SSC GD GK Mock Test in Bengali Part-4

SSC GD GK Mock Test in Bengali Part-4

SSC GD GK Mock Test in Bengali Part-4

প্রিয় পাঠক, সামনেই রয়েছে এসএসসি জিডি এর পরীক্ষা । তাই সেই দিকে লক্ষ্য রেখে আজকের এটি ( SSC GD GK Mock Test in Bengali Part-4 ) চতুর্থ পর্ব । এই পর্বটি তে রয়েছে বাছাই করা ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । আশা করি এই পর্বটি থেকে তোমরা খুবই উপকৃত হবে।

১. সৌর কোষ তৈরিতে কোন উপাদান ব্যবহার করা হয় ?
(1) ম্যাগনেসিয়াম
(2) সোডিয়াম
(3) ক্যালসিয়াম
(4) সিলিকন
উত্তর: (4) সিলিকন

২. 2010 সালের 3 অক্টোবর থেকে 14 অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে দীপিকা কুমারী স্বর্ণপদক পেয়েছিলেন ?
(1) মহিলাদের ফ্রিস্টাইল কুস্তি (67 কেজি)
(2) মহিলাদের তীরন্দাজ (একক ইভেন্ট)
(3) মহিলাদের 25 মিটার পিস্তল প্রতিযোগিতা
(4) মহিলাদের ভারোত্তোলন (58 কেজি)
উত্তর: (2) মহিলাদের তীরন্দাজ (একক ইভেন্ট)

৩. ভারতের জাতীয় গাছ কোনটি ?
(1) নিম
(2) পিপল
(3) বট
(4) আম
উত্তর: (3) বট

৪. কথাকলি নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?
(1) অন্ধ্রপ্রদেশ
(2) কেরালা
(3) তামিলনাড়ু
(4) উড়িষ্যা
উত্তর: (2) কেরালা

৫. নিম্নলিখিতগুলির মধ্যে কে ‘ভারতরত্ন’ পাননি ?
(1) মোরারজি দেশাই
(2) গুলজারি লাল নন্দা
(3) রাজীব গান্ধী
(4) অটল বিহারী বাজপেয়ী
উত্তর: (4) অটল বিহারী বাজপেয়ী

৬. শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ?
(1) সিন্ধু
(2) ঝিলাম
(3) চেনাব
(4) রাভি
উত্তর: (2) ঝিলাম

৭. সৌরজগৎ কে আবিষ্কার করেন ?
(1) নিউটন
(2) জন হ্যাডলি
(3) কোপার্নিকাস
(4) গ্যালিলিও
উত্তর: (3) কোপার্নিকাস

৮. ভারতীয় নৌবাহিনীর প্রধানের পদকে কী বলা হয় ?
(1) ভারতীয় নৌবাহিনীর জেনারেল
(2) ভারতীয় নৌবাহিনীর প্রধান
(3) নৌবাহিনীর প্রধান
(4) অ্যাডমিরাল
উত্তর: (4) অ্যাডমিরাল

৯. ঠান্ডা (সামান্য ঠান্ডা) এর কারণ কী ?
(1) ব্যাকটেরিয়া
(2) ছত্রাক
(3) ভাইরাস
(4) প্রোটোজোয়া
উত্তর: (3) ভাইরাস

১০. মেনিনজাইটিস রোগ কাকে প্রভাবিত করে ?
(1) কিডনি
(2) লিভার
(3) হার্ট
(4) মস্তিষ্ক
উত্তর: (4) মস্তিষ্ক

১১. ভারতীয় সংবিধানে সমকালীন তালিকাটি কার সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
(1) মার্কিন যুক্তরাষ্ট্র
(2) কানাডা
(3) জার্মানি
(4) অস্ট্রেলিয়া
উত্তর: (4) অস্ট্রেলিয়া

১২. “সরকারি সম্পত্তি ধ্বংস না করা” কী ?
(1) ইতিবাচক কর্তব্য
(2) আইনগত দায়িত্ব
(3) নাগরিক দায়িত্ব
(4) নিষেধাজ্ঞামূলক দায়িত্ব
উত্তর: (3) নাগরিক দায়িত্ব

১৩. কার দ্বারা সংবিধানের খসড়া কমিটির সামনে পেশ করা হয়েছিল ?
(1) জওহরলাল নেহেরু
(2) বি. আর আম্বেদকর
(3) বি. এন. রাও
(4) মহাত্মা গান্ধী
উত্তর: (1) জওহরলাল নেহেরু

১৪. নিচের কোনটি জৈন ধর্মের “তিন রত্ন” নয় ?
(1) সঠিক বিশ্বাস
(2) সঠিক জ্ঞান
(3) সঠিক দৃষ্টি
(4) সঠিক আচরণ
উত্তর: (3) সঠিক দৃষ্টি

১৫. হিমালয় কোন সমুদ্রে ছিল ?
(1) লোহিত সাগর
(2) আরব সাগর
(3) টেথিস সাগর
(4) মৃত সাগর
উত্তর: (3) টেথিস সাগর

১৬. আন্তর্জাতিক বাজারে কোন জিনিসের সরবরাহে ভারতের একচেটিয়া অধিকার রয়েছে ?
(1) লোহা
(2) অভ্র
(3) বক্সাইট
(4) কপার
উত্তর: (2) অভ্র

১৭. ‘লগান’ ছবির পরিচালক কে ?
(1) বিআর চোপড়া
(2)গোবিন্দ নিহলনী
(3) আশুতোষ গোবারিকর
(4) অনিল শর্মা।
উত্তর: (3) আশুতোষ গোবারিকর

১৮. মানুষের পুনরায় হওয়া দাঁতের সংখ্যা কত ?
(1) 12
(2) 20
(3) 32
(4) 16
উত্তর: (1) 12

১৯. নিম্নলিখিতগুলির মধ্যে কে যোগের পথপ্রদর্শক ছিলেন ?
(1) পতঞ্জলি
(2) বাগভট্ট
(3) আত্রেয়
(4) বৃদুকান্ত
উত্তর: (1) পতঞ্জলি

২০. যখন আমরা বিষুব রেখা থেকে উত্তর মেরুতে যাই, তখন ‘g’ (মাধ্যাকর্ষণ ত্বরণ) কী হয় ?
(1) একই থাকে।
(2) কমে যায়।
(3) বৃদ্ধি পায়।
(4) উপরের কোনটি নয়
উত্তর: (3) বৃদ্ধি পায়।

২১. হজামতের আয়না কোনটি ?
(1) উত্তল
(2) অবতল
(3) সমতল
(4) প্যারাবলিক
উত্তর: (2) অবতল

২২. লোকসভার জন্য প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল ?
(1) 1950-51
(2) 1951-52
(3) 1952-53
(4) 1956-57
উত্তর: (2) 1951-52

২৩. ভাঙ্গা হাড় জোড়া দিতে নিচের কোনটি ব্যবহার করা হয় ?
(1) সাদা সিমেন্ট
(2) সাদা সীসা
(3) জিঙ্ক অক্সাইড
(4) প্লাস্টার অফ প্যারিস
উত্তর: (4) প্লাস্টার অফ প্যারিস

২৪. প্রতি বছর শিক্ষক দিবস কবে পালিত হয় ?
(1) 5 সেপ্টেম্বর
(2) 15 সেপ্টেম্বর
(3) 20 সেপ্টেম্বর
(4) 25 সেপ্টেম্বর
উত্তর: (1) 5 সেপ্টেম্বর

২৫. নিচের কোনটি জল বাহিত রোগ ?
(1) ডায়াবেটিস
(2) কলেরা
(3) গুটিবসন্ত
(4) ম্যালেরিয়া
উত্তর: (2) কলেরা

সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল

General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali

আশা করি এই পর্বটি ( SSC GD GK Mock Test in Bengali Part-4 ) সকল ছাত্র ছাত্রীর কাছে খুবই হেল্পফুল হবে । SSC GD CONSTABLE পরীক্ষার গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top