্ষ্য রেখে আজকের এটি প্রথম পর্ব । এই পর্বটি ( SSC GD GK Mock Test in Bengali ) তে রয়েছে বাছাই করা ৪০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । আশা করি ( SSC GD GK Mock Test in Bengali ) এই পর্বটি থেকে তোমরা খুবই উপকৃত হবে।

1. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়িতে শিশুদের পুষ্টির স্তরের উন্নতির জন্য দুধ ও ডিম প্রদানের জন্য মহিলা ও শিশু উন্নয়ন দফতরের একটি প্রকল্পের উদ্বোধন করেছেন ?
উত্তর: কেরালা।

2. ‘ব্যাক-স্টিক’ শব্দটি নিচের কোন খেলা/ক্রীড়ায় ব্যবহৃত হয়?
উত্তর: হকি।

3. ​​2022 সালের জুন মাসে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর: নিতিন গুপ্ত।

4. ভারতে দ্বিতীয় ‘আন্তর্জাতিক যোগ দিবস’ উদযাপনের জন্য কী থিম সেট করা হয়েছিল?
উত্তর: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যোগব্যায়াম।

5. খালসা পন্থ গঠনের স্মরণে পাঞ্জাবে নিচের কোন উৎসব পালিত হয় ?
উত্তর: তীজ ।

6. আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালিত হয়?
উত্তর: 2 অক্টোবর

7. নিম্নোক্ত সঙ্গীতশিল্পীদের মধ্যে কে 2015 সালে তার অ্যালবাম ‘উইন্ডস অফ সামসারা’র জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিলেন, যা দক্ষিণ আফ্রিকার বাঁশিবাদক ওয়াটার কেলারম্যানের সহযোগিতায় তৈরি হয়েছিল?
উত্তর: রিকি কেজ

8. নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ‘সরোদ সম্রাট’ নামে পরিচিত?
উত্তর: আমজাদ আলী খান

9. দ্রুত চুনের রাসায়নিক সূত্র হল।
উত্তর: CaO

10. ভারতে ‘বায়ুদূত’ বিমান সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1981

11. আব্দুল করিম খান হিন্দুস্তানি সঙ্গীতের কোন স্কুলের উদ্যোক্তা ছিলেন ?
উত্তর: কিরানা ঘরানা

12. নিম্নলিখিত কোন উৎসব আগস্ট-সেপ্টেম্বর মাসে পালিত হয়?
উত্তর: ওনাম

13. যুব অলিম্পিক গেমসের প্রথম সংস্করণ কোথায় আয়োজিত হয়েছিল ?
উত্তর: সিঙ্গাপুর

14. নিচের কোন শহরটি ইন্টারন্যাশনাল মিলিটারি স্পোর্টস কাউন্সিল আয়োজিত 2019 মিলিটারি ওয়ার্ল্ড গেমসের আয়োজন করেছিল?
উত্তর: উহান, চীন

15. ‘ইন্দিরা গান্ধী আরবান এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম 2022’ কোন রাজ্য সরকার প্রয়োগ করেছে?
উত্তর: রাজস্থান

16. নির্মাণ শ্রমিকদের দক্ষতা বাড়াতে ‘মিশন দক্ষ শ্রমিক’ চালু করা হয়েছে। এই কার্যক্রম শুরু করেছে কোন সরকার ?
উত্তর: দিল্লি

17. CaOCl2 যৌগের জনপ্রিয় নাম কি ?
উত্তর: ব্লিচিং পাউডার

18. শ্যামজি কৃষ্ণ ভার্মা 1905 সালে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন?
উত্তর: লন্ডন

19. 1873 সালে জ্যোতিবা ফুলে ‘গুলামগিরি’ লিখেছিলেন নিচের কোন ভাষায়?
উত্তর: মারাঠি

20. নিম্নলিখিত শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের মধ্যে কে 2003 সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন?
উত্তর: সোনাল মানসিংহ

আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set

21. নিচের কোন লোকনৃত্য শৈলী গুজরাট রাজ্যের সাথে সম্পর্কিত?
উত্তর: ডান্ডিয়া রাস

22. নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক জুটি নির্বাচন করুন।
উত্তর: চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা -পরিবার পরিকল্পনা কর্মসূচি

23. সেন্ট পিটার্সবার্গ থেকে ভ্লাদিভোস্টককে সংযোগকারী রেলপথের নাম কী?
উত্তর: ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে

24. লোকনৃত্য তরঙ্গমেল কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
উত্তর: গোয়া

25. কোন বলিউড কোরিওগ্রাফার 2003, 2007 এবং 2009 সালে তিনবার জাতীয় পুরস্কার বিজয়ী ছিলেন? তিনি সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সহ অনেক হিন্দি ছবিতে কাজ করেছেন।
উত্তর: সরোজ খান

26. পণ্ডিত রবিশঙ্করের গুরু কে ছিলেন?
উত্তর: আলাউদ্দিন খান

27. কোন রাজ্য ভারতে প্রথম রাষ্ট্রীয় পর্যায়ের পাখির অ্যাটলাস পেয়েছে?
উত্তর: কেরালা

28. নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি পিসি মহালনোবিসের সাথে সম্পর্কিত, যিনি ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে অবদান রেখেছিলেন?
উত্তর: তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।

29. শীতকালীন যুব অলিম্পিক গেমস 2024 কোথায় সংগঠিত হবে ?
উত্তর: গঙ্গবানে

30. AIBA বক্সিং জুনিয়র বালক ও মেয়েদের প্রতিযোগিতায় প্রতিটি রাউন্ড __ মিনিটের হতে হবে?
উত্তর: ২ মিনিট

31. ‘ফ্যামিলি ডক্টর’ প্রোগ্রামটি 2022 সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে একটি পাইলট ভিত্তিতে চালু করা হয়েছিল। এই প্রোগ্রামটি কোন রাজ্য সরকার শুরু করেছিল ?
উত্তর: অন্ধ্র প্রদেশে

32. ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি কত সালে হয়েছিল ?
উত্তর: 1881

33. ভারতের কোন রাজ্যে পর্যটনের প্রচারের জন্য ‘রান উৎসব’ আয়োজন করা হয়?
উত্তর: গুজরাট

34. কোন রাজ্যে ‘কুদুম্বশ্রী’, একটি নারী-ভিত্তিক, সম্প্রদায়-ভিত্তিক, দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল?
উত্তর: কেরালা

35. 2022 সালের মার্চ মাসে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার পরবর্তী চেয়ারম্যান হিসাবে কাকে নাম দেওয়া হয়েছে?
উত্তর: মাধবী পুরি বুচ

36. 2022 এশিয়ান গেমসের আয়োজক হিসাবে কোন জায়গাটি বেছে নেওয়া হয়েছিল?
উত্তর: হ্যাংজু, চীন

37. হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ভারতে কখন রক্ষা বন্ধন পালিত হয়?
উত্তর: পূর্ণিমা, শ্রাবণ মাস

38. প্রত্যন্ত অঞ্চলে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক শিক্ষার জন্য কে ‘শ্রেষ্ঠতা’ চালু করেন?
উত্তর: বীরেন্দ্র কুমার

39. ক্লোরোফর্মের সঠিক রাসায়নিক সূত্র কি?
উত্তর: CHCL3

40. কমনওয়েলথ গেমস 2018 কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর: গোল্ড কোস্ট

আশা এই পর্বটি ( SSC GD GK Mock Test in Bengali ) সকল ছাত্র ছাত্রীর কাছে খুবই হেল্পফুল হবে । SSC GD CONSTABLE পরীক্ষার গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ পেতে আমাদের ওয়েবসাইট টি প্রতিনিয়ত ভিজিট করো।

Scroll to Top