KP Practice Set

KP Practice Set

৪১। 320 + 321 + 322 + 323 কত দ্বারা বিভাজ্য ?
( ক ) 10
( খ ) 13
( গ ) 31
( ঘ ) 29

৪২। 7 টি সংখ্যার সমষ্টি 2351 প্রথম 3 টি সংখ্যার গড় 23 এবং শেষ 3 টি সংখ্যার গড় 42 হলে , চতুর্থ সংখ্যাটি কত ?
( ক ) 40
( খ ) 69
( গ ) 126
( ঘ ) 195

৪৩। যদি একটি সংখ্যা থেকে 4 বিয়োগ করা হয় এবং 6 দ্বারা ভাগ করা হয় , তাহলে ভাগফল ৪ হয় । যদি সংখ্যাটি থেকে 2 বিয়োগ করা হয় ও 5 দ্বারা ভাগ করা হয় , তাহলে ভাগফল কত হবে ?
( ক ) 10
( খ ) 11
( গ ) 12
( ঘ ) 14

৪৪। X , Y , Z একটি বৃত্তাকার মাঠের চারিদিকে দৌড়াচ্ছে । X , Y ও Z মাঠটিকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে যথাক্রমে 252 সেকেন্ড , 308 সেকেন্ড ও 198 সেকেন্ড সময় নেয় । তারা একসাথে যাত্রা শুরু করার কতক্ষণ পর পুনরায় মিলিত হবে ?
( ক ) 40 মিনিট
( খ ) 44 মিনিট
( গ ) 42 মিনিট 14 সেকেন্ড
( ঘ ) 46 মিনিট 12 সেকেন্ড

৪৫। 5 ভাইয়ের সাপ্তাহিক গড় আয় 60 টাকা । যদি 1 ভাইয়ের সাপ্তাহিক আয় 10 টাকা বৃদ্ধি পায় তবে নতুন গড় কত ?
( ক ) 58 টাকা
( খ ) 60 টাকা
( গ ) 62 টাকা
( ঘ ) 70 টাকা

৪৬। একটি কারখানায় 50 জন কর্মীর গড় পারিশ্রমিক হল 350 টাকা । 5 জন নতুন কর্মী কারখানায় যোগ দিল । তাদের পারিশ্রমিক হল যথাক্রমে 250 টাকা , 300 টাকা , 320 টাকা , 350 টাকা এবং 400 টাকা । পারিশ্রমিকের নতুন গড় কত হবে ?
( ক ) 342.84 টাকা
( খ ) 374.64 টাকা
( গ ) 347.54 টাকা
( ঘ ) 348.64 টাকা

৪৭। এক ক্রিকেটারের বোলিংয়ের গড় হল 12.4 । তিনি 26 রান দিয়ে 5 টি উইকেট নিলেন । এর ফলে তার বোলিং গড় 0.4 করে কমে গেল । শেষ ম্যাচের আগে তিনি কটি উইকেট নিয়েছিলেন ?
( ক ) 84
( খ ) 85
( গ ) 89
( ঘ ) 90

৪৮। মনীশ 10 মিনিটে 500 শব্দ টাইপ করতে পারে এবং রানা 10 মিনিটে , 400 শব্দ টাইপ করতে পারে । দুজনে একত্রে কত সময়ে 3600 শব্দ টাইপ করতে পারে ?
( ক ) 38 মিনিট
( খ ) 40 মিনিট
( গ ) 45 মিনিট
( ঘ ) 60 মিনিট

৪৯। একটি ঘড়ি এক ঘটিকায় 1 বার ঘন্টা বাজায় , 2 ঘটিকায় 2 বার ঘন্টা বাজায় , …… 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায় । ঘড়িতে 2 দিনে কতবার ঘন্টা বাজবে ?
( ক ) 78 বার
( খ ) 144 বার
( গ ) 312 বার
( ঘ ) 264 বার

৫০। মিস্টার এক্স ‘ এর চার সন্তান । বর্তমানে তার বয়স চার সন্তানের বয়সের যোগফলের সমান । 20 বছর পরে তার বয়স হবে সন্তানের বয়সের সমষ্টির অর্ধেক । মিস্টার এক্স এর বর্তমান বয়স কত ?
( ক ) 40 বছর
( খ ) 66 বছর
( গ ) 70 বছর
( ঘ ) 86 বছর

23 thoughts on “KP Practice Set”

  1. Pingback: GK Question in Bengali

  2. Pingback: GK Question in Bengali

  3. Pingback: SSC GD GK Mock Test in Bengali

  4. Pingback: Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -1

  5. Pingback: west bengal gk in bengali

  6. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-4

  7. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-5

  8. Pingback: List of Indian cities on rivers | ভারতের নদী তীরবর্তী শহর

  9. Pingback: Divisibility Rule in Bengali-বিভাজ্যতা নিয়ম

  10. Pingback: List of International Border Line-আন্তর্জাতিক সীমারেখা তালিকা

  11. Pingback: RRB Group D Science Question in Bengali Part -2

  12. Pingback: Census of India 2011-ভারতের 2011 সালের জনগণনা

  13. Pingback: List of First Female in India-ভারতের প্রথম মহিলা তালিকা

  14. Pingback: Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -2

  15. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-2 - lakhya

  16. Pingback: ভারতের তফসিলি উপজাতিদের তালিকা

  17. Pingback: RRB Group D Science Question in Bengali Part -1

  18. Pingback: বিভাজ্যতা অধ্যায়ের ৫০টি অংক

  19. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-8

  20. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-7

  21. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-6

  22. Pingback: General Knowledge In Bengali

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top