Ancient History of India in Bengali

Ancient History of India in Bengali

11. ‘বুদ্ধচরিত’-এর রচয়িতা কে ? ( WBCS , 2018 )
A ) বুদ্ধঘোষ
B ) অশ্বঘোষ
C ) নাগরাজুন
D ) পাণিনি

12. চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে কে আসেন ?
A ) ফ্যাক্সিয়ান ( ফা হিয়েন ) ( WBCS , 2018 )
B ) জুয়ানজাং ( হিউয়েন সাং )
C ) মেগাস্থিনিস
D ) স্ট্র্যাবো

13. ‘বৃহত সংহিতা’ এর রচয়িতা কে? ( WBCS , 2018 )
A ) আর্যভট্ট
B ) বরাহমিহির
C ) অমরসিংহ
D ) ব্রহ্মগুপ্ত

14. প্রাচীন ভারতীয় ইতিহাস নিয়ে গবেষণার জন্য কোন ঐতিহাসিক বিখ্যাত ? ( WBCS , 2018 )
A ) সতীশ চন্দ্র
B ) বিপন চন্দ্র
C ) রাম শরণ শর্মা
D ) অমলেশ ত্রিপাঠী

আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set

15. মৃচ্ছকটিকম কে লিখেছেন ? ( WBCS , 2019 )
A ) বিশাখদত্ত
B ) শূদ্রক
C ) বানভট্ট
D ) ভাস

16. নিচের কোনটি ‘মিতাক্ষরা’কে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে ? (WBCS, 2020)
A ) জ্যোতির্বিজ্ঞানের উপর একটি কাজ।
B ) প্রাচীন হিন্দু উত্তরাধিকার আইনের উপর একটি গ্রন্থ।
C ) কৃষি বিষয়ক একটি পাঠ্য।
D ) ওষুধের একটি সংকলন।

17. ‘রাজতরঙ্গিনী’ কে লিখেছেন ? (WBCS, 2020)
A ) মেগাস্থেনিস
B ) কলহন
C ) আল-বেরুনী
D ) হেরডোটস

18. বোঘাজকোই কি কারণে গুরুত্বপূর্ণ ? (WBCS, 2020)
A) এটি মধ্য এশিয়া এবং তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত।
B ) বেদের মূল গ্রন্থ সেখানে রচিত হয়েছিল।
C ) এখানে পাওয়া শিলালিপিতে বৈদিক দেব-দেবীর নাম উল্লেখ আছে।
D ) উপরের কোনটি নয়।

19. ‘আইহোল শিলালিপি’ কে রচনা করেন? [ WBCS , 2017 ]
A ) রবিকীর্তি
B ) হরিসেন
C ) বিলহান
D ) উপরের কোনটিই নয়

20. নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলে না ? [ WBCS , 2017 ]
A ) সন্ধ্যাকর নন্দী – রামচরিত
B ) জয় সিনহা – কুমারপালচরিত
C ) গৌড়বাহো – বকপতি
D ) বিলহন – পৃথ্বীরাজচরিত

Scroll to Top