Famous Temple in India ভারতের প্রধান মন্দিরের তালিকা

Famous Temple in India | ভারতের প্রধান মন্দিরের তালিকা

Famous Temple in India | ভারতের প্রধান মন্দিরের তালিকা

হ্যালো স্টুডেন্ট, আজ আমি Famous Temple in India | ভারতের প্রধান মন্দিরের তালিকা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ পর্ব তুলে ধরেছি। এই পর্বটি ( Famous Temple in India | ভারতের প্রধান মন্দিরের তালিকা ) বিগত বছরের পরীক্ষা অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এর অধীনে আটবাহিনীর পরীক্ষাতে খুব বড়ো একটি ভূমিকা পালন করেছে।

উত্তর ভারতের প্রধান মন্দির

জম্মু ও কাশ্মীরের মন্দির
→বৈষ্ণো মাতা মন্দির
→রণবীরেশ্বর মন্দির – মহারাজা রণবীর সিং
→অমরনাথ গুহা মন্দির
→রঘুনাথ মন্দির – মহারাজ গুলাব সিং
→খীর ভাওয়ানি মন্দির – মহারাজা প্রতাপ সিং
→সূর্য মন্দির – অশোকের পুত্র জালুকা তৈরি করেছিলেন।

লাদাখ
→ওলচি চোস খোর – রিনচেন সাংপো
→লাল মৈত্রেয় মন্দির (বৌদ্ধ) – রাজা →ত্রগসপা বুমদে
→তারা মন্দির
→মাথো মন্দির

হিমাচল প্রদেশ
→মাতা চিন্তাপূর্ণি দেবী মন্দির
→জ্বালামুখী মন্দির
→শ্রী হনুমান / জাখু মন্দির
→সংকট মোচন মন্দির
→হাদিম্বা দেবী মন্দির

উত্তরাখণ্ড
→বদ্রীনাথ মন্দির
→কেদারনাথ মন্দির
→সুরকান্দা দেবী মন্দির
→নীলকন্ঠ মহাদেবী মন্দির
→ত্রিযুগী নারায়ণ মন্দির
→চন্দ্রবধনি মন্দির
→জাগেশ্বর মন্দির
→মনসা দেবী মন্দির
→নন্দা দেবী মন্দির
→নয়না দেবী মন্দির
→স্যাহী দেবী মন্দির
→পুষ্টী মাতা মন্দির

হরিয়ানা
→থানেশ্বর মহাদেব মন্দির
→সর্বেশ্বর মহাদেব মন্দির
→গরীবদাস মন্দির
→শীতলা মাতার মন্দির
→একলব্য মন্দির
→ভূত মন্দির
→অ্যাটলাস মন্দির
→দাদা বুদ্ধ মন্দির
→সীতা মাই মন্দির
→দ্রৌপদী ঘাট মন্দির

পাঞ্জাব
→মুক্তেশ্বর মন্দির
→দুর্গিয়ানা মন্দির
→স্বর্ণ মন্দির

রাজস্থান
→ব্রহ্মা জি মন্দির
→খাটুশ্যাম মন্দির
→জিন মাতা মন্দির
→কৈলা দেবী মন্দির
→বালাজি মন্দির
→কর্নি মাতা (সাদা ইঁদুর)
→আওয়ারী মাতা মন্দির
→উদয় মন্দির
→ওসিয়ান মন্দির
→কিরাডু মন্দির
→কুঞ্জল মাতা মন্দির
→গঙ্গামাহারানী মন্দির
→গড় গণেশ মন্দির
→চরভুজা মন্দির
→তনোট রাই মাতা মন্দির
→লক্ষ্মণ মন্দির

উত্তর প্রদেশ
→কাশী বিশ্বনাথ মন্দির
→দশাশ্বমেধ ঘাট মন্দির
→রংজি মন্দির প্রেম মন্দির
→বড় হনুমান মন্দির
→মন কামেশ্বর মন্দির
→রামজন্মভূমি মন্দির
→হনুমানগড়ী
→ভারতমিলাপ মন্দির
→অষ্টভূজা মন্দির
→গৌরক্ষনাথ মন্দির
→ভারত মাতা মন্দির

দিল্লী
→অক্ষরধাম মন্দির
→কিলকারি ভৈরব মন্দির
→হনুমান মন্দির
→বিড়লা মন্দির (লক্ষ্মী নারায়ণ মন্দির)
→লোটাস মন্দির
→কালকাজী মন্দির
→যোগমায়া মন্দির

বিহার
→মহাবোধি মন্দির
→বিষ্ণুপদ মন্দির
→পাটন দেবী মন্দির
→মিথিলা শক্তি পীঠ মন্দির
→অশোক ধাম মন্দির
→জল মন্দির
→সুমেরা সূর্য মন্দির
→বিরাট রামায়ণ মন্দির

মধ্যপ্রদেশ
→ওমকারেশ্বর মন্দির
→মহাকালেশ্বর জ্যোতির্লিং
→চতুর্ভুজ মন্দির
→চৌসাথ যোগিনী মন্দির
→বড় গণেশ মন্দির
→অন্নপূর্ণা দেবী মন্দির
→কাল ভৈরব মন্দির

ঝাড়খণ্ড
→বৈদ্যনাথ মন্দির
→হরিহর ধাম মন্দির
→দেউরি মন্দির
→কৌলেশ্বরী মন্দির
→নওলাখা মন্দির
→তপোবন মন্দির
→হলদিঘাটি মন্দির
→উগ্রতা মন্দির

দক্ষিণ ভারতের প্রধান মন্দির

তামিলনাড়ু
→মীনাক্ষী মন্দির (শিব + পার্বতী) – পাণ্ডব শাসকরা নির্মাণ করেন।
→বৃহদেশ্বর মন্দির তৈরি করেছিলেন – রাজ রাজ চোল
→শ্রীপুরম স্বর্ণ মন্দির (লক্ষ্মী) – চোল শাসকরা তৈরি করেছিলেন।
→একম্বরেশ্বর মন্দির
→মহাবালিপুর মন্দির- নরসিংহ বর্মণ →দ্বিতীয় গঙ্গাকোন্ডা চোলাপুরম মন্দির – রাজেন্দ্রচোলা প্রথম
→নেল্লাইপ্পার মন্দির
→রঙ্গনাথ স্বামী মন্দির
→ঐরাবতেশ্বর মন্দির।

কর্ণাটক
→ধর্মস্থল মঞ্জুনাথেশ্বর মন্দির
→বিরুপাক্ষ মন্দির (শিব) – চালুক্য বিক্রমাদিত্য দ্বিতীয়
→উডুপি শ্রী কৃষ্ণ মন্দির
→বিঠল মন্দির – রাজাদেব রাও দ্বিতীয়
→চেন্নাকেশব মন্দির
→কেদারেশ্বর মন্দির – বীরবালতলা হোয়সালা রাজা
→হাজারা রাম

কেরালা
→পদ্মনাথ স্বামী মন্দির – মার্থান্ডা ভার্মা
→সবরিমালা মন্দির – রাজা রাজশেখরা
→ভাদাকুনাথন মন্দির
→আট্টুকাল ভগবতী মন্দির

অন্ধ্রপ্রদেশ
→ভগবান ভেঙ্কটেশ্বর মন্দির – শ্রী কৃষ্ণ দেবরায়
→অহোবিলাম মন্দির – চালুক্য রাজবংশ
→লেপাক্ষি মন্দির
→ইয়াংতি
→কানিপাকম
→মঙ্গলাগিরি
→শ্রী পদ্মাবতী আম্মাওয়ারি মন্দির

তেলেঙ্গানা
→রামজ্যা মন্দির – কাকাতিয়া রাজবংশের
→সঙ্গমেশ্বর মন্দির – মহারাজা সত্যাশ্রয় বিক্রমাদিত্য
→জোগালুম্বা মন্দির – বাদামি চালুক্য
→সালেশ্বরম লিঙ্গামায়া স্বামী মন্দির
→চিলকুর বালাজি মন্দির
→কেসারগুত্থা মন্দির

মহারাষ্ট্র
→সাইবাবা মন্দির
→ঘৃষ্ণেশ্বর মন্দির – মালোজি রাজে ভোসলে
→ত্রিম্বকেশ্বর মন্দির নানা সাহেব পেশওয়া
→ইয়ামাই দেবী মন্দির
→সিদ্ধি বিনায়ক মন্দির – ভিট্টু এবং দেউবাই পাতিল
→ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির – ছত্রপতি শিবাজী

গোয়া
→মঙ্গেশী মন্দির
→সপ্তকোটেশ্বর মন্দির
→কামাক্ষী মন্দির

পশ্চিমবঙ্গ
→কালীঘাট কালী মন্দির
→মদনমোহন মন্দির, কোচবিহার জেলা
→টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম
→অগ্নি মন্দির
→মা তারা মন্দির , তারাপীঠ
→তারকেশ্বর মন্দির, তারকেশ্বর
→কঙ্কালীতলা মন্দির,বীরভূম জেলা
→বেলুর মঠ
→বিষ্ণুপুর মন্দির

গুজরাট
→সোমনাথ মন্দির
→দ্বারকাধীশ মন্দির
→আম্বাজি মন্দির
→রুক্মিণী মন্দির
→সূর্য মন্দির
→শামলাজি মন্দির

ওড়িশা
→জগন্নাথ মন্দির
→সূর্য মন্দির কোনার্ক
→লিঙ্গরাজ মন্দির
→মুক্তেশ্বর মন্দির
→রাজারানী মন্দির

Famous Temple in India | ভারতের প্রধান মন্দিরের তালিকা এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ mock test দিতে এই site টি Follow করতে একদম ভুলো না । যদি এই পর্বটির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও ।

24 thoughts on “Famous Temple in India | ভারতের প্রধান মন্দিরের তালিকা”

  1. Pingback: Indian Railway Related GK | ভারতীয় রেল সম্পর্কিত তথ্য

  2. Pingback: GK Question in Bengali

  3. Pingback: GK Question in Bengali

  4. Pingback: SSC GD GK Mock Test in Bengali

  5. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-2 - lakhya

  6. Pingback: Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -1

  7. Pingback: KP Practice Set

  8. Pingback: Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -2

  9. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-3

  10. Pingback: List of Indian cities on rivers | ভারতের নদী তীরবর্তী শহর

  11. Pingback: List of International Border Line-আন্তর্জাতিক সীমারেখা তালিকা

  12. Pingback: বিভাজ্যতা অধ্যায়ের ৫০টি অংক

  13. Pingback: List of First Female in India-ভারতের প্রথম মহিলা তালিকা

  14. Pingback: RRB Group D Science Question in Bengali Part -2

  15. Pingback: Census of India 2011-ভারতের 2011 সালের জনগণনা

  16. Pingback: List of Government Scheme In Bengali Part-2

  17. Pingback: ভারতের তফসিলি উপজাতিদের তালিকা

  18. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-8

  19. Pingback: RRB Group D Science Question in Bengali Part -1

  20. Pingback: List of First Man In India-ভারতের প্রথম পুরুষ তালিকা

  21. Pingback: Divisibility Rule in Bengali-বিভাজ্যতা নিয়ম

  22. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-7

  23. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-6

  24. Pingback: General Knowledge In Bengali

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top