Ancient History of India in Bengali

Ancient History of India in Bengali

প্রিয় পাঠক, আজকের এই পর্বের (Ancient History of India in Bengali) মধ্যে আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাস থেকে আসা ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । যা সব প্রশ্ন গুলিই WBCS পরীক্ষায় আসা। এই প্রশ্ন গুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

1. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন ? ( WBCS , 2005 )
A ) অশ্বঘোষ
B ) নাগার্জুন
C ) হরিসেন্স
D ) বাসুমিত্র

2. নিম্নলিখিত রাজাদের মধ্যে কে ‘ অশ্বমেধ যজ্ঞ ‘ পালন করেছিলেন ? ( WBCS , 2005 )
A ) পুলকেসিন I
B ) কীর্তি বর্মন
C ) পুলকেসিন II
D ) মঙ্গলেশ

3. ‘ রাজতরঙ্গিনী’ কে লিখেছিলেন ? ( WBCS , 2006 )
A ) লালিতদিত্য
B ) কালহান
C ) ভেঙ্কটেশ
D ) সন্ধ্যাকর

4. সন্ধ্যাকর নন্দী ছিলেন ( WBCS , 2006 )
A ) ‘রামচরিত কাব্য’-এর লেখক
B ) চন্দ্র গুপ্তের দরবারী দ্বিতীয়
C ) ‘ধোয়া’-এর লেখক
D ) চিকিৎসা পেশাজীবী

5. ‘রামচরিত’ কে লিখেছেন ? (WBCS, 2008)
A ) বানভট্ট
B ) কালিদাস
C ) সন্ধ্যাকর নন্দী
D ) তুলসী দাস

6. মেগাস্থিনিস কে ছিলেন ? (WBCS, 2010)
A ) সেলুকাসের রাষ্ট্রদূত
B ) চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী মৌর্য
C ) একজন গ্রীক তীর্থযাত্রী
D ) একজন চীনা পর্যটক I

7. যিনি লিখেছেন তহকিক-ই- হিন্দ / কিতাব – উল – হিন্দ ? ( WBCS , 2011/18 )
A ) আলবেরুনী
B ) আল বিলাদারি
C ) সুলাইমান
D ) আল মাসুদি

8. নাসিক প্রশস্তি (শিলালিপি) কে জারি করেন ? ( WBCS , 2011 )
A ) গৌতমীপুত্র সাতকর্ণী
B ) সমুদ্র গুপ্ত
C ) হর্ষবর্ধন
D ) ধর্মপাল

9. ‘ আই – হোল ‘ প্রশস্তি কে রচনা করেন ? ( WBCS , 2013 )
A ) কৌটিল্য
B ) রবিকীর্তি
C ) হরিসেনা
D ) নয়নীকর

10. ‘ ইন্ডিকা ‘ এর লেখক কে ? ( WBCS , 2014 )
A ) হেরোডোটাস
B ) মেগাস্থানিজ
C ) স্ট্র্যাবো
D ) প্লুটার্ক

Scroll to Top