দ্বিতীয় ২১-৪০ টি প্রশ্ন-উত্তর
২১। তড়িৎবর্তনীতে প্রবাহমাত্রার পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে ?
উত্তর: তড়িৎবর্তনীতে প্রবাহমাত্রার পরিমাপ করা হয় গ্যালভানোমিটার যন্ত্র দিয়ে।
২২। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয় তার নাম কি ?
উত্তর: যে যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয় সেটি হাইগ্রোমিটার ।
২৩। কোনো একটি বস্তুকে উত্তল লেন্সের কোথায় রাখলে বিবর্ধিত , অসদ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে ?
উত্তর: কোনো একটি বস্তুকে উত্তল লেন্সের f এর মধ্যে রাখলে বিবর্ধিত , অসদ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে।
২৪। আকাশ নীল রঙের দেখায় কি কারণে ?
উত্তর: বায়ুমন্ডল অন্যান্য রঙ অপেক্ষা নীল আলো অধিক বিচ্ছুরিত করার কারণে ।
২৫। একটি বাল্বের গায়ে লেখা আছে 60 ওয়াট এবং 230 ভোল্ট । বাল্বের মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে ?
উত্তর: বাল্বের মধ্যে দিয়ে 2 amp পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে।
২৬। তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী এমন একটি বস্তুর নাম লেখ ।
উত্তর: তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী এমন একটি বস্তু হল অভ্র।
২৭। একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত ?
উত্তর: একটি আদর্শ অ্যামমিটারের রোধ হল শূন্য ।
২৮। আলফা ( a ) , বিটা ( p ) এবং গামা ( Y ) রশ্মির একই ভরবেগ হলে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ?
উত্তর: আলফা ( a ) , বিটা ( p ) এবং গামা ( Y ) রশ্মির একই ভরবেগ হলে বিটা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ।
২৯। হাইড্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুন বেশি উচ্চতায় উঠলে ফেটে যায় কেন ?
উত্তর: বাইরের বায়ু কমে যাওয়ার জন্য বায়ুচাপের অসমতা এবং বেলুনের আবরণে চাপ সৃষ্টি ।
৩০। একটি বিটা কণা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে কখন নিঃসৃত হয় ?
উত্তর: একটি প্রোটন নিউট্রনে পরিণত হয় ।
৩১। প্রতিসরণে আলোকতরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় বেঁকে যাওয়ার কারণ কি ?
উত্তর: দ্বিতীয় মাধ্যমের প্রভাবে বেগ পৃথক হয়ে যায় ।
৩২। চুম্বকের দুই মেরুর সংযোগকারী কাল্পনিক রেখাকে কি বলে ?
উত্তর: চুম্বকের দুই মেরুর সংযোগকারী কাল্পনিক রেখাকে চৌম্বক অক্ষ বলে।
আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali
৩৩। দুটি তড়িতাধানের মধ্যে বল সম্বন্ধীয় সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তর: দুটি তড়িতাধানের মধ্যে বল সম্বন্ধীয় সূত্র কুলম্ব আবিষ্কার করেন।
৩৪। কোন আলোকীয় যন্ত্র অসদবিম্ব গঠন করে ?
উত্তর: বিবর্ধক কাচ অসদবিম্ব গঠন করে।
৩৫। দুটি পরস্পর সমান্তরাল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে তার প্রতিবিম্ব সংখ্যা কটি ?
উত্তর: দুটি পরস্পর সমান্তরাল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে তার প্রতিবিম্ব সংখ্যা অসংখ্য ।
৩৬। তরল থার্মোমিটার থেকে গ্যাস থার্মোমিটার বেশি সুবিধাযুক্ত হওয়ার কারণ কি ?
উত্তর: তরল থার্মোমিটার থেকে গ্যাস থার্মোমিটার বেশি সুবিধাযুক্ত হওয়ার কারণ তরল থেকে গ্যাসের প্রসারণ বেশি ।
৩৭। ফ্লেমিং-এর বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশিত হয় বামহস্তের কোন আঙুল দ্বারা ?
উত্তর: ফ্লেমিং-এর বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশিত হয় বামহস্তের তর্জনি দ্বারা।
৩৮। কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম কত দূরত্ব প্রয়োজন ?
উত্তর: কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম 16.6 মিটার দূরত্ব প্রয়োজন।
৩৯। একটি দন্ড চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলতে কি বোঝায় ?
উত্তর: একটি দন্ড চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলতে ওর মেরুদ্বয়ের মধ্যে দূরত্বকে বোঝায় ।
৪০। সব ধরণের শক্তি শেষে যে শক্তিতে রূপান্তরিত হয় , সেটি কি ?
উত্তর: সব ধরণের শক্তি শেষে যে শক্তিতে রূপান্তরিত হয় সেটি তাপ শক্তি ।