West Bengal gk in Bengali

West Bengal gk in Bengali

প্রিয় পাঠক, এই পর্বটিতে ( West Bengal gk in Bengali ) WBCS Preliminary Previous Year Question Paper থেকে 100 টি পশ্চিমবঙ্গ সম্পর্কে প্রশ্ন উত্তর MCQ আকারে তুলে ধরলাম ।
এই প্রশ্ন গুলি বিশেষ করে 2005 থেকে 2021 এর WBCS Preliminary Exam এ আসা Question , যা তোমাদের state এর যত পরীক্ষা আছে তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

1. প্রথম পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন রিপোর্ট কবে প্রকাশিত হয় ? ( WBCS , 2005 )
( A ) 2001
( B ) 2002
( C ) 2003
( D ) 2004

2. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিন্দু হল ( WBCS , 2005 )
( A ) সান্দাকফু
( B ) দার্জিলিং
( C ) গর্গবারু
( D ) Ghum

3. এলাকা অনুসারে, পশ্চিমবঙ্গ কোন দেশের মতন ? ( WBCS , 2005 )
( A ) হাঙ্গেরি
( B ) ভিয়েতনাম
( C ) ডেনমার্ক
( D ) সুইজারল্যান্ড

4. পশ্চিমবঙ্গ -এর মধ্যে অবস্থিত ( WBCS , 2005 )
( A ) 85 ° 50’E ° 50’E
( B ) 85 ° 30’E – 90 ° E
( C) 85 ° E – 89 ° 30’E
( D) 85 ° E – 90 ° E

5. পশ্চিমবঙ্গে বনভূমির আওতাধীন এলাকার অনুপাত হল ( WBCS , 2005 )
( A ) 13.5 %
( B ) 11.8 %
( C ) 14.2 %
( D ) 20.0 %

6. ভারতীয় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সাথে দীর্ঘতম সীমানা রয়েছে ( WBCS , 2005 )
( A ) ঝাড়খণ্ডের
( B ) বিহার
( C ) উড়িষ্যা
( D ) আসাম

7. পুরুলিয়া জেলার আদ্রা এর জন্য পরিচিত- ( WBCS , 2006 )
( A ) ফিশিং ইন্ডাস্ট্রি
( B ) রেলওয়ে জংশন
( C ) জেলা সদর
( D ) হেলথ রিসোর্ট

8. পশ্চিমবঙ্গের কোন শহরকে গেটওয়ে সিটি NE India বলা হয় ? ( WBCS , 2006 )
( A ) জলপাইগুড়ি
( B ) কোচবিহার
( C ) শিলিগুড়ি
( D ) আলিপুরদুয়ার

9. পশ্চিমবঙ্গে রাজ্য পুনর্গঠন আইনের সুপারিশ কখন বাস্তবায়িত হয়েছিল ? ( WBCS , 2006 )
( A ) 1954
( B ) 1955
( C ) 1956
( D ) 1957

10. বালুরঘাট কার হেডকোয়ার্টার ? ( WBCS , 2006 )
( A ) উত্তর দিনাজপুর
( B ) দক্ষিণ দিনাজপুর
( C ) মালদা
( D ) কোচবিহার

11. পশ্চিমবঙ্গে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল -এ কাজ শুরু করেছে- ( WBCS , 2006 )
( A ) রায়চক
( B ) হলদিয়া
( C ) ফলতা
( D ) কাকদ্বীপ

12. বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির সংখ্যা হল ( WBCS , 2007 )
( A ) 341
( B ) 344
( C ) 333
( D ) 334

13. পশ্চিমবঙ্গের জেলায় নারী শিক্ষার হার সর্বনিম্ন। ( WBCS , 2007 )
( A ) বাঁকুড়া
( B ) উত্তর দিনাজপুর
( C ) পুরুলিয়া
( D ) মালদা

14. বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা হল ( WBCS , 2007/2009 )
( A ) 18
( B ) 19
( C ) 17
( D ) 23

15. পশ্চিমবঙ্গের পৌর শহরের সংখ্যা, বর্তমানে : ( WBCS , 2007 )
( A) 127
( B ) 104
( C ) 256
( D ) 191

16. বঙ্গীয় ব-দ্বীপের দক্ষিণ-পূর্ব অংশ হল ( WBCS , 2008 )
( A ) উত্থান
( B ) ফোল্ডিং
( C ) ফল্টিং
( D ) অধঃপতন

17. পশ্চিমবঙ্গে রেশম শিল্প পাওয়া যায় (WBCS, 2008)
( A ) পুরুলিয়া
( B ) কোচবিহার
( C ) মুর্শিদাবাদ
( D ) হুগলি

18. কলকাতা মেট্রোপলিটন এলাকা হল একটি (WBCS, 2008)
( A ) সমজাতীয় অঞ্চল
( B ) আনুষ্ঠানিক অঞ্চল
( C ) কার্যকরী অঞ্চল
( D ) প্রাকৃতিক অঞ্চল

19. পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় (WBCS, 2008)
( A ) জলপাইগুড়ি
( B ) বাঁকুড়া
( C ) দার্জিলিং
( D ) উত্তর 24 পরগণায়

20. পূর্ব কলকাতা জলাভূমিগুলিকে একটি হিসাবে ঘোষণা করা হয়েছে (WBCS, 2008/2012)
( A ) রামসার সাইট
( B ) বায়োস্ফিয়ার রিজার্ভ
( C ) সংরক্ষিত বন
( D ) ন্যাশনাল পার্ক

21. পূর্ব কলকাতা জলাভূমি একটি অনন্য ব্যবস্থা যেখানে (WBCS, 2008)
( A ) কলকাতার পয়ঃনিষ্কাশন এবং বর্জ্য জল মৎস্য উন্নয়নের জন্য ব্যবহার করা হয়
( B ) ট্যানারিগুলি আদর্শভাবে অবস্থিত
( C ) অব্যবহৃত জলাভূমি ল্যান্ডস্কেপে আধিপত্য বিস্তার করে
( D ) লবণযুক্ত আগাছার ফ্ল্যাট বিদ্যমান

22. পশ্চিমবঙ্গের ‘সুন্দরবন’ এ বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করা হয়েছে (WBCS, 2010)
( A ) 1999
( B ) 1989
( C ) 1979
( D ) 1969

23. পশ্চিমবঙ্গে প্ল্যান্টেশন এগ্রি ফাউন্ডেশন। (WBCS, 2010)
( A ) মালদা জেলা
( B ) দার্জিলিং জেলা
( C ) বাঁকুড়া জেলা
( D ) হাওড়া জেলা

24. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন তার কাজের জন্য সুপরিচিত (WBCS, 2010)
( A ) সার প্ল্যান্ট
( B ) লোকোমোটিভ
( C ) লোহা ও ইস্পাত শিল্প
( D ) উপরের কোনটিই

25. বাঁকুড়া জেলার মাটি হল (WBCS, 2010)
( A ) পডজোলিক
( B ) পলিমাটি
( C ) Lateritic
( D ) Silty

26. পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থিত (WBCS, 2011)
( A ) আসাম ও বাংলাদেশ
( B ) বিহার ও ঝাড়খন্ড
( C ) সিকিম ও ভুটান
( D ) উড়িষ্যা ও ঝাড়খণ্ড

27. ক্রান্তীয় চিরহরিৎ বন পশ্চিমবঙ্গে পাওয়া যায় (WBCS, 2011)
( A ) 1000 মিটার নীচে।
( B ) 1000 থেকে 1500 mt
( C )1500 থেকে 3000 mt
( D ) 3000 mt এর উপরে।

28. পশ্চিমবাংলার চা চাষের জন্য সবচেয়ে আদর্শ অঞ্চল হল (WBCS, 2011)
( A ) মালদা
( B ) জলপাইগুড়ি
( C ) দার্জিলিং
( D ) কোচবিহার

29. গ্রীষ্মকালীন বর্ষার কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় (WBCS, 2011)
( A ) আরব সাগরের স্রোত
( B ) বঙ্গোপসাগরের বর্তমান
( C ) পশ্চাদপসরণকারী বর্ষা
( D ) পশ্চিমী বিক্ষিপ্ত

30. পশ্চিমবঙ্গের জেলাগুলি সর্বনিম্ন মানবিক উন্নয়ন সূচকটি এর জন্য রেকর্ড করা হয়েছে। (WBCS, 2011)
( A ) মালদা
( B ) পুরুলিয়া
( C ) মুর্শিদাবাদ
( D ) বীরভূমের মধ্যে

31. পশ্চিমবঙ্গের পাদদেশীয় অঞ্চল হিমালয়ের (এ) নামে পরিচিত (WBCS, 2011)
( A ) তরাই এবং ডুয়ার্স
( B ) বরেন্দ্র
( C ) দিয়ারা
( D ) বাগরি

32. সুন্দরবনের মানুষ মূলত _থেকে জীবিকা নির্বাহ করে । (WBCS, 2011)
( A ) বৃষ্টিতে ভরপুর এক ফসলি চাষ
( B ) পর্যটন
( C ) মাছ ধরা
( D ) ব্যারেজ ও বাঁধ নির্মাণ

33. হলদিয়া হল (WBCS, 2011)
( A ) পেট্রো-কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ
( B ) গভীর সমুদ্রে মাছ ধরার
( C ) আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ
( D ) ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ

34. ‘সুন্দরবন’ একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। এর জন্য: (WBCS, 2012)
( A ) টাইগার রিজার্ভ
( B ) সুন্দরী গাছ
( C ) ম্যানগ্রোভ গাছ
( D ) বঙ্গীয় বদ্বীপের জীববৈচিত্র্য

35. পশ্চিমবঙ্গের দক্ষিণ-পূর্ব অংশ: (WBCS, 2012)
( A ) সাবসিডেন্স
( B ) Emergence
( C ) প্রোগ্রেডেশন
( D ) উপরের কোনোটিই নয়।

36. যৌথ বন ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গে প্রথম সফল হয়েছিল (WBCS, 2012)
( A ) মেদিনীপুর জেলার পালঝাড়ি গ্রামে
( B ) বাঁকুড়া জেলার ভুলা গ্রাম
( C ) বাঁকুড়া জেলার নাতুনবাঁধ গ্রাম
( D ) মেদিনীপুর জেলার আরাবাড়ি গ্রাম

37. ‘তিন বিঘা করিডোর’ লিঙ্ক (WBCS, 2012)
( A ) ভারত ও পাকিস্তান
( B ) ভারত ও চীন
( C ) ভারত এবং ভুটান
( D ) ভারত ও বাংলাদেশ

38. পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় নাতিশীতোষ্ণ বনভূমি ( WBCS , 2013)
( A ) 1000 mts
( B ) 1200 mts
( C ) 1500 mts
( D ) 2000 mts

39. উত্তরবঙ্গ সমভূমির পূর্ব দিকের নদী কোনটি ? ( WBCS , 2013 )
( A ) তোর্সা
( B ) রায়ডাক
( C ) মেচি
( D ) পাগলা

40. খড়্গপুর রেলওয়ে কাজের দোকানটি নির্মিত হয়েছিল : ( WBCS , 2013 )
( A ) 1850
( B ) 1875
( C ) 1900
( D ) 1930

41. পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় নাতিশীতোষ্ণ বনভূমি – ( WBCS , 2013 )
( A ) 1000 mts
( B ) 1200 mts
( C ) 1500 mts
( D ) 2000 mts

42. ভারতে উৎপাদিত ধানের মধ্যে পশ্চিমবঙ্গের উৎপাদন কত শতাংশ ? ( WBCS , 2013 )
( A ) 10%
( B ) 15%
( C ) 20 %
( D ) 25 %

43. পশ্চিমবঙ্গের মালভূমির প্রধান অংশটি যে জেলায় অবস্থিত ( WBCS , 2014 )
( A ) মেদিনীপুর
( B ) মুর্শিদাবাদ
( C ) পুরুলিয়া
( D ) বর্ধমান

44. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ? ( WBCS , 2014 )
( A ) তিস্তা ও করালা
( B ) তিস্তা ও জলঢাকা
( C ) জলঢাকা ও তোরসা
( D ) তিস্তা ও রায়ডাক

45. নিচের কোনটি পশ্চিমবঙ্গের জেলাগুলির পরিপ্রেক্ষিতে সঠিক ক্রমানুসারে নিম্নোক্ত এলাকা (2011) ? ( WBCS , 2014 )
( A ) পশ্চিম মেদিনীপুর – বর্ধমান – বাঁকুড়া
( B ) পশ্চিম মেদিনীপুর – বর্ধমান – দক্ষিণ 24 পরগণা
( C ) দক্ষিণ 24 পরগণা – পশ্চিম মেদিনীপুর – বর্ধমান
( D ) দক্ষিণ 24 পরগণা – পশ্চিম মেদিনীপুর

46. এর মধ্যে রয়েছে৷ লিঙ্গ অনুপাতের দিক থেকে পশ্চিমবঙ্গের জেলাগুলির সঠিক অবরোহ ক্রমে (2011) ? ( WBCS , 2014 )
( A ) দার্জিলিং – পশ্চিম মেদিনীপুর – হুগলি
( B ) হুগলি – দার্জিলিং – মুর্শিদাবাদ
( C ) দার্জিলিং – হুগলি – মুর্শিদাবাদ
( D ) হুগলি – মুর্শিদাবাদ – দার্জিলিং

47. পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা দারায়েলের পাদদেশে সমতলভূমি_নামে পরিচিত – ( WBCS , 2014 )
( A ) ডুয়ার্স
( B ) তেরাই
( C ) রাহ
( D ) বরেন্দ্র

48. পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে দূরত্ব প্রায় ( WBCS , 2014 )
( A ) 600 কিমি।
( B ) 70 কিমি।
( C ) 800 কিমি
( D ) 400 কিমি।

49. দামোদর নদী _ থেকে উত্থিত হয়েছে। ( WBCS , 2014 )
( A ) রাজমহল মালভূমি
( B ) ছোটনাগপুর মালভূমি
( C ) হিমালয়
( D ) পূর্ব ঘাট

50. পশ্চিমবঙ্গের সুন্দরবনের মাটি হল- ( WBCS , 2014 )
( A ) লাল মাটি
( B ) এঁটেল লবণাক্ত মাটি
( C ) পলল মাটির স্থান
( D ) কালো মাটি

আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set

51. দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বিশ্ব ঐতিহ্যে পরিণত হয়েছে – ( WBCS , 2014 )
( A ) 1980
( B ) 1990
( C ) 1999
( D ) 2003

52. নিচের কোন স্থানে মেরু নক্ষত্রটি আকাশের সর্বোচ্চ কোণে দেখা যায় ? ( WBCS , 2014 )
( A ) সান্দাকফু
( B ) ফালুট
( C ) দার্জিলিং
( D ) কালিম্পং

53. পশ্চিমবঙ্গের রাজধানী কাছাকাছি অবস্থিত ( WBCS , 2015 )
( A ) নিরক্ষরেখা
( B ) ট্রপিক অফ ক্যানসার
( C ) মকর রাশির ক্রান্তীয়
( D ) আর্কটিক সার্কেল

54. পশ্চিমবঙ্গের বেশিরভাগ বৃষ্টিপাত হয় ( WBCS , 2015 )
( A ) দক্ষিণ পশ্চিম মৌসুমী
( B ) ভারতীয় বর্ষার শাখা বঙ্গোপসাগর
( C ) উত্তর-পূর্ব মৌসুমী
( D ) আরব সাগর শাখা থেকে ভারতীয় বর্ষার

55. 2011 সালের আদমশুমারিতে সবচেয়ে ঘনবসতিপূর্ণ ভারতীয় রাজ্য হল ( WBCS , 2015 )
( A ) কেরালা লগ
( B ) পশ্চিমবঙ্গ
( C ) উত্তর প্রদেশ
( D ) ঝাড়খন্ড

56. পশ্চিমবঙ্গের কয়লা খনি বিপর্যয় টি একটি ( WBCS , 2015 )
( A ) স্লাম্পিং
( B ) ফল্টিং
( C ) অপর্যাপ্ত প্রদর্শন
( D ) বন্যার কারণে

57. পশ্চিমবঙ্গের কয়লা হল সবচেয়ে উন্নত শিল্প ( WBCS , 2015 )
( A ) লিগনাইট বৈচিত্র্য
( B ) অ্যানথ্রাসাইট জাত
( C ) বিটুমিনাস জাত
( D ) উপরের কোনটি নয়

58. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা রয়েছে ( WBCS , 2015 )
( A ) উত্তর
( B ) উত্তর ও উত্তর-পূর্ব
( C ) উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব
( D ) উত্তর, উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব

59. পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবাহিত নদীগুলি হল ( WBCS , 2015 )
( A ) তিস্তা, জলঢাকা, রায়ঢাক
( B ) গঙ্গা, ব্রহ্মপুত্র
( C ) তিস্তা, গঙ্গা
( D ) দামোদর, গঙ্গা

60. কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হল ( WBCS , 2015 )
( A ) কলকাতা 5 ঘণ্টার বেশি এগিয়ে
( B ) কলকাতা 3 ঘণ্টার বেশি এগিয়ে
( C ) কলকাতা 15 মিনিট এগিয়ে
( D ) কলকাতা 10 ঘণ্টা পিছিয়ে

61. 1911-12 সালে জনসংখ্যা বৃদ্ধির হার পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা অনুসারে, হল: ( WBCS , 2016 )
( A ) + 6.31 %
( B ) -1.77 %
( C ) + 4.99 %
( D ) -2.91 %

62. পশ্চিমবঙ্গে নিচের কোন ধরনের জলবায়ু অনুভূত হয়? ( WBCS , 2016 )
( A ) গ্রীষ্মমন্ডলীয় বর্ষা
( B ) আধা-শুষ্ক
( C ) আর্দ্র (WBCS, 2016)
( D ) উপ-গ্রীষ্মমন্ডলীয়

63. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নলিখিত পর্বতশ্রেণীগুলির মধ্যে কোনটির অন্তর্গত ? ( WBCS , 2016 )
( A ) দার্জিলিং রেঞ্জ
( B ) সিঙ্গালিলা রেঞ্জ
( C ) জয়ন্তী পাহাড়
( D ) উপরের কোনটি নয়

64. সিঙ্গালিলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ? ( WBCS , 2016 )
( A ) দার্জিলিং
( B ) আলিপুরদুয়ার
( C ) কোচবিহার
( D ) উত্তর দিনাজপুর

65. কর্কট ক্রান্তীয় অঞ্চল পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্য দিয়ে গেছে ? ( WBCS , 2016 )
( A ) মুর্শিদাবাদ
( B ) নদীয়া
( C ) মালদা
( D ) পুরুলিয়া

66. পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা হল (WBCS, 2016)
( A ) মুর্শিদাবাদ
( B ) মালদা
( C ) কোচবিহার
( D ) বীরভূম

67. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হল (WBCS, 2017)
( A ) রূপনারায়ণ
( B ) দামোদর
( C ) সুবর্ণরেখা
( D ) কয়না

68. নিচের কোনটি একটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয় ? ( WBCS , 2017 )
( A ) জলপাইগুড়ি
( B ) মালদা
( C ) কলকাতা
( D ) বর্ধমান

69. পশ্চিমবঙ্গে ‘ Rarh ‘ হল একটি শারীরবৃত্তীয় অঞ্চল , যার একটি অংশ কোন জেলায় পাওয়া যায় ? ( WBCS , 2017 )
( A ) কোচবিহার
( C ) পশ্চিম মেদিনীপুর
( B ) নদীয়া
( D ) South 24 Pgs

70. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা দেখা যায় কারণ ( WBCS , 2017 )
( A ) Lateritic মাটি
( B ) অত্যন্ত কম বৃষ্টিপাত
( C )অত্যধিক বাষ্পীভবন
( D ) অদক্ষ জল ব্যবস্থাপনা

71. পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চলে নিচের কোনটি খনন করা হয় না ? (WBCS, 2017)
( A ) প্রাকৃতিক গ্যাস
( B ) ক্লে
( C ) বালি
( D ) ভূগর্ভস্থ জল

72. পশ্চিমবঙ্গের কোন জেলা রাজ্যের মানব উন্নয়ন সূচকের সর্বোচ্চ স্তর অর্জন করেছে ? (WBCS, 2017)
( A ) কলকাতা
( B ) পূবা মেদিনীপুর
( C ) বর্ধমান
( D ) উত্তর 24 Pgs .

73. বাংলায় গ্রীষ্মকালীন বর্ষা সাধারণত দক্ষিণে আসে ( WBCS , 2017 )
( A ) 1-5 জুন
( B ) 5-10 জুন
( C ) 10-15 জুন
( D ) 15-20 জুন

74. মুর্শিদাবাদ জেলাটি কোন নদী দ্বারা দুই ভাগে বিভক্ত। ( WBCS, 2018 )
( A ) মহানন্দা নদী
( B ) জলঙ্গী নদী
( C ) ভাগীরথী নদী
( D ) মাথাভাঙ্গা নদী

75. পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক ডিকনটামিনেশন/ পরিশোধন কেন্দ্রটি কোথায় অবস্থিত ? ( WBCS , 2018 )
( A) গঙ্গাসাগর
( B ) কলকাতা
( C ) আসানসোল
( D ) ফারাক্কা

76. পশ্চিমবঙ্গে রেল ওয়াগনগুলি -এ তৈরি করা হয় (WBCS, 2018)
( A ) Liuah, কাঁচরাপাড়া এবং দম দম
( B ) হিন্দমোটর, কাঁচরাপাড়া এবং দুর্গাপুর
( C ) চিত্তরঞ্জন, হিন্দমোটর এবং দুর্গাপুর
( D ) খড়্গপুর, চিত্তরঞ্জন এবং দম দম,

77. ভারতে গঙ্গার সক্রিয় ব-দ্বীপ অবস্থিত (WBCS, 2018)
( A ) সুন্দরবন
( B ) নদীয়া, উত্তর 24 পরগণা এবং হাওড়া
( C ) উত্তর 24 পরগণা এবং দক্ষিণ 24 পরগণা
( D ) মেদিনীপুর [পূর্ব] এবং হাওড়া

78. ‘শুষ্ক বন্দর’ পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ? (WBCS, 2018)
( A ) কলকাতা (WBCS, 2018)
( B ) হলদিয়া
( C ) কলকাতা, হলদিয়া এবং দীঘা
( D ) কলকাতা এবং হলদিয়া

79. ভারতে কার্স্ট ল্যান্ডফর্মগুলি হল (WBCS, 2018)
( A ) জলপাইগুড়ি জেলা, বক্সার পাহাড় এবং জৈন্তী।
( B ) বিহারের পূর্ণিয়া জেলা।
( C ) রাজস্থানের জয়সলমের অঞ্চল।
( D ) কর্ণাটকের মহীশূর পাহাড়।

80. নিচের কোনটি ম্যানগ্রোভ গাছপালার জন্য উল্লেখযোগ্য ? (WBCS, 2018)
( A ) কালিম্পং এর লাভা বন
( B ) দক্ষিণ 24 পরগণার সজনেখালি বন
( C ) উড়িষ্যার দণ্ডকারণ্য বন
( D ) U.P-এর করবেট জাতীয় উদ্যান

81. পূর্ব কলকাতার জলাভূমি কি হিসেবে ঘোষণা করা হয়েছে ? (WBCS, 2019)
( A ) জীববৈচিত্র্য সাইট
( B ) পর্যটন সাইট
( C ) বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
( D ) রামসারের সাইট

82. ধনেখালি কি জন্য বিখ্যাত ? ( WBCS , 2019 )
( A ) তাঁত শিল্প
( B ) কাগজ শিল্প
( C ) পাট শিল্প
( D ) চামড়া শিল্প

83. তিস্তা নদীর পশ্চিম অংশ (WBCS, 2019)
( A ) তরাই
( B ) ডুয়ার্স
( C ) তাল
( D ) দিয়ারা

84. সুন্দরবন কিসের জন্য বিশ্ব ঐতিহ্য নামে পরিচিত ( WBCS , 2019 )
( A ) টাইগার রিজার্ভ
( B ) সুন্দরী গাছ
( C ) ম্যানগ্রোভ গাছ
( D ) জীববৈচিত্র্য

85. জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? ( WBCS , 2019 )
( A ) তিস্তা ও করালা
( B ) তিস্তা ও জলঢাকা নদী
( C ) জলঢাকা ও রায়ঢাক নদী
( D ) তিস্তা ও রায়ঢাক নদী

86. রামমাম জলবিদ্যুৎ কোথায় অবস্থিত ? (WBCS, 2019)
( A ) পুরুলিয়া
( B ) বাঁকুড়া এন্ট্রেভ
( C ) জলপাইগুড়ি
( D ) দার্জিলিং

87. ভারতের স্বাধীনতার সময় নিচের কোন জেলাটি পশ্চিমবঙ্গের অধীনে ছিল না ? (WBCS, 2019)
( A ) কোচবিহার
( B ) হাওড়া
( C ) দার্জিলিং
( D ) মুর্শিদাবাদ

88. ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সাথে বৃহত্তর সীমানা রয়েছে এমন রাজ্যের নাম উল্লেখ করুন। (WBCS, 2019)
( A ) ঝাড়খণ্ড
( B ) বিহার
( C ) উড়িষ্যা
( D ) আসাম

89. পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি কত সালে, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয় ?
( A ) 1991
( B ) 1990
( C ) 1992
( D ) 1994

90. তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত ? (WBCS, 2020)
( A ) দামোদর
( B ) কংসাবতী
( C ) শিলাবতী
( D ) ময়ূরাক্ষী

91. GI ট্যাগ পাওয়া প্রথম ভারতীয় পণ্য হল
( A ) এলাচ
( B ) দার্জিলিং চা
( C ) বাসমতি
( D ) গোবিন্দ ভোগ

92. পশ্চিমবঙ্গের ‘গাঙ্গানী’ অঞ্চলের মাটি কোন ধরনের? ( WBCS , 2020 )
( A ) পলিমাটি ( WBCS , 2020 )
( B ) লবণাক্ত মাটি
( C ) Laterite মাটি
( D ) তরাই মাটি

93. নিম্নলিখিত থেকে পশ্চিমবঙ্গে আরোহী ক্রমে ধান উৎপাদনকারী জেলা নির্বাচন করুন : (WBCS, 2020)
( A ) মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ
( B ) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান
( C ) বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান
( D ) বাঁকুড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর

94. ভারতের কয়টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমান্ত স্পর্শ করেছে ? ( WBCS , 2020 )
( A ) 4
( B ) 6
( C ) 5
( D ) 3

95. পশ্চিমবঙ্গে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ) হিসেবে কোথায় কাজ শুরু করেছে ? (WBCS, 2021)
( A ) রায়চক
( B ) ফলতা
( C ) কাকদ্বীপ
( D ) হলদিয়া

96. পশ্চিমবঙ্গের মাইকা উৎপাদনকারী জেলা হল (WBCS, 2021)
( A ) বাঁকুড়া
( B ) পশ্চিম বর্ধমান
( C ) বীরভূম
( D ) পুরুলিয়া

97. পুনর্ভবা এবং আত্রাই হল নিম্নলিখিত নদীর শাখা: (WBCS, 2021)
( A ) তোর্সা
( B ) তিস্তা
( C ) জলঢাকা
( D ) রায়ডাক

98. মুকুটমণিপুর বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত: (WBCS, 2021)
( A ) সুবর্ণরেখা
( B ) দ্বারকেশ্বর
( C ) বরাকর
( D ) কংসাবতী

99. সুন্দরবনের সীমারেখাটি দ্বারা চিহ্নিত করা হয়েছিল (WBCS, 2021)
( A ) হ্যামিল্টন সাহেব
( B ) মেজর উইলিয়াম টলি
( C ) Scott
( D ) Dempier এবং হজেস

100. নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে ? (WBCS, 2021)
( A ) রায়ডাক
( B ) সংকোশ
( C ) কালজানি
( D ) চেল

West Bengal gk in Bengali এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক । বিশেষ করে রাজ্যের যত পরীক্ষা আছে সেই সব পরীক্ষায় কমনযোগ্য হবে বলে মনে করি ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top