প্রিয় পাঠক, আজকের এই পর্বের (Ancient History of India in Bengali) মধ্যে আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাস থেকে আসা ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । যা সব প্রশ্ন গুলিই WBCS পরীক্ষায় আসা। এই প্রশ্ন গুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
1. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন ? ( WBCS , 2005 )
A ) অশ্বঘোষ
B ) নাগার্জুন
C ) হরিসেন্স
D ) বাসুমিত্র
2. নিম্নলিখিত রাজাদের মধ্যে কে ‘ অশ্বমেধ যজ্ঞ ‘ পালন করেছিলেন ? ( WBCS , 2005 )
A ) পুলকেসিন I
B ) কীর্তি বর্মন
C ) পুলকেসিন II
D ) মঙ্গলেশ
3. ‘ রাজতরঙ্গিনী’ কে লিখেছিলেন ? ( WBCS , 2006 )
A ) লালিতদিত্য
B ) কালহান
C ) ভেঙ্কটেশ
D ) সন্ধ্যাকর
4. সন্ধ্যাকর নন্দী ছিলেন ( WBCS , 2006 )
A ) ‘রামচরিত কাব্য’-এর লেখক
B ) চন্দ্র গুপ্তের দরবারী দ্বিতীয়
C ) ‘ধোয়া’-এর লেখক
D ) চিকিৎসা পেশাজীবী
5. ‘রামচরিত’ কে লিখেছেন ? (WBCS, 2008)
A ) বানভট্ট
B ) কালিদাস
C ) সন্ধ্যাকর নন্দী
D ) তুলসী দাস
6. মেগাস্থিনিস কে ছিলেন ? (WBCS, 2010)
A ) সেলুকাসের রাষ্ট্রদূত
B ) চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী মৌর্য
C ) একজন গ্রীক তীর্থযাত্রী
D ) একজন চীনা পর্যটক I
7. যিনি লিখেছেন তহকিক-ই- হিন্দ / কিতাব – উল – হিন্দ ? ( WBCS , 2011/18 )
A ) আলবেরুনী
B ) আল বিলাদারি
C ) সুলাইমান
D ) আল মাসুদি
8. নাসিক প্রশস্তি (শিলালিপি) কে জারি করেন ? ( WBCS , 2011 )
A ) গৌতমীপুত্র সাতকর্ণী
B ) সমুদ্র গুপ্ত
C ) হর্ষবর্ধন
D ) ধর্মপাল
9. ‘ আই – হোল ‘ প্রশস্তি কে রচনা করেন ? ( WBCS , 2013 )
A ) কৌটিল্য
B ) রবিকীর্তি
C ) হরিসেনা
D ) নয়নীকর
10. ‘ ইন্ডিকা ‘ এর লেখক কে ? ( WBCS , 2014 )
A ) হেরোডোটাস
B ) মেগাস্থানিজ
C ) স্ট্র্যাবো
D ) প্লুটার্ক
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-2 - lakhya
Pingback: Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -2
Pingback: SSC GD Previous Year GK in Bengali
Pingback: List of Indian cities on rivers-ভারতের নদী তীরবর্তী শহর
Pingback: List of First Man In India-ভারতের প্রথম পুরুষ তালিকা
Pingback: RRB Group D Science Question in Bengali Part -2
Pingback: Census of India 2011-ভারতের 2011 সালের জনগণনা
Pingback: List of First Female in India-ভারতের প্রথম মহিলা তালিকা
Pingback: ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
Pingback: List of International Border Line-আন্তর্জাতিক সীমারেখা তালিকা
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-8
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-6