৪১। বিশুদ্ধ জল ও লবণ জলের মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক অধিক ?
উত্তর: বিশুদ্ধ জল ও লবণ জলের মধ্যে লবণজলের স্ফুটনাঙ্ক অধিক।
৪২। সূর্য অস্ত যাওয়ার পরও কিছুক্ষণ সূর্যকে দেখা যায় । এর কারণ কি ?
উত্তর: সূর্য অস্ত যাওয়ার পরও কিছুক্ষণ সূর্যকে দেখা যায় । এর কারণ হল প্রতিফলন ।
৪৩। শব্দের তীক্ষ্ণতার হ্রাস – বৃদ্ধির প্রধান কারণ কি ?
উত্তর: শব্দের উৎস এবং শ্রোতার মধ্যে আপেক্ষিক গতি ।
৪৪। কোনো বস্তুর তাপগ্রাহিতা বলতে কি বোঝায় ?
উত্তর: কোনো বস্তুর তাপগ্রাহিতা বলতে কিছু পরিমাণ তাপকে বোঝায় ।
৪৫। থার্মোমিটারের বাল্বকে ভিজেকাপড় দিয়ে জড়িয়ে রাখলে থার্মোমিটারের পাঠ কম দেখানোর কারণ কি ? থার্মোমিটারের বাল্বকে ভিজেকাপড় উত্তর: দিয়ে জড়িয়ে রাখলে থার্মোমিটারের পাঠ কমে করণ হল বাষ্পায়ন শৈত্যের সৃষ্টি করে ।
৪৬। চাপ বৃদ্ধিতে বরফের গলণাঙ্ক কমে যাওয়ার কারণ কি ?
উত্তর: বরফ গলনে পরিণত জলের আয়তন বরফের আয়তন থেকে কম হওয়ার কারণে ।
৪৭। কয়েক ফোঁটা ইথার হাতে ঢাললে শৈত্যের অনুভূতি হওয়ার কারণ কি ?
উত্তর: হাত থেকে লীনতাপ নিয়ে ইথারের বাষ্পায়ন হয় ।
৪৮। গ্যাসের আণবিক গঠন সম্বন্ধে প্রথম প্রমাণ আসে কোন পরীক্ষা থেকে ?
উত্তর: মেঘকক্ষ পরীক্ষায় কণাদের পথচিত্র থেকে ।
৪৯। কোন কার্পাস বয়ন শিল্পাঞ্চলকে ভারতের ল্যাঙ্কাশায়ার বলা হয় ?
উত্তর: মুম্বাই শিল্পাঞ্চলকে ভারতের ল্যাঙ্কাশায়ার বলা হয়।
৫০। কোন রাজা হুণ নেতা মিহিরকুলকে পরাজিত করে মধ্যভারতে হুণ প্রাধান্য নাশ করে ?
উত্তর: রাজা যশোবর্মন হুণ নেতা মিহিরকুলকে পরাজিত করে মধ্যভারতে হুণ প্রাধান্য নাশ করে ।
RRB Group D Science Question in Bengali Part -2 এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । রেলের পরীক্ষা ছাড়াও রাজ্যের নানা পরীক্ষার জন্য গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।