RRB Group D Science Question in Bengali Part -1

RRB Group D Science Question in Bengali Part -1

৪১। কার্বোরেন্ডাম কোন মৌলের যৌগ ?
উত্তর: কার্বোরেন্ডাম Si মৌলের যৌগ।

৪২। কার্বন ডাই অক্সাইড গ্যাস কে আবিষ্কার করেন ?
উত্তর: কার্বন ডাই অক্সাইড গ্যাস আবিষ্কার করেন ভন হেলমন্ট ।

৪৩। ‘গ্রিগনার্ড বিকারক’ প্রস্তুতিতে কি ব্যবহার করা হয় ?
উত্তর: ‘গ্রিগনার্ড বিকারক’ প্রস্তুতিতে Mg ব্যবহার করা হয়।

৪৪। গ্লিসারল ও অক্সালিক অ্যাসিডকে 110 ° C তাপমাত্রায় উত্তপ্ত করলে কি পাওয়া যায় ?
উত্তর: গ্লিসারল ও অক্সালিক অ্যাসিডকে 110 ° C তাপমাত্রায় উত্তপ্ত করলে HCOOH পাওয়া যায়।

৪৫। 40 ° C উষ্ণতায় শুষ্ক কলিচুনের ওপর দিয়ে ক্লোরিন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয় ?
উত্তর: 40 ° C উষ্ণতায় শুষ্ক কলিচুনের ওপর দিয়ে ক্লোরিন গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডার উৎপন্ন হয়।

৪৬। লুইস ক্ষার বলতে কি বোঝায় ?
উত্তর: লুইস ক্ষার বলতে ইলেকট্রন জোড় দাতাকে বোঝায় ।

৪৭। গ্যাসের বপনের হার কত ?
উত্তর: আনবিক গুরুত্বের বর্গমূলের ব্যাস্তানুপাতিক ।

৪৮। নিউক্লিয় রিঅ্যাক্টরে গ্রাফাইট ব্যবহৃত হয় কি কারণে ?
উত্তর: নিউক্লিয় রিঅ্যাক্টরে গ্রাফাইট ব্যবহৃত হয় নিউট্রনের বেগ কমাতে ।

৪৯। কোন হ্যালোজেন মৌল অক্সিঅ্যাসিড উৎপন্ন করে না ?
উত্তর: E হ্যালোজেন মৌল অক্সিঅ্যাসিড উৎপন্ন করে না।

৫০। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে অনুঘটকরুপে কি ব্যবহার করা হয় ?
উত্তর: অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে অনুঘটকরুপে প্ল্যাটিনাম রেডিয়াম ব্যবহার করা হয়।

RRB Group D Science Question in Bengali Part -1 এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । রেলের পরীক্ষা ছাড়াও রাজ্যের নানা পরীক্ষার জন্য গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

12 thoughts on “RRB Group D Science Question in Bengali Part -1”

  1. Pingback: List of Multipurpose River Schemes-বহুমুখী নদী পরিকল্পনার তালিকা

  2. Pingback: আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তর pdf

  3. Pingback: বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনী তালিকা pdf - lakhya

  4. Pingback: Bharat Ratna Winners list from 1954 to 2024 in Bengali

  5. Pingback: ভারতের ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

  6. Pingback: GK Question in Bengali Page 11 of 200 – lakhya

  7. Pingback: GK Question in Bengali

  8. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-9

  9. Pingback: ভারতের সাধারণজ্ঞান প্রশ্ন ও উত্তর

  10. Pingback: সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

  11. Pingback: Ancient History SAQ Question-প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন

  12. Pingback: ভারতের জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top