11. হিন্দুদের চারটি তীর্থস্থান কোনটিকে ‘ধাম’ বলা হয়?
(A) বদ্রীনাথ, দ্বারকা, পুরী, রামেশ্বরম
(B) হরিদ্বার, নাসিক, প্রয়াগরাজ, উজ্জয়ন
(c) অমরনাথ, কৈলাস, মীনাক্ষী, রামেশ্বরম
(d) বালাজি, কন্যাকুমারী, মীনাক্ষী, বারাণসী
12. ‘ইঁদুরের মন্দির’ নামে বিখ্যাত মন্দিরটি হল
(a) কর্ণিমাতা মন্দির
(b) লিঙ্গরাজ মন্দির
(c) বৃহদেশ্বর মন্দির
(d) রাজারানী মন্দির
13. শেখ সেলিম চিশতির দরগা কোথায় ?
(a) আজমির
(b) ফতেপুর সিক্রি
(c) আগ্রা
(d) বিহার শরীফ
14. আড়াই দিন কা ঝোপরা কোথায় অবস্থিত ?
(a) আজমির
(b) দিল্লি
(c) ফতেহপুর সিক্রি
(d) আগ্রা
15. অ্যাপোলো-II, প্রথম কৃত্রিম উপগ্রহ, যা চাঁদে মানুষকে অবতরণ করেছিল, কোন সালে উৎক্ষেপণ করেছিল ?
(a) 1975
(b) 1968
(c) 1969
(d) 1958
16. ভারতের বৃহত্তম হিন্দু মন্দির ‘শ্রীরঙ্গনাথ স্বামী মন্দির’ কোথায় অবস্থিত ?
(a) কটক
(b) খাজুরাহো
(c) পুরী
(d) তিরুচিরাপল্লী
17. মার্তান্ড সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
(a) গুজরাট
(b) ওড়িশা
(c) জম্মু ও কাশ্মীর
(d) তামিলনাড়ু
18. খাজুরাহো মন্দির কোন ধর্মের সাথে সম্পর্কিত ?
(a) বৌদ্ধধর্ম
(b) জৈনধর্ম
(c) হিন্দুধর্ম
(d) হিন্দুধর্ম ও জৈন ধর্ম
19. দিলওয়ারার জৈন মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
(a) আসাম
(b) উত্তর প্রদেশ
(c) রাজস্থান
(d) মধ্যপ্রদেশ
20. কামাখ্যা মন্দির ভারতের কোন আধুনিক রাজ্যে অবস্থিত ?
(a) মেঘালয়
(b) মণিপুরে
(c) বিহার
(d) আসামে
আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali