21. কোন ভারতীয় ধ্রুপদী নৃত্যের ফর্মে, চরিত্রদের প্রতীক হিসাবে উপস্থাপন করার জন্য তাদের মুখের উপর বিভিন্ন রং ব্যবহার করা হয় ?
উত্তর: কথকলি
22. কে 2022 সালের সেপ্টেম্বরে ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্স (NCGG) এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন ?
উত্তর: ভারত লাল
23. 2011 সালের আদমশুমারি অনুসারে, ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি ?
উত্তর: সিকিম
24. ভারতের কোন সড়ক প্রকল্পটি 1943-1963 সালের মধ্যে সড়ক উন্নয়ন কর্মসূচির প্রথম প্রচেষ্টা ছিল ?
উত্তর: নাগপুর রোড স্কিম
25. ‘সাইর-ই-গুল ফারোশান’ উৎসব কোথায় আয়োজিত হয় ?
উত্তর: দিল্লি
26. রোশন কুমারী কোন ভারতীয় ধ্রুপদী নৃত্যশৈলীর উদ্যোক্তা ?
উত্তর: কথক
27. 2012 সালে বিরজু মহারাজ নিচের কোন পুরস্কারে ভূষিত হন ?
উত্তর: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে
28. কোন প্রাণীকে সুন্দরবন ব-দ্বীপে পাওয়া যায় ?
উত্তর: রয়েল বেঙ্গল টাইগার
29. 2022 সালের এপ্রিল মাসে জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রী পুরস্কারের জন্য কোন প্রকল্পটি নির্বাচিত হয়েছিল ?
উত্তর: UDAN
30. কোন ভারতীয় সঙ্গীত পরিচালক 2022 সালে আমস্টারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা মৌলিক স্কোর জিতেছিলেন ?
উত্তর: ইলায়রাজা
31. শীতকালীন যুব অলিম্পিক গেমসের চতুর্থ সংস্করণ কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তর: 2024, Gangwon
32. ম্যাগনেসিয়াম অক্সাইডের রাসায়নিক সূত্র কি ?
উত্তর: MgO
33. বোরাক্সের রাসায়নিক সূত্র কি ?
উত্তর: Na2 B4O7.10H2O
34. OYO Rural Tourism Sutra. উদ্যোগ চালু করতে জম্মু ও কাশ্মীর প্রশাসনের সাথে অংশীদারিত্ব করেছে। এই উদ্যোগের নাম কি ?
উত্তর: অবিশ্বাস্য ভারতের মুকুট
35. অলিম্পিক 2020-এ ভারতীয় হকি পুরুষ দলের অধিনায়ক কে ছিলেন ?
উত্তর: মনপ্রীত সিং
36. তামিলনাড়ুতে নববর্ষ হিসেবে কী পালিত হয় ?
উত্তর: পুথান্ডু
37. রাজশ্রী শিরকে কত্থকের চমৎকার অভিনয়ের জন্য 2013 সালে কোন মর্যাদাপূর্ণ নৃত্য পুরস্কারে সম্মানিত হয়েছিল ?
উত্তর: সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার
38. মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ প্রকল্প যোজনা অমিত শাহ মহিলাদের জন্য শুরু করেছিলেন ৷
উত্তর: ত্রিপুরা
39. হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রবক্তা গাঙ্গুবাই হাঙ্গল ছিলেন একজন প্রখ্যাত খেয়াল গায়ক, যিনি হিন্দুস্তানি সঙ্গীতের ___ঘরানার অন্তর্গত ছিলেন।
উত্তর: কিরানা
40. আন্তর্জাতিক নারী দিবস 2022 উপলক্ষ্যে কোন মন্ত্রণালয় ‘উত্তর পূর্বের নারী শক্তি’ আয়োজন করেছে ?
উত্তর: উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রক
আশা করি এই পর্বটি ( SSC GD GK Mock Test in Bengali Part-2 ) সকল ছাত্র ছাত্রীর কাছে খুবই হেল্পফুল হবে । SSC GD CONSTABLE পরীক্ষার গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করো।