২১। জবাফুলের পুষ্পপত্রবিন্যাসের প্রকৃতি কিরূপ ?
উত্তর: জবাফুলের পুষ্পপত্রবিন্যাসের প্রকৃতি টুইস্টেড ।
২২। জীবের সুপ্তদশা ভঙ্গকারী হরমোনটির নাম কি ?
উত্তর: জীবের সুপ্তদশা ভঙ্গকারী হরমোনটি জিব্বেরেলিন ।
২৩। মানবদেহে যে শক্তির প্রয়োজন তা পরিমাপের একক কি ?
উত্তর: মানবদেহে যে শক্তির প্রয়োজন তা পরিমাপের একক হল ক্যালরি ।
২৪। ‘ম্যান্টল’ পর্দা দেখা যায় কোন পর্বের প্রাণীতে ?
উত্তর: অ্যানিলিডা পর্বের প্রাণীতে ‘ম্যান্টল’ পর্দা দেখা যায়।
২৫। পরীক্ষাগারের প্রথম সৃষ্ট জৈব যৌগ কোনটি ?
উত্তর: পরীক্ষাগারের প্রথম সৃষ্ট জৈব যৌগ হল মিথেন ।
২৬। কোন দুটি গ্যাসের মিশ্রণ ওয়াটার গ্যাস ?
উত্তর: CO + H2 গ্যাসের মিশ্রণ ওয়াটার গ্যাস।
২৭। কৃত্রিম শ্বাসপ্রশ্বাস চালাবার কাজে ব্যবহৃত কার্বোজেন কোন দুটি গ্যাসের মিশ্রণ ?
উত্তর: কৃত্রিম শ্বাসপ্রশ্বাস চালাবার কাজে ব্যবহৃত কার্বোজেন 97% 02 ও 3% CO2 গ্যাসের মিশ্রণ।
২৮। নাইট্রোলিম কোন দুটি গ্যাসের মিশ্রণ ?
উত্তর: নাইট্রোলিম হল ক্যালশিয়াম সায়ানাইড ও কার্বনের মিশ্রণ ।
২৯। পুরোনো তৈলচিত্রের কালোবর্ণ পরিষ্কার করতে কি ব্যবহার করা হয় ?
উত্তর: পুরোনো তৈলচিত্রের কালোবর্ণ পরিষ্কার করতে H2O2 ব্যবহার করা হয়।
৩০। কোন মৌলযুগ্মের বাইরের কক্ষে সমসংখ্যাক ইলেকট্রন আছে ?
উত্তর: CI – Br মৌলযুগ্মের বাইরের কক্ষে সমসংখ্যাক ইলেকট্রন আছে ।
৩১। কোন যৌগটির উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলে দ্রাব্যতা কমে ?
উত্তর: Ca (OH)2 উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলে দ্রাব্যতা কমে।
৩২। তীব্র অ্যাসিড ও মৃদু খাড় – এর টাইট্রেশনে নির্দেশক হিসাবে কি ব্যবহার করা হয় ?
উত্তর: তীব্র অ্যাসিড ও মৃদু খাড় – এর টাইট্রেশনে নির্দেশক হিসাবে মিথাইল অ্যারেঞ্জ ব্যবহার করা হয় ৷
৩৩। ট্রাইটিয়ামের নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন ও প্রোটনের সংখ্যা কত ?
উত্তর: ট্রাইটিয়ামের নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন ও প্রোটনের সংখ্যা ২ এবং ১।
৩৪। জলের সংস্পর্শে প্লাস্টার অফ প্যারিস শক্ত হয় কি কারণে ?
উত্তর: জলের সংস্পর্শে প্লাস্টার অফ প্যারিস শক্ত হয় জিপসামের গঠনের জন্য ।
৩৫। অ্যালুমিনিয়াম পাওয়া যায় কিভাবে ?
উত্তর: অ্যালুমিনিয়াম পাওয়া যায় গলিত ক্রায়োলাইটের সঙ্গে Al2O3 মিশিয়ে উৎপন্ন দ্রবণের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ।
৩৬। জীববিদ্যার নমুনা সংরক্ষণে কি ব্যবহৃত হয় ?
উত্তর: জীববিদ্যার নমুনা সংরক্ষণে ক্লোরোফর্ম ব্যবহৃত হয়।
৩৭। রেফ্রিজারেটরে তরল শীতকরূপে ব্যবহৃত পদার্থের নাম কি ?
উত্তর: রেফ্রিজারেটরে তরল শীতকরূপে ব্যবহৃত পদার্থ অ্যামোনিয়া ।
৩৮। ব্লাস্ট ফার্নেসে ‘ ম্যাট ‘ প্রস্তুতিতে বিগালক রূপে কি ব্যবহৃত হয় ?
উত্তর: ব্লাস্ট ফার্নেসে ‘ ম্যাট ‘ প্রস্তুতিতে বিগালক রূপে বালি ( SiO3 ) ব্যবহৃত হয়।
৩৯। কোনো জৈবযৌগ অসম্পৃক্ততার পরীক্ষা করা হয় কোন পরীক্ষার সাহায্যে ?
উত্তর: কোনো জৈবযৌগ অসম্পৃক্ততার পরীক্ষা করা হয় লুকাসের পরীক্ষার সাহায্যে ।
৪০। পারমুমিট বলতে কি বোঝায় ?
উত্তর: পারমুমিট বলতে সোডিয়াম মেটা অ্যালুমিনেটকে বোঝায় ।
Pingback: List of Multipurpose River Schemes-বহুমুখী নদী পরিকল্পনার তালিকা
Pingback: আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তর pdf
Pingback: বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনী তালিকা pdf - lakhya
Pingback: Bharat Ratna Winners list from 1954 to 2024 in Bengali
Pingback: ভারতের ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
Pingback: GK Question in Bengali Page 11 of 200 – lakhya
Pingback: GK Question in Bengali
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-9
Pingback: ভারতের সাধারণজ্ঞান প্রশ্ন ও উত্তর
Pingback: সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
Pingback: Ancient History SAQ Question-প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন
Pingback: ভারতের জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন