SSC GD GK Mock Test in Bengali Part-5

SSC GD GK Mock Test in Bengali Part-5

২১. আগা খান প্রাসাদ কোন রাজ্যে অবস্থিত?
(1) কেরালা
(2) উত্তর প্রদেশ
(3) মহারাষ্ট্র
(4) মধ্যপ্রদেশ
উত্তর: (3) মহারাষ্ট্র

২২. দক্ষিণের চোল শাসকদের প্রভাবের সময়কাল ছিল:
(1) 19 তম শতাব্দী খ্রিস্টাব্দ
(2) 9 তম শতাব্দী খ্রিস্টাব্দ
(3) 9 তম শতাব্দী খ্রিস্টপূর্ব
(4) 17 তম শতাব্দী খ্রিস্টাব্দ
উত্তর: (2) 9 তম শতাব্দী খ্রিস্টাব্দ


২৩. একটি বাস্তুশাস্ত্র গঠনের মধ্যে রয়েছে –
(1) জৈবিক এবং অ্যান্টিবায়োটিক উপাদান
(2) রাসায়নিক এবং ভৌত উপাদান
(3) জৈবিক এবং অ্যাবায়োটিক উপাদান
(4) শারীরিক ও সামাজিক উপাদান
উত্তর: (3) জৈবিক এবং অ্যাবায়োটিক উপাদান

২৪. নিম্নলিখিতগুলির মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ?
(1) ভীমরাও রামজি আম্বেদকর
(2) আবুল কালাম আজাদ
(3) আসাফ আলী
(4) জওহরলাল নেহেরু
উত্তর: (1) ভীমরাও রামজি আম্বেদকর

২৫. কার সাম্রাজ্যের শাসনকালকে ভারতীয় সভ্যতার স্বর্ণযুগ বলা হয় ?
(1) বুদ্ধ
(2) পোরাস
(3) হর্ষ
(4) গুপ্ত
উত্তর: (4) গুপ্ত

আশা করি এই পর্বটি ( SSC GD GK Mock Test in Bengali Part-5 ) সকল ছাত্র ছাত্রীর কাছে খুবই হেল্পফুল হবে । SSC GD CONSTABLE পরীক্ষার গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top