SSC GD GK Mock Test in Bengali Part-2
প্রিয় পাঠক, সামনেই রয়েছে এসএসসি জিডি এর পরীক্ষা । তাই সেই দিকে লক্ষ্য রেখে আজকের এটি দ্বিতীয় পর্ব । এই পর্বটি ( SSC GD GK Mock Test in Bengali ) তে রয়েছে বাছাই করা ৪০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । আশা করি এই পর্বটি থেকে তোমরা খুবই উপকৃত হবে।
1. ঝাড়খণ্ডে সারহুল উৎসব কোন ঋতুতে পালিত হয় ?
উত্তর: বসন্ত ঋতু
2. অরুণাচল প্রদেশের নৃত্যশৈলী কোনটি ?
উত্তর: বুঝ্যা
3. 2011 সালের আদমশুমারি অনুসারে, ভারতে পুরুষ শিক্ষার হার কত ?
উত্তর: 82.14 শতাংশ
4. আন্তর্জাতিক ক্রিকেটে একটি সাধারণ ক্রিকেট বলের গড় পরিধি কত ?
উত্তর: 8.81 ইঞ্চি – 9 ইঞ্চি
5. কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রথমবারের মতো স্বনির্ভরতার উদ্দেশ্য অন্তর্ভুক্ত করা হয়েছিল ?
উত্তর: তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়
6. বর্তমানে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ভারতে কোথায় চলে ?
উত্তর: অমৃতসর থেকে কলকাতা
7. কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্য কোন ধরনের সঙ্গীতের সাথে সম্পর্কিত ?
উত্তর: কর্ণাটক সঙ্গীত
8. বিম্ববতী দেবী কোন ভারতীয় নৃত্যশৈলীর প্রবক্তা ?
উত্তর: মণিপুরী
9. ‘বাহিনী’ স্কিমটির লক্ষ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়া মেয়েদের বিনামূল্যে এবং নিরাপদ স্যানিটারি প্যাডের 100 শতাংশ অ্যাক্সেস প্রদান করা। কোন রাজ্য সরকার এই প্রকল্প শুরু করেছে ?
উত্তর: সিকিম
10. ভারত সরকারের আয়ুষ মন্ত্রক কর্তৃক 2022 সালের আন্তর্জাতিক যোগ দিবসে 100 দিনের কাউন্টডাউন উপলক্ষে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ?
উত্তর: যোগ মহোৎসব
11. ABPMJAY-SEHAT প্রকল্পের অধীনে 100% পরিবারকে কভার করার জন্য ভারতের প্রথম জেলা কোনটি ?
উত্তর: সাম্বা, জম্মু ও কাশ্মীর
12. ভারতে কত বছর পর পর আদমশুমারি ঘটে ?
উত্তর: 10 বছর পর
13. মাইহার দরবার কোন রাজ্যে আছে , যেখানে বাবা আলাউদ্দিন খান একজন সঙ্গীতজ্ঞ ছিলেন ?
উত্তর: মধ্যপ্রদেশ
14. 2022 সালে অস্ট্রেলিয়ান ওপেন কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর: জানুয়ারি
15. মহারাষ্ট্রের কারা বিভাগ জুড়ে কারাগারে সাজা ভোগকারী বন্দীদের জন্য একটি ঋণ প্রকল্প চালু করেছে। এই ঋণ প্রকল্পের শিরোনাম কি ?
উত্তর: জীভলা
16. কে একজন নেতৃস্থানীয় নৃত্য শিক্ষাবিদ এবং একজন নেতৃস্থানীয় মোহিনীত্তম সূচক হিসেবে পরিচিত ?
উত্তর: ডাঃ . কনক রেভ
17. টেবিল টেনিসে একটি সার্ভের জন্য পরপর কয়টি লেট অনুমোদিত ?
উত্তর: আনলিমিটেড
18. কোন উৎসব বিজয় উৎসব নামে পরিচিত ?
উত্তর: হাম্পি উৎসব
19. ‘তিব্বতীয় নববর্ষ’ হিসেবে কি পালিত হয় ?
উত্তর: লোসার
20. ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে সিস্টেম __ মহাসাগরের তীরে ভ্লাদিভোস্টক পর্যন্ত চলে।
উত্তর: প্রশান্ত মহাসাগর
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali