41. হিন্দি ছবি ‘লাগান’-এ কোরিওগ্রাফির জন্য 2002 সালে কে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন ?
উত্তর: রাজু খান
42. ভারত কতবার ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ (ODI) আয়োজন করেছে ?
উত্তর: 3বার
43. অসলোতে 2014 সালের নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠানে কোন ভারতীয় সঙ্গীতশিল্পী ‘রাগা ফর পিস’ পরিবেশন করেছিলেন ?
উত্তর: আমজাদ আলি খান
44. ওড়িশার বিখ্যাত নৃত্য কোনটি ?
উত্তর: রাঙ্গাবাতি
45. IPL-2022 এর প্রথম ম্যাচ কোথায় খেলা হয়েছিল ?
উত্তর: মুম্বাইতে
46. রানী কর্ণ নায়ক, যিনি 2014 সালে পদ্মশ্রী পুরষ্কার পেয়েছিলেন, তিনি একজন____ নৃত্যশিল্পী ছিলেন।
উত্তর: কথক
47. হিন্দুস্তানি সঙ্গীতের অনেক রাগ ও সুর সৃষ্টির কৃতিত্ব কাকে দেওয়া হয় ?
উত্তর: তানসেন
48. ভরতনাট্যম এবং কুচিপুডি নৃত্যশিল্পী ইয়ামিনী কৃষ্ণমূর্তি 2016 সালে নিচের কোন পুরস্কারে ভূষিত হন ?
উত্তর: পদ্মবিভূষণ
49. 2011 সালের আদমশুমারি অনুসারে, শিশু লিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষের মধ্যে মহিলা ছিল।
উত্তর: 919
50. সুনন্দা নায়ার কোন নৃত্যশৈলী পরিবেশনের জন্য বিখ্যাত ?
উত্তর: মোহিনিয়াত্তম
আশা করি এই পর্বটি ( Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -1 ) সকল ছাত্র ছাত্রীর কাছে খুবই হেল্পফুল হবে । SSCএর সমস্ত রকম পরীক্ষার গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করো।