KP Practice Set

KP Practice Set

প্রিয় পাঠক, কলকাতা পুলিশের পরীক্ষা কে সামনে রেখে আজকের এই KP Practice Set . কলকাতা পুলিশের পরীক্ষায় ঠিক যে ধরেনর প্রশ্ন পত্র আসে ঠিক তেমনি প্র্যাক্টিস সেট টি বানানো হয়েছে ।

১। সংবিধানের কোন ধারানুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে ?
( ক ) ৩৫৫ নং ধারা
( খ ) ৩৫৬ নং ধারা
( গ ) ৩৫৯ নং ধারা
( ঘ ) ৩৬০ নং ধারা

২। ওয়াগা সীমান্ত চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত ?
( ক ) ইন্দো – পার্ক বর্ডার
( খ ) ইন্দো – নেপাল বর্ডার
( গ ) ইন্দো – বাংলাদেশ বর্ডার
( ঘ ) ইন্দো – শ্রীলঙ্কা সামুদ্রিক বর্ডার

৩। এলবুর্জ ও জাগ্রোসের মধ্যে কোন মালভূমি অবস্থিত ?
( ক ) আরবের মালভূমি
( খ ) তিব্বতের মালভূমি
( গ ) ইরানের মালভূমি
( ঘ ) আনাটোলিয়া মালভূমি

৪। কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন ?
( ক ) ইলতুৎমিস
( খ ) বলবন
( গ ) ফিরোজ তুঘলক
( ঘ ) আলাউদ্দিন খলজি

৫। কোন কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলে একমাত্র নিজস্ব উচ্চ বিচারালয় আছে ?
( ক ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
( খ ) দমন ও দিউ
( গ ) দিল্লি
( ঘ ) লাক্ষাদ্বীপ

৬। মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কি ?
( ক ) মৌলিক অধিকার রাষ্ট্রের উপর কোনরকম বাধ্যতামূলক নয়
( খ ) মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নয়
( গ ) নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু মৌলিক অধিকার নয়
( ঘ ) নির্দেশমূলক নীতি রাষ্ট্রের উপর বাধ্যতামূলক নির্দেশ

৭। উলার লেক কোথায় অবস্থিত ?
( ক ) শ্রীনগরের উত্তর – পূর্বে
( খ ) শ্রীনগরের উত্তর – পশ্চিমে
( গ ) শ্রীনগরের দক্ষিণ – পূর্বে
( ঘ ) শ্রীনগরের দক্ষিণ – পশ্চিমে

৮। কোন বছর কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল ?
( ক ) ১৯৪৭ সালে
( খ ) ১৯৪৮ সালে
( গ ) – ১৯৪৯ সালে
( ঘ ) ১৯৫০ সালে

৯। কোন দেশ অলিম্পিক ফুটবলে তিনবার স্বর্ণপদক জয় করে ?
( ক ) ব্রাজিল
( খ ) হাঙ্গেরি
( গ ) ইতালি
( ঘ ) জার্মানি

১০। কোন কমিটির পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণভাবে বিনিয়ন্ত্রিত করা হয় ?
( ক ) কিরিত পারেখ কমিটি
( খ ) ওয়াই কে অলগ কমিটি
( গ ) সতীশচন্দ্র কমিটি
( ঘ ) রাকেশ মোহন কমিটি

23 thoughts on “KP Practice Set”

  1. Pingback: GK Question in Bengali

  2. Pingback: GK Question in Bengali

  3. Pingback: SSC GD GK Mock Test in Bengali

  4. Pingback: Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -1

  5. Pingback: west bengal gk in bengali

  6. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-4

  7. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-5

  8. Pingback: List of Indian cities on rivers | ভারতের নদী তীরবর্তী শহর

  9. Pingback: Divisibility Rule in Bengali-বিভাজ্যতা নিয়ম

  10. Pingback: List of International Border Line-আন্তর্জাতিক সীমারেখা তালিকা

  11. Pingback: RRB Group D Science Question in Bengali Part -2

  12. Pingback: Census of India 2011-ভারতের 2011 সালের জনগণনা

  13. Pingback: List of First Female in India-ভারতের প্রথম মহিলা তালিকা

  14. Pingback: Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -2

  15. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-2 - lakhya

  16. Pingback: ভারতের তফসিলি উপজাতিদের তালিকা

  17. Pingback: RRB Group D Science Question in Bengali Part -1

  18. Pingback: বিভাজ্যতা অধ্যায়ের ৫০টি অংক

  19. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-8

  20. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-7

  21. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-6

  22. Pingback: General Knowledge In Bengali

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top