Top 50 GK Questions for SSC Exam in Bengali

Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -1

প্রিয় পাঠক, সামনেই রয়েছে এসএসসি এর নানা পরীক্ষা, তাই সেই দিকে লক্ষ্য রেখে আজকের প্রথম পর্বটিতে ( Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -1 ) নিয়ে এসেছি ৫০টি বাছাই করা প্রশ্ন উত্তর।
যা SSC এর সমস্ত রকম EXAM এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আশা করি এই পর্বটি থেকে তোমরা খুবই উপকৃত হবে।

1. 1951 সালে রসায়নে নোবেল পুরস্কার এডউইন ম্যাটিসন ম্যাকমিলান এবং ট্রান্সুরেনিয়াম উপাদান আবিষ্কারের জন্য যৌথভাবে__ দেওয়া হয়েছিল।
উত্তর: গ্লেন টি সিবার্গে

2. গর্ভবতী মহিলাদের জন্য __ রাজ্যে একটি বিশেষ স্বাস্থ্যসেবা প্রচারাভিযান ‘আঁচল’ চালু করা হয়েছে।
উত্তর: রাজস্থান

3. নীচের মধ্যে কে প্রথম ভারতীয় ছিল যিনি গ্র্যামি পুরস্কার জিতেছে ?
উত্তর: পন্ডিত রবি শঙ্কর

4. কোন রাজ্য সরকার 2022 সালের সেপ্টেম্বরে ভূগর্ভস্থ জলের সারণী উন্নত করতে CHHATA প্রকল্প চালু করেছে?
উত্তর: ওডিশা

5. ASIAD কার দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
উত্তর: এশিয়ান অলিম্পিক কাউন্সিল

6. মান্না দে কোন বছর দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?
উত্তর: 2007

7. মোহিনিয়াত্তম নৃত্যশৈলী কোন রাজ্য থেকে উদ্ভূত হয়েছে ?
উত্তর: কেরালা

8. ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীতে তৈরি হয়েছে ?
উত্তর: নর্মদা

9. ওয়ানগালা উৎসব কোন উপজাতি পালন করে ?
উত্তর: গারো উপজাতি

10. ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের 36 তম সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?
উত্তর: রোজন বিন্নি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top