RRB Group D Science Question in Bengali Part -2
প্রিয় পাঠক, এই পর্বটিতে ( RRB Group D Science Question in Bengali Part -2 ) আমরা রেলের গ্রুপ ডি এর পরীক্ষার জন্য বাছাই করা ৫০টি জেনারেল সাইন্স কোয়েশ্চান নিয়ে এসেছি । এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে।
প্রথম ১-২০ টি প্রশ্ন-উত্তর
১। লন্ড্রিতে সাদা জামাকাপড়ে নীল দিতে যে পদার্থ ব্যবহার করা হয় তার রাসায়নিক সংকেত কি ?
উত্তর: লন্ড্রিতে সাদা জামাকাপড়ে নীল দিতে যে পদার্থ ব্যবহার করা হয় তার রাসায়নিক সংকেত হল Fe4 [Fe(CN)6] .
২। রুপোর প্রধান আকরিকের নাম কি ?
উত্তর: রুপোর প্রধান আকরিক হল আর্জেন্টাইট ।
৩। কোন ধাতু অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে ?
উত্তর: AI অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে।
৪। সালফাইড আকরিকগুলিকে অক্সাইডে পরিণত করা হয় কোন প্রক্রিয়ায় ?
উত্তর: সালফাইড আকরিকগুলিকে অক্সাইডে পরিণত করা হয় তাপজারণ প্রক্রিয়ায় ।
৫। অনার্স সোডিয়াম অ্যাসিটেটের সঙ্গে শুষ্ক সোডালাইমের মিশ্রণকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় ?
উত্তর: অনার্স সোডিয়াম অ্যাসিটেটের সঙ্গে শুষ্ক সোডালাইমের মিশ্রণকে উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয়।
৬। কৃত্রিম রবার প্রস্তুতিতে কি ব্যবহার করা হয় ?
উত্তর: কৃত্রিম রবার প্রস্তুতিতে C2H2 ব্যবহার করা হয়।
৭। ক্লোরাফর্মকে অ্যানিলিন ও অ্যালকোহলীয় কস্টিক পটাস দ্রবণের সঙ্গে সামান্য উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় ?
উত্তর: ক্লোরাফর্মকে অ্যানিলিন ও অ্যালকোহলীয় কস্টিক পটাস দ্রবণের সঙ্গে সামান্য উত্তপ্ত করলে ফিনাইল আইসো সায়ানাইড উৎপন্ন হয়।
৮। পাওয়ার অ্যালকোহল কি কাজে ব্যবহৃত হয় ?
উত্তর: পাওয়ার অ্যালকোহল মোটরগাড়ির জ্বালানিরূপে ব্যবহৃত হয়।
৯। ব্যাকেলাইট প্রস্তুতিতে কি ব্যবহার করা হয় ?
উত্তর: ব্যাকেলাইট প্রস্তুতিতে ফর্ম্যালডিহাইড ব্যবহার করা হয়।
১০। পর্যায় সারণির ‘অস্টক সূত্র’ কে প্রচার করেন ?
উত্তর: নিউল্যান্ড পর্যায় সারণির ‘অস্টক সূত্র’ প্রচার করেন।
আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali
১১। লৌহবস্তুর ওপর টিনের প্রলেপ দেওয়ার জন্য তড়িৎ-বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয় ?
উত্তর: লৌহবস্তুর ওপর টিনের প্রলেপ দেওয়ার জন্য তড়িৎ-বিশ্লেষ্য রূপে স্ট্যানাস ক্লোরাইড ব্যবহৃত হয়।
১২। অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত ?
উত্তর: অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা 3000 ° C.
১৩। ‘হ্যালোজেন’ শব্দের অর্থ কি ?
উত্তর: ‘হ্যালোজেন’ শব্দের অর্থ হল যা দিয়ে সমুদ্রের লবণ উৎপন্ন হয় ।
১৪। নিচের কোন লবণটি জলে দ্রবীভূত করলে জলের pH এর কোন পরিবর্তন হয় না ?
উত্তর: NaCl লবণটি জলে দ্রবীভূত করলে জলের pH এর কোন পরিবর্তন হয় না।
১৫। উড়োজাহাজের উড্ডয়ন কোন নীতির / সূত্রের দ্বারা সম্পন্ন হয় ?
উত্তর: উড়োজাহাজের উড্ডয়ন বারনৌলির নীতির দ্বারা সম্পন্ন হয় ।
১৬। একটি রবারের বলের গায়ে অসংখ্য সূচীছিদ্র আছে । বলটি জলপূর্ণ । বলটির গায়ে / পৃষ্ঠে একটি স্থানে চাপ দিলে ছিদ্রগুলি দিয়ে জল সমান বেগে বেরিয়ে আসে । এটি কোন সূত্রের প্রমাণ ?
উত্তর: পাস্কেলের সূত্র ।
১৭। লৌহ ছাড়া কোন মৌলের চোম্বকীয় ধর্ম বর্তমান ?
উত্তর: লৌহ ছাড়া কোবাল্টর চোম্বকীয় ধর্ম বর্তমান ।
১৮। একটি চুম্বককে আগুনে পোড়ানো হলে তার চৌম্বক শক্তি লোপ পায় , কোন পদ্ধতিতে ?
উত্তর: একটি চুম্বককে আগুনে পোড়ানো হলে তার চৌম্বক শক্তি লোপ পায় বিচুম্বকন পদ্ধতিতে ।
১৯। চুম্বকের যে অংশে কোন আকর্ষণ ক্ষমতা থাকে না, তাকে কি বলে ?
উত্তর: চুম্বকের যে অংশে কোন আকর্ষণ ক্ষমতা থাকে না, তাকে উদাসীন অঞ্চল ।
২০। কে প্রমাণ করেছিলেন যে ‘পৃথিবী একটি বিরাট চুম্বক’ ?
উত্তর: গিলবার্ট প্রমাণ করেছিলেন যে ‘পৃথিবী একটি বিরাট চুম্বক’।