হ্যালো বন্ধুরা, আজ Indian Geography Question Answer | ভারতের ভূগোল প্রশ্ন উত্তর পর্বটি শেয়ার করছি , যার মধ্যে ভারতের ভূগোল সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন পত্র আলোচনা করা হয়েছে । প্রতিযোগিতা মূলক পরীক্ষাতে অন্যান্য বিষয়ের মতোই ভূগোলও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেহেতু এই (Indian Geography Question Answer | ভারতের ভূগোল প্রশ্ন উত্তর) বিষয় থেকে বেশির ভাগ চাকরির পরীক্ষাতে প্রশ্ন এসেই থাকে।
১ ) আয়তনে ভারতের বড় রাজ্য কোনটি ?
উত্তর: আয়তনে ভারতের বড় রাজ্য হল রাজস্থান।
২ ) আয়তেন ছোট রাজ্য কোনটি ?
উত্তর: আয়তেন ছোট রাজ্য হল গোয়া।
৩ ) জনসংখ্যায় প্রথম রাজ্য কোনটি ?
উত্তর: জনসংখ্যায় প্রথম রাজ্য হল উত্তর প্রদেশ।
৪ ) জনসংখ্যায় কম কোন রাজ্য ?
উত্তর: জনসংখ্যায় কম রাজ্য হল সিকিম।
৫ ) আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের কত তম ?
উত্তর: আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের ১৩ তম রাজ্য
৬ ) আয়তনে বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল কোনটি ?
উত্তর: আয়তনে বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল হল আন্দামান নিকোবর।
৭ ) লোক সংখ্যায় প্রথম কোন কেন্দ্র শাসিত অঞ্চল ?
উত্তর: লোক সংখ্যায় প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হল দিল্লী।
৮ ) জনসংখ্যায় কনিষ্ঠতম কেন্দ্র শাসিত অঞ্চল কোনটি ?
উত্তর: জনসংখ্যায় কনিষ্ঠতম কেন্দ্র শাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ ।
৯ ) হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা হলেন কুতুবশাহী।
১০ ) পাটনার প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: পাটনার প্রতিষ্ঠাতা হলেন শেরশাহ।
১১ ) চন্ডিগড়ের রূপকার কে ?
উত্তর: চন্ডিগড়ের রূপকার হলেন ফ্রেন্স আর্কিটেকট করুশিয়ার ।
১২ ) ভারতের বৃহত্তম বৌদ্ধ আশ্রম কোথায় অবস্থিত ?
উত্তর: ভারতের বৃহত্তম বৌদ্ধ আশ্রম তাবাং ( অরুনাচল প্রদেশ ) অবস্থিত ।
১৩ ) ভারতের কোথায় প্রথম তৈলখনি অবস্থিত হয় ?
উত্তর: ভারতের প্রথম তৈলখনি অবস্থিত হয় ১৮৮৯ খ্রীঃ আসামের ডিগবয়।
১৪ ) বিড়ি পাতা কোথায় উৎপাদিত হয় ?
উত্তর: বিড়ি পাতা উৎপাদিত হয় ছত্তিশগড় এ ।
১৫ ) ভারতের “ Milk pail ” ( দুধের ভান্ড ) কাকে বলা হয় ?
উত্তর: ভারতের “ Milk pail ” ( দুধের ভান্ড ) বলা হয় হরিয়ানাকে।
১৬ ) ভারতের কোন রাজ্যে প্রথম সমস্ত গ্রামে বৈদ্যুাতি করণ সম্পন্ন হয় ?
উত্তর: ভারতের হরিয়ানা রাজ্যে প্রথম সমস্ত গ্রামে বৈদ্যুাতি করণ সম্পন্ন হয়।
১৭ ) ভারতে “ Lofty Land ” কাকে বলা হয় ?
উত্তর: ভারতে “ Lofty Land ” বলা হয় কর্ণাটকের কুরুন্ডুকে ।
১৮ ) ভারতের “ গার্ডেন সিটি ” কাকে বলা হয় ?
উত্তর: ব্যাঙ্গালোরকে ভারতের “ গার্ডেন সিটি ” বলা হয়।
১৯ ) ভারতের উচ্চতম জল প্রপাতের নাম কি ?
উত্তর: ভারতের উচ্চতম জল প্রপাত কর্ণাটক রাজ্যের যোগ জলপ্রপাত (গোরাসপ্পো নদীর ওপর অবস্থিত)।
২০ ) ১৯৯১ সালে ভারতের কোন রাজ্য সর্ব স্বাক্ষর ঘোষিত হয় ?
উত্তর: ১৯৯১ সালে ভারতের কেরালা রাজ্য সর্ব স্বাক্ষর ঘোষিত হয়।
২১ ) প্রথম সর্বস্বাক্ষর শহরের নাম কি ?
উত্তর: প্রথম সর্বস্বাক্ষর শহর হল কোট্টায়ম ( কেরালা )
২২ ) কোন জেলা প্রথম সর্বস্বাক্ষর হিসাবে ঘোষিত হয় ?
উত্তর: এরনাকোলাম জেলা প্রথম সর্বস্বাক্ষর হিসাবে ঘোষিত হয়।
২৩ ) আরব সাগরের রাণী কাকে বলা হয় ?
উত্তর: আরব সাগরের রাণী বলা হয় কোচিনকে ।
২৪ ) ভারতের ডেট্রয়েড কাকে বলা হয় ?
উত্তর: পিথামপুরকে ( Near Jabbalpur ) ভারতের ডেট্রয়েড বলা হয়।
২৫ ) ভারত তথা এশিয়ার প্রথম স্পোর্টস ইউনিভারসিটি কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ভারত তথা এশিয়ার প্রথম স্পোর্টস ইউনিভারসিটি পুনেতে প্রতিষ্ঠিত হয়।
২৬ ) ভারতের জুয়েল ( Jewel ) কাকে বলা হয় ?
উত্তর: ভারতের জুয়েল বলা হয় ইম্ফলকে।
২৭ ) কোন রাজ্যে বেশি সার ব্যবহৃত হয় ?
উত্তর: পাঞ্জাব রাজ্যে বেশি সার ব্যবহৃত হয় ।
২৮ ) ভারতের কোন রাজ্য কেন্দ্রকে সবচেয়ে বেশি খাদ্যশস্য সরবরাহ করে ?
উত্তর: ভারতের পাঞ্জাবকে কেন্দ্রকে সবচেয়ে বেশি খাদ্যশস্য সরবরাহ করে।
২৯ ) ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয় ?
উত্তর: ভারতের উত্তর প্রদেশ রাজ্যকে চিনির পাত্র বলা হয়।
৩০ ) ভারতের কোন রাজ্য প্রথম নির্বাচনের ক্ষেত্রে মহিলাদের জন্য ৩০ % সংরক্ষন করে ?
উত্তর: ভারতের পশ্চিমবঙ্গ প্রথম নির্বাচনের ক্ষেত্রে মহিলাদের জন্য ৩০ % সংরক্ষন করে।
৩১ ) আন্দামান নিকোবরের মোট দ্বীপের সংখ্যা কত ?
উত্তর: আন্দামান নিকোবরের মোট দ্বীপের সংখ্যা ২২৩ টি।
৩২ ) লাক্ষাদ্বীপের মোট দ্বীপ সংখ্যা কত ?।
উত্তর: লাক্ষাদ্বীপের মোট দ্বীপ সংখ্যা হল ৩৬ টি।
৩৩ ) ভারতের প্রথম হাইকোর্ট তিনটি কি কি ?
উত্তর: ভারতের প্রথম হাইকোর্ট তিনটি বোম্বাই , কলকাতা ও মাদ্রাজ ( ১৮৬২ সনে ) ।
৩৪ ) জনসংখ্যা অনুসারে ভারতের অবস্থান পৃথিবীতে কত তম ?
উত্তর: জনসংখ্যা অনুসারে ভারতের অবস্থান পৃথিবীতে প্রথম ।
৩৫ ) আয়তন অনুসারে ভারত পৃথিবীর মধ্যে কত তম স্থান অধিকার করে ?
উত্তর: আয়তন অনুসারে ভারত পৃথিবীর মধ্যে ৭ম তম স্থান অধিকার করে।
৩৬ ) ভারত পৃথিবীর ভূ -ভাগের মোট কত অংশ দখল করে আছে ?
উত্তর: ভারত পৃথিবীর ভূ -ভাগের মোট ২.৪ শতাংশ দখল করে আছে।
৩৭ ) ভারতের মোট জনসংখ্যা ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী কত ছিল ?
উত্তর: ভারতের মোট জনসংখ্যা ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী ১২১.০২ কোটি ছিল ।
৩৮ ) পৃথিবীর কত শতাংশ লোক ভারতে বাস করে ?
উত্তর: পৃথিবীর ১৭.৫ শতাংশ লোক ভারতে বাস করে।
৩৯ ) ভারতের উত্তর থেকে দক্ষিণে সর্বাধিক দূরত্ব কত ?
উত্তর: ভারতের উত্তর থেকে দক্ষিণে সর্বাধিক দূরত্ব ৩২১৪ কিমি।
৪০ ) ভারতের পূর্ব পশ্চিমের সর্বাধিক দূরত্ব কত ?
উত্তর: ভারতের পূর্ব পশ্চিমের সর্বাধিক দূরত্ব ২৯৩৩ কিমি।
৪১ ) হিমালয়ের উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য কত ?
উত্তর: হিমালয়ের উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য হল ৫০০ কিমি।
৪২ ) হিমালয়ের পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য কত ?
উত্তর: হিমালয়ের পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য হল ২৪০০ কিমি ।
৪৩ ) শ্রীলঙ্কা ও ভারতের মধ্যবর্তী প্রণালীর নাম কি ?
উত্তর: শ্রীলঙ্কা ও ভারতের মধ্যবর্তী প্রণালীর নাম হল পক প্রণালী।
৪৪ ) পাকিস্তান ও ভারতের সীমান্তের নাম কি ?
উত্তর: পাকিস্তান ও ভারতের সীমান্তের নাম হল র্যাডক্লিফ লাইন ( ২৪ প্যারালাল কেবলমাত্র পাকিস্তান দাবী করে ) ।
৪৫ ) ভারত ও চীনের সীমান্তের নাম কি ?
উত্তর: ভারত ও চীনের সীমান্তের নাম হল ম্যাকমোহন লাইন।
৪৬ ) ব্রিটিশ ভারত ও আফগানিস্থানের সীমান্তে নাম কি ছিল ?
উত্তর: ব্রিটিশ ভারত ও আফগানিস্থানের সীমান্তের নাম হল ডুরান্ড লাইন।
৪৭ ) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি গবাদি পশু আছে ?
উত্তর: ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি গবাদি পশু আছে।
৪৮ ) ভারতের কোন রাজ্য বাঁধের সংখ্যা বেশি ?
উত্তর: ভারতের মধ্যপ্রদেশ রাজ্য বাঁধের সংখ্যা বেশি।
৪৯ ) ভারতের কোন রাজ্যে সড়ক পথের দৈর্ঘ্য সর্বাধিক ?
উত্তর: ভারতের মহারাষ্ট্র রাজ্যে সড়ক পথের দৈর্ঘ্য সর্বাধিক।
৫০ ) ভারতের কোন রাজ্যে বনভূমির আয়তন কম ?
উত্তর: ভারতের হরিয়ানা রাজ্যে বনভূমির আয়তন কম।
Indian Geography Question Answer | ভারতের ভূগোল প্রশ্ন উত্তর এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে ।
Pingback: GK Question in Bengali
Pingback: GK Question in Bengali
Pingback: SSC GD GK Mock Test in Bengali
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-2 - lakhya
Pingback: Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -1
Pingback: Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -2
Pingback: SSC GD Previous Year GK in Bengali
Pingback: KP Practice Set
Pingback: General Knowledge In Bengali
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-7
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-6
Pingback: List of Indian cities on rivers | ভারতের নদী তীরবর্তী শহর
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-8
Pingback: বিভাজ্যতা অধ্যায়ের ৫০টি অংক
Pingback: List of International Border Line-আন্তর্জাতিক সীমারেখা তালিকা
Pingback: List of First Man In India-ভারতের প্রথম পুরুষ তালিকা
Pingback: Divisibility Rule in Bengali-বিভাজ্যতা নিয়ম
Pingback: RRB Group D Science Question in Bengali Part -2
Pingback: Census of India 2011-ভারতের 2011 সালের জনগণনা
Pingback: List of Government Scheme In Bengali Part-2
Pingback: List of First Female in India-ভারতের প্রথম মহিলা তালিকা
Pingback: ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-4
Pingback: Census of West Bengal 2011-2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ - lakhya
Pingback: List of Government Schemes In Bengali Part-1
Pingback: RRB Group D Science Question in Bengali Part -1
Pingback: WBCS Previous Year Question of Census topic in Bengali
Pingback: General Knowledge In Bengali