Top 50 GK Questions for SSC Exam in Bengali

Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -1

21. দেশের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
উত্তর: অনিল চৌহান

22. 2022 সালের মার্চ মাসে নতুন ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশনের সিইও হিসেবে কনাকে নিয়োগ করা হয়েছে ?
উত্তর: অভিষেক সিং

23. রুক্মিণী দেবী অরুন্ডেলে কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর উদ্যোক্তা ?
উত্তর: ভরতনাট্যম

24. আইহোলের দুর্গা মন্দিরটি প্রায় ……. বছর আগে নির্মিত হয়েছিল।
উত্তর: 1400

25. একজন ভারতীয় সঙ্গীতজ্ঞের সম্মানে, মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্য (দাম্বিয়েনমাজে) 1984 সালের 20 এপ্রিলে কি ঘোষণা করে ?
উত্তর: আমজাদ আলি খান দিবস

আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali

26. কোন শহরকে ‘ভারতের ম্যানচেস্টার’ বলা হয় ?
উত্তর: আহমেদাবাদ

27. ‘অসম্পূর্ণ’____ এর আত্মজীবনী।
উত্তর: সঞ্জয় মাঞ্জরেকর

28. ‘বিভায়মালা’ নামক প্রাচীন গ্রন্থে কোন নৃত্যশৈলীর উল্লেখ আছে ?
উত্তর: মোহিনিয়াত্তম

29. ভারতের কোন রাজ্যে লোক উৎসব পালিত হয় ?
উত্তর: মধ্যপ্রদেশ

30. 2000 সালে পদ্মবিভূষণে ভূষিত কেলুচরণ মহাপাত্র নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের একজন নৃত্যশিল্পী ছিলেন ?
উত্তর: ওডিসি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top