31. মোদি গভর্নমেন্ট: নিউ সার্জ অফ কম্যুনালিজম বইটির লেখক কে ?
(a) আমি জে. আকবর
(b) সীতারাম ইয়েচুরি
(c) প্রণব মুখার্জি
(d) যশবন্ত সিং
32. অস্কার 2009-এ, নিম্নলিখিত ভারতীয় সুরকারদের মধ্যে কে ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এ তাঁর রচনার জন্য ‘সেরা মৌলিক গান’ পুরস্কার পেয়েছেন ?
(a) লতা মঙ্গেশকর
(b) গুলজার
(c) এ. আর রেহমান
(d) আশা ভোঁসলে
33. নিচের কোন উৎসব রাজস্থানে পালিত হয় ?
(a) বুন্দি উৎসব
(b) গুড়ি পদোয়া
(c) মাথো নারাং
(d) বোনালু
34. উপজাতীয় নৃত্যশৈলী ‘গুসাদি’কে বাঁচিয়ে রাখার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কাকে 2021 সালে পদ্মশ্রী দেওয়া হয়েছিল ?
(a) পণ্ডিত বিরজু মহারাজ
(b) শ্রীমন্ত শঙ্করদেব
(c) কনক রাজু
(d) রামসহায় পান্ডে
35. নিম্নলিখিত ভারতীয় লেখকদের মধ্যে কে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সময় বিখ্যাত উপন্যাস ‘গোরা’ লিখেছিলেন ?
(a) মহাত্মা গান্ধী
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) জওহরলাল নেহেরু
(d) ভগত সিং
36. একটি নাটকে রাজা বলেছিলেন, “স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাব।” ভারতীয় কোন স্বাধীনতা সংগ্রামীকে অনুসরণ করেছেন ?
(a) মহাত্মা গান্ধী
(b) লোকমান্য বাল গঙ্গাধর তিলক
(c) ভগত সিং
(d) অম্বিকা চরণ মজুমদার
আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali
37. সাগা দাওয়া বা ট্রিপল ব্লেসড ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে পালিত হয় ?
(a) সিকিম
(b) অন্ধ্র প্রদেশ
(c) কর্ণাটক
(d) উত্তর প্রদেশ
38. নিচের মধ্যে কে তবলা বাদক ছিলেন না ?
(a) আহমেদ জন থিরাকওয়া
(b) রামদাস শর্মা
(c) কিশান মহারাজ
(d) জাকির হুসেন
39. কোন ভারতীয় বক্সার 2008 বেইজিং অলিম্পিকে বক্সিংয়ের মিডলওয়েট বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ?
(a) বিজেন্দ্র সিং
(b) অখিল কুমার
(c) জিতেন্দ্র কুমার
(d) মেরি কম
40. ইয়ামিনী কৃষ্ণমূর্তি কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর জন্য বিখ্যাত ?
(a) কুচিপুড়ি এবং মোহিনিত্তম
(b) ভরতনাট্যম এবং কুচিপুডি
(c) মণিপুরি ও ওড়িশি
(d) মোহিনিয়াত্তম ও মণিপুরী
আশা করি এই পর্বটি ( SSC GD GK Mock Test in Bengali Part-3 ) সকল ছাত্র ছাত্রীর কাছে খুবই হেল্পফুল হবে । SSC GD CONSTABLE পরীক্ষার গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করো।