Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -2

Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -2

৪১. ‘একত্ববাদের উপহার’ বইটি কে লিখেছেন ?
উত্তর: রাজা রাম মোহন রায়

৪২. কোন রাজ্যে বিশেষ করে গুড়িপাড়োয়া উৎসব পালিত হয় ?
উত্তর: মহারাষ্ট্র

৪৩. ভারতে লাইসেন্সিং নীতির উদ্দেশ্য কী ?
উত্তর: সরকারের ক্ষমতা প্রদর্শন

৪৪. কোন খেলাটি আগে পুনা নামে পরিচিত ছিল ?
উত্তর: ব্যাডমিন্টন

৪৫. 2009 সালে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘শেভালিয়ার দে লা লেজিওন ডি’অনার’ কে ভূষিত হন ?
উত্তর: লতা মঙ্গেশকর

৪৬. নিচের কোন দেশটি 2021 সালের ICC পুরুষদের T-20 বিশ্বকাপের আয়োজক ছিল ?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং ওমান

৪৭. জুলাই 2022 সালে, কে ভারতের ডেপুটি ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হন ?
উত্তর: আর. কে গুপ্ত

৪৮. পদ্মভূষণ কিশোরী আমনকার কোন পরিবারের সদস্য ?
উত্তর: জয়পুর – আত্রৌলি

৪৯. ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2022 কোথায় আয়োজিত হয়েছিল ?
উত্তর: দুবাইতে

৫০. কোন রাজ্য সরকার 2022 সালের আগস্টে মিশন ভূমিপুত্র চালু করেছে ?
উত্তর: আসাম

আশা করি এই পর্বটি ( Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -2 ) সকল ছাত্র ছাত্রীর কাছে খুবই হেল্পফুল হবে । SSCএর সমস্ত রকম পরীক্ষার গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top