SSC GD Previous Year GK in Bengali

SSC GD Previous Year GK in Bengali

প্রিয় পাঠক, সামনেই রয়েছে এসএসসি জিডি এর পরীক্ষা । তাই সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই পর্বটির (SSC GD Previous Year GK in Bengali ) মধ্যে নিয়ে এসেছি বিগত বছরের ২০ টি গুরত্বপূর্ণ GK প্রশ্ন পত্র। আশা করি ( SSC GD Previous Year GK in Bengali ) এই পর্বটি থেকে তোমরা খুবই উপকৃত হবে।

১। 2023 সালের মে মাসে বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট পদে কাকে নির্বাচিত করা হয়েছে ?
( A ) অজয় বাঙ্গা
( B ) মিগুয়েল ডিয়াজ-ক্যানেল
( C ) ডেভিড মাল পাস
( D ) রবার্ট ই লুকাস

২। টিউলিপ উৎসব নিচের কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সম্পর্কিত ?
( A ) জম্মু ও কাশ্মীর
( B ) কেরালা
( C ) ত্রিপুরা
( D ) তামিলনাড়ু

৩। তাণ্ডব ও লাস্য উভয়ের সাথে কোন নৃত্যশৈলী যুক্ত ?
( A ) ভরতনাট্যম
( B ) ওড়িশি
( C ) মণিপুরী
( D ) কথক

৪। ভারতে শিশুদের নির্ভরতা অনুপাত হল বছর বয়সী নির্ভরশীলদের সংখ্যার পরিমাপ ।
( A ) 0 থেকে 18
( B ) 0 থেকে 16
( C ) 0 থেকে 14
( D ) 0 থেকে 21

৫। ” সংবিধান মেনে চলা এবং এর সকল আদর্শ , সংস্থা , জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করা ” হল ভারতীয় সংবিধানে উল্লেখিত একটি——-।
( A ) নির্দেশক নীতি
( B ) মৌলিক অধিকার
( C ) মৌলিক কৰ্তব্য
( D ) অর্থনৈতিক কর্তব্য

৬। 2011 সালের আদমশুমারি অনুসারে , নিম্নলিখিত রাজাগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য ?
( A ) সিকিম
( B ) কেরালা
( C ) মধ্যপ্রদেশ
( D ) হিমাচলপ্রদেশ

৭। আগা খান কাপ___ ক্রীড়ার সাথে জড়িত।
( A ) ফুটবল
( B ) হকি
( C ) মোটর রেস
( D ) ঘোড় দৌড়

৮। 2023 সালের 24 শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কতগুলি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছিলেন ?
( A ) সাতটি
( B ) তিনটি
( C ) নয়টি
( D ) পাঁচটি

৯। যতীন গোস্বামী কোন নৃত্যশৈলীতে তাঁর অবদানের জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছিলেন ?
( A ) সত্ৰীয়া
( B ) কথক
( C ) কথাকলি
( D ) ভরতনাট্যম

১০। কোন গুপ্ত শাসক ‘ বিক্রমাদিত্য ‘ উপাধি গ্রহণ করে পশ্চিম অঞ্চলে শকদের পরাজিত করার জন্য পরিচিত ছিলেন ?
( A ) সমুদ্রগুপ্ত
( B ) প্রথম কুমারগুপ্ত
( C ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
( D ) প্রথম চন্দ্রগুপ্ত

আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali

১১। সাঁতারের কোন ইভেন্টে সাঁতারুরা পুলের দেয়ালের দিকে মুখ করে সাঁতার কাটতে শুরু করে ?
( A ) ফ্রিস্টাইল
( B ) ব্যাকস্ট্রোক
( C ) ব্রেস্টস্ট্রোক
( D ) বাটারফ্লাই

১২। ক্রিকেটে গলী ( Gully ) হল —–অবস্থান ।
( A ) স্লিপের মতো একই
( B ) পয়েন্টের মতো একই
( C ) পয়েন্ট এবং স্লিপের মধ্যবর্তী
( D ) কভারের পিছনে

১৩। —- হল একটি সম্পদ যা ঋণগ্রহীতার মালিকানা ( যেমন জমি , ভবন , যানবাহন , পশুসম্পদ , ব্যাঙ্কে জমা ) এবং ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এটিকে ঋণদাতার গ্যারান্টি হিসেবে ব্যবহার করে ।
( A ) দায়
( B ) জামানত
( C ) ঋণ
( D ) স্থায়ী সম্পদ

১৪। নোবেল জয়ী ডঃ নরম্যান বোরলাগ এ তার অবদানের জন্য পরিচিত ।
( A ) পরিবেশ সংরক্ষণ
( B ) নবায়নযোগ্য শক্তি
( C ) মহাকাশ অনুসন্ধান
( D ) কৃষি ও খাদ্য উৎপাদন

১৫। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া , এর একজন বিশ্ববিখ্যাত দিকপাল ।
( A ) গিটার
( B ) বাঁশি
( C ) সেতার
( D ) তবলা

১৬। ভারতের সাংবিধানিক প্রধান কে পরামর্শ দেওয়ার জন্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ রয়েছে ।
( A ) স্বরাষ্ট্রমন্ত্রী
( B ) বিচারপতি
( C ) রাষ্ট্রপতি
( D ) রাজা

১৭। অর্থনীতির কোন খাতটি বুদ্ধিবৃত্তিক কার্যকলাপ এবং উদ্ভাবনের উপর দৃষ্টি নিবদ্ধ করে ?
( A ) প্রথম খাত
( B ) দ্বিতীয় খাত
( C ) চতুর্থ খাত
( D ) অসংগঠিত খাত

১৮। স্বত্ববিলোপ নীতিটি গভর্নর জেনারেল—- প্রণয়ন করেছিলেন ।
( A ) লর্ড হেস্টিংস
( B ) লর্ড ডালহৌসি
( C ) লর্ড ক্লাইভ
( D ) লর্ড ওয়েলেসলি

১৯। প্রতি সেকেন্ডে দোলনের সংখ্যাকে দোলনের —-বলে ।
( A ) হার্টজ
( B ) পিচ
( C ) কম্পাঙ্ক
( D ) অ্যামপ্লিটিউড

২০। অর্থ মন্ত্রক সম্প্রতি ” মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র , —–” চালু করেছে ।
( A ) 2023
( B ) 2022
( C ) 2020
( D ) 2021

আশা এই পর্বটি ( SSC GD Previous Year GK in Bengali ) সকল ছাত্র ছাত্রীর কাছে খুবই হেল্পফুল হবে । বিশেষ করে SSC GD CONSTABLE EXAM 2024 এর পরীক্ষায় কিছু প্রশ্ন হুবহু কমন পাবে। তাছাড়াও গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের ওয়েবসাইট টি প্রতিনিয়ত ভিজিট করো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top