Folk Dances of India ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য

Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য

হ্যালো স্টুডেন্ট, আজ আমি Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ পর্ব তুলে ধরেছি। এই পর্বটি ( Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য ) বিগত বছরের পরীক্ষা অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এর অধীনে আটবাহিনীর পরীক্ষাতে খুব বড়ো একটি ভূমিকা পালন করেছে। অতএব এবারের পরীক্ষাতেও আসার প্রবল চান্স আছে।

অন্ধ্রপ্রদেশ :
কুম্মি, সিদ্ধি মাধুরী, ঘন্টা মারদালা, বুট্টা বোম্মালু, ভামকল্পম, দাপ্পু, তাপেতাগুল্লু, লাম্বাদি, ধীমসা কোলাট্টম, বীরনাট্যম, গোবি, ডান্ডারিয়া, বোনালু, বিছুয়া,বথকুম্মা।

আসাম :
বিছুয়া, নাটপুজা, মহারাস, খেলা গোপাল, বিহু, আকিয়ানাত, কালীগোপাল, নাগনৃত্য, বাগুরুম্বা, কোনাই, ঝুমুরা।

অরুণাচল প্রদেশ :
মুখৌটা, যুদ্ধের নৃত্য, বুইয়া, ছালো, ওয়াঞ্চো, পাসি কংকি, সিংহ এবং ময়ূর, পং, পপির, বোর্ডন ছাম, রিখম্পদা।

বিহার :
জাত – যতীন, পাভনরিয়া, বিদেশিয়া, কাজরি, ছাউ, কর্ম, ধোবিয়া, জোগিয়া, ঝিঝিয়া, ঝর্নি, পাইকা জুমরি, ফাগুয়া, ডোমকচ, বিহুলা ( ভাগলপুর জেলায় অনুষ্ঠিত হয় )

ছত্তিশগড় :
কর্ম, ডাগলা, পালি, তাপলি, ঝুমার, গেদি, পান্ডবনি নাভারানি, পান্থি, রাউতনাচ, বাগমতি, কাপালিক, থারথারি, চান্দেনি, সুয়া নাচা, সৈলা।

গোয়া :
ফুগান্ডি, দেইখনি নাচ, ধানগার, টোনিমেল, কোরেদিনহো, মোরুলেম, কুনবি, তালগাদি, জাগোর, ভোনভাদো, মুসোল নাচ, দ্য ডোলো, সনবর্ন, লাদেন।

গুজরাট :
গরবা, ডান্ডিয়া, টিপ্পানি, লাস্য, রাসলীলা, জুরিথুন, পানিহারি, ভাবাই।

হরিয়ানা :
ঝুমার, ফাগ নাচ, ডাফ, ঘোমার, ধমাল, মাজিরা, গুগ্গা, লুর রাসলীলা, গান, ছাভি নাচ, খোরিয়া।

হিমাচল প্রদেশ :
ডাঙ্গি, ছান্নাক, ছাম, কায়ং মালা, রক্ষা নৃত্য, নামজেন করালিয়া, লোসার শোনা, ঘুঘান্টি চুকসাম, ছাপেলি দণ্ডনাচ, নটি, কাদাথি, বুদাহ, থোদা ছাম, ঘুংঘটি, রাকডুমিণী, গোচী উৎসব।

ঝাড়খণ্ড :
ফাগুয়া, মুদানরি, সরহুল, বারাও, দামকচ, ঘোরা-নাচ, পারুলিয়া ছৌ, সেরাকেলা ছৌ, সোহরাই, মান্দা, পাইকা, জিতাকা, সাঁথালি, হুতান নৃত্য, লাহসুয়া, মর্দানি।

কর্ণাটক :
যক্ষগানা, ডলু, কুনিয়া, বীরগাসে, বিলালতা, কৃষ্ণ পারিজাত নাগমন্ডলা, জুদু হাইলি, বৈলতা, ভৃত কেলা, মৈসর, মহীশূর দশেরা উৎসব।

কেরালা :
কাকরসি কালি, দাপ্পু কালী, সার্পম ঘুলাল, কাভাদিয়োত্তম, ভেলা কালী, থামপি থুল্লাল, কাডুভা, মারগামকালী কুমাটি।

লাক্ষাদ্বীপ :
কোলকালি, লাভা, পরিচকালি।

মধ্যপ্রদেশ :
জাওয়ারা, মটকি, সাইলা, টুটিলি নাচ, মুড়িয়া নাচ, বারদি নাচ, আহিরী নাচ, লেহেঙ্গি, ফুলপতি নাচ।

মহারাষ্ট্র :
কালো নৃত্য, লাবণী, কলি, ডিন্ডি তামাশা, ধানগাদি গাজা, লাজিম, পোভাদা, নাকাটা, গাফা।

মণিপুর :
লাই হারোবা, পুং চোলোম, খাম্বা ধাবি, নূপা নৃত্য, রাসলীলা, জাগোই, থাগন্তম, দোল চোলাম, মার্ক নৃত্য।

মেঘালয় :
দারগেতা, লাহো, নোগক্রেম, বেহদিনখলাম, ওয়াগানলা, দারসেগাটা, শাদসুক।

মিজোরাম :
চাইরাও নাচ, খুয়ালম নাচ, চেহ লাম নাচ, সাওয়ালিয়া নাচ, চাইলাম, তেলাগাম নাচ, পার লাম, সরলামকাই নাচ, চাপচারকুট, বম্বু নাচ।

নাগাল্যান্ড :
মোদাস রেগমা, ময়ূর নৃত্য, ময়নাশো, জেলিয়াং চাঙ্গাই, কুকি নাচ, লেশালুট, খাম্বা লিম, সাদাল কেকাই, প্রজাপতি নৃত্য, এগ্রীশুকুলা, আলিউথু, চ্যাং লো, কুলুতসেন।

ওড়িশা :
ঝুমুরা, পাল, দশকাঠিয়া, দলখাই, ছৌ নাচ, বাঘা নাচ, কর্ম নাচ, কিসাবাদি, ধাপ নাচ, গোটি পুয়া, ডান্ডারি, মুনরি।

উত্তরপ্রদেশ :
রাসলীলা, নৌটাঙ্কি, ঝুলা, কাজরি, জাদ্দা, চাচারি, জাইতা, ঝোরা, চাপেলি, খেয়াল, ময়ূর, ধোবিয়া, চরকুলা, যোগিনী, কর্ম, পাসি, নাটওয়ারী, রাই, দ্বীপ, পাই ডান্ডা, দেওয়ারি, চাউলার, ধরকাহরি।

উত্তরাখণ্ড :
গাড়োয়ালি, কুমায়ুন, কাজরি ঝোরা, রাসলীলা, চাপড়ী, চম্পল, সারো, হারুল, টান্ডি, লংবীর, চোনকালা, ছোপটি, ঘুঘুটি, ভাইলা পাণ্ডব, রণভুত চোলিয়া, ভাগনল, ভোটিয়া।

পশ্চিমবঙ্গ :
কড়ি, গম্ভীরা, ঢালী, যাত্রা বাটি, মারাসিয়া, কীর্তন, ছৌ, সাঁওতাল, লাঠি।

জম্মু ও কাশ্মীর :
হিকাত, মান্দজাল, জাম্প ডান্ডি নাচ, দামালি, হাফিজা, রউফ দুমহাল, ভিরেহ, নাভারেহ।

লাদাখ :
শোদোল, শোন, ড্রাগপা-রাচেস, জাব্রো, লাজা, কোশান, তুখত নমো, সুরহি, ইয়াক, ব্যাগস্টনচাস, তাক-থক।

দমন ও দিউ :
মান্ডো, ভার্দি গাও, ভিরা

পুদুচেরি : গারাদি।

পাঞ্জাব :
ভাংড়া, গিদ্ধা, ধুমাল, ডাফ, ধামন, নকুলা, লুড্ডি, জুলি, ধনকারা, সামী, কিকালি জাগো, তিজান, বগা।

রাজস্থান :
গের নৃত্য, পানিহারি, ফুন্দি, কালবেলিয়া, গাঙ্গৌর, ঝুমা, সুইসিনি, ঝুমার, তেরহতালি, চারি, জিন্দাদ, কাঠপুতলি, ভাওয়াই, গাওয়ারি, হাতিমনা।

সিকিম :
চুফাত, সিকমারি, স্নো লায়ন, ইয়াক প্লাম, ডেনজং, তাশি ইয়াগকু, নেনহা, কাগ্যেদ নৃত্য (ডিসেম্বর মাস)।

তামিলনাড়ু :
কুম্মি, কৌলাত্তম, কাভাদি আট্টম, কারাগাম, কাই সিলবাট্টম, মায়িল আট্টম, ওয়িলত্তম, দেবার্থম, পোইক্কল কুদিরাই আট্টম।

তেলেঙ্গানা :
পেরিনি, শিবন্তদাবম, গুসাদি, ধীমসা, লাম্বাদি, দাপ্পু, বোনালু, মাপুরী।

ত্রিপুরা :
হোজাগিরি, গৌরিয়া, লেবাং, মমিতামোস্ক সুলমানি, বিঝু, হিক-হক, সাংগ্রাই, গাজানন স্বাগতম, দেলো, গোলামুচাও, বোমানি, মায়মতি।

Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ mock test দিতে এই site টি Follow করতে একদম ভুলো না । যদি এই পর্বটির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও ।

29 thoughts on “Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য”

  1. Pingback: GK Question in Bengali

  2. Pingback: SSC GD GK Mock Test in Bengali

  3. Pingback: SSC GD Previous Year GK in Bengali

  4. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-2 - লক্ষ্য

  5. Pingback: Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -1

  6. Pingback: Indian Constitution Questions and Answers in Bengali

  7. Pingback: Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -2

  8. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-3

  9. Pingback: KP Practice Set

  10. Pingback: General Knowledge In Bengali

  11. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-5

  12. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-7

  13. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-6

  14. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-8

  15. Pingback: List of Indian cities on rivers | ভারতের নদী তীরবর্তী শহর

  16. Pingback: List of International Border Line-আন্তর্জাতিক সীমারেখা তালিকা

  17. Pingback: বিভাজ্যতা অধ্যায়ের ৫০টি অংক

  18. Pingback: List of First Man In India-ভারতের প্রথম পুরুষ তালিকা

  19. Pingback: List of First Female in India-ভারতের প্রথম মহিলা তালিকা

  20. Pingback: Divisibility Rule in Bengali-বিভাজ্যতা নিয়ম

  21. Pingback: RRB Group D Science Question in Bengali Part -2

  22. Pingback: Census of India 2011-ভারতের 2011 সালের জনগণনা

  23. Pingback: List of Government Schemes In Bengali Part-1

  24. Pingback: List of Government Scheme In Bengali Part-2

  25. Pingback: ভারতের তফসিলি উপজাতিদের তালিকা

  26. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-4

  27. Pingback: Census of West Bengal 2011-2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ - lakhya

  28. Pingback: RRB Group D Science Question in Bengali Part -1

  29. Pingback: WBCS Previous Year Question of Census topic in Bengali

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top