KP Practice Set

KP Practice Set

৩১। শোন নদীর উৎসস্থল কোনটি ?
( ক ) যমুনোত্রী
( খ ) অমরকন্টক
( গ ) আরাবল্লী
( ঘ ) হিমালয়

৩২। ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন ?
( ক ) আলেকজান্ডার গ্রাহাম বেল
( খ ) মাইকেল ফ্যারাডে
( গ ) আলফ্রেড বি নোবেল
( ঘ ) আলভা এডিসন

৩৩। ভারতের প্রথম আন্তঃলিঙ্গ ( ট্রান্সজেন্ডার ) বিদ্যালয়ের নাম কি ?
( ক ) সহজ ইন্টারন্যাশনাল স্কুল
( খ ) ট্রান্সজেন্ডার ইন্টারন্যাশনাল স্কুল
( গ ) ট্রান্সজেন্ডার ন্যাশনাল স্কুল
( ঘ ) ইন্ডিয়ান ট্রান্সজেন্ডার স্কুল

৩৪। ভারতের প্রথম ক্যাশলেস ডিজিটাল ট্রাইবাল কলোনী নেদুমকায়াম কোন রাজ্যে অবস্থিত ?
( ক ) উড়িষ্যা
( খ ) তামিলনাড়ু
( গ ) কেরল
( ঘ ) কৰ্ণাটক

৩৫। ২০১৬ সালে বিশ্বের সর্বাধিক দীর্ঘ রেল টানেল কোন দেশে উদ্বোধন করা হয় ?
( ক ) জাপান
( খ ) চীন
( গ ) লন্ডন
( ঘ ) সুইজারল্যান্ড

৩৬। ২০১৭ সালে চতুর্দশতম প্রবাসী ভারতীয় দিবস কোন রাজ্যে সংগঠিত হয় ?
( ক ) বারানসী
( খ ) মধ্যপ্রদেশ
( গ ) কর্ণাটক
( ঘ ) কেরালা

৩৭। হকি বিশ্বকাপ প্রথম কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল ?
( ক ) স্পেন ( বার্সেলোনা )
( খ ) ইউ . কে ( লন্ডন )
( গ ) ফ্রান্স ( প্যারিস )
( ঘ ) জার্মানি ( বন )

৩৮। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
( ক ) ১৯৫০ , ঢাকা ,
( খ ) ১৯৫১ , লাহোর
( গ ) ১৯৫০ , কাঠমান্ডু
( ঘ ) ১৯৫১ , নিউদিল্লি

৩৯। কোন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল ?
( ক ) প্রথম গোলটেবিল বৈঠক
( খ ) নেহেরু রিপোর্ট
( গ ) পুনা প্যাক্ট ( চুক্তি )
( ঘ ) গান্ধী – আরউইন ( চুক্তি )

৪০। কোন মুঘলরাজা তামাক ব্যবহার বন্ধ করেন ?
( ক ) মহম্মদ শাহ
( খ ) আকবর
( গ ) জাহাঙ্গীর
( ঘ ) ঔরঙ্গজেব

23 thoughts on “KP Practice Set”

  1. Pingback: GK Question in Bengali

  2. Pingback: GK Question in Bengali

  3. Pingback: SSC GD GK Mock Test in Bengali

  4. Pingback: Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -1

  5. Pingback: west bengal gk in bengali

  6. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-4

  7. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-5

  8. Pingback: List of Indian cities on rivers | ভারতের নদী তীরবর্তী শহর

  9. Pingback: Divisibility Rule in Bengali-বিভাজ্যতা নিয়ম

  10. Pingback: List of International Border Line-আন্তর্জাতিক সীমারেখা তালিকা

  11. Pingback: RRB Group D Science Question in Bengali Part -2

  12. Pingback: Census of India 2011-ভারতের 2011 সালের জনগণনা

  13. Pingback: List of First Female in India-ভারতের প্রথম মহিলা তালিকা

  14. Pingback: Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -2

  15. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-2 - lakhya

  16. Pingback: ভারতের তফসিলি উপজাতিদের তালিকা

  17. Pingback: RRB Group D Science Question in Bengali Part -1

  18. Pingback: বিভাজ্যতা অধ্যায়ের ৫০টি অংক

  19. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-8

  20. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-7

  21. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-6

  22. Pingback: General Knowledge In Bengali

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top