প্রিয় পাঠক, সামনেই রয়েছে এসএসসি জিডি এর পরীক্ষা । তাই সেই দিকে লক্ষ্য রেখে আজকের এটি তৃতীয় পর্ব । এই পর্বটি ( SSC GD GK Mock Test in Bengali Part-3 ) তে রয়েছে বাছাই করা ৪০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । আশা করি এই পর্বটি থেকে তোমরা খুবই উপকৃত হবে।
1. ‘সপ্তরথ মন্দির’ কোথায় অবস্থিত?
(a) মহাবালিপুরম
(b) কাঞ্চিপুরম
(c) মাদুরাই
(d) পুরী
2. ‘স্বামীনারায়ণ মন্দির’ (অক্ষরধাম) কোথায় অবস্থিত ?
(a) দ্বারকা
(b) পুরী
(c) মথুরা
(d) গান্ধীনগর
3. কোন মন্দিরটি ‘ব্ল্যাক প্যাগোডা’ নামে বিখ্যাত?
(a) কোনার্কের সূর্য মন্দির
(b) মার্তান্ডের সূর্য মন্দির
(c) মোধেরার সূর্য মন্দির
(d) হোয়সালেশ্বর মন্দির
4. ‘খাজুরাহো মন্দির’ কোন রাজ্যে অবস্থিত?
(a) উত্তর প্রদেশ
(b) মধ্যপ্রদেশ
(c) ছত্তিশগড়
(d) ওডিশা
5. ‘খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ’ কোন শহরে আছে?
(a) জয়পুর
(b) এলাহাবাদ
(c) জৌনপুর
(d) আজমির
6. তিরুপতি মন্দির কোন রাজ্যে অবস্থিত?
(a) তামিলনাড়ু
(b) অন্ধ্রপ্রদেশ
(c) মহারাষ্ট্র
(d) কর্ণাটক
7. দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত?
(a) হাম্পি
(b) মাউন্ট আবু
(c) দ্বারকা
(d) পুরী
8. হোয়সালেশ্বরের বিখ্যাত মন্দির কোথায় অবস্থিত?
(a) তাঞ্জোর
(b) মহীশূর
(c) মাদুরাই
(d) হালেবিডু
9. কোনার্ক, যেখানে হিন্দু স্থাপত্যের আশ্চর্যজনক উদাহরণ সহ বিখ্যাত ‘সূর্য দেবতার মন্দির’ রয়েছে, কোন রাজ্যে অবস্থিত ?
(a) ওড়িশা
(b) গুজরাট
(c) কর্ণাটক
(d) মধ্যপ্রদেশ
10. কোনার্কের ‘ব্ল্যাক প্যাগোডা’ কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে ?
(a) জগন্নাথ
(b) শিব
(c) সূর্য
(d) মহাবীর