RRB Group D Science Question in Bengali Part -1

RRB Group D Science Question in Bengali Part -1

RRB Group D Science Question in Bengali Part -1

প্রিয় পাঠক, এই পর্বটিতে ( RRB Group D Science Question in Bengali Part -1 ) আমরা রেলের গ্রুপ ডি এর পরীক্ষার জন্য বাছাই করা ৫০টি জেনারেল সাইন্স কোয়েশ্চান নিয়ে এসেছি । এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে।

১। সালোকসংশ্লেষের কোন দশায় জল অত্যাবশ্যক হয় ?
উত্তর: সালোকসংশ্লেষের আলোক দশায় জল অত্যাবশ্যক হয়।

২। সালোকসংশ্লেষের ফলে উদ্ভিদের সঞ্চয় অঙ্গে কিরূপে খাদ্য জমা থাকে ?
উত্তর: লোকসংশ্লেষের ফলে উদ্ভিদের সঞ্চয় অঙ্গে শ্বেতসার রূপে খাদ্য জমা থাকে।

৩। মানবদেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয় না ?
উত্তর: মানবদেহে ভিটামিন – সি সংশ্লেষিত হয় না।

৪। হিমোগ্লোবিন কোথায় সৃষ্টি হয় ?
উত্তর: হিমোগ্লোবিন লোহিত অস্থিমজ্জায় সৃষ্টি হয়।

৫। রক্তের শ্রেণিবিভাগ ‘এ’ , ‘বি’ , ‘এবি’ ও ‘ও’ কে প্রথম আবিষ্কার করেন ?
উত্তর: রক্তের শ্রেণিবিভাগ ‘এ’ , ‘বি’ , ‘এবি’ ও ‘ও’ ল্যান্ডস্টেনার প্রথম আবিষ্কার করেন ।

৬। একটি চেষ্টীয় স্নায়ুর নাম লেখ ।
উত্তর: একটি চেষ্টীয় স্নায়ু হল অকিউলোমোটর ।

৭। মানবদেহে ‘ অস্টিওম্যালেশিয়া ‘ দেখা যায় কোন ভিটামিনের অভাবে ?
উত্তর: ভিটামিন – ডি এর অভাবে মানবদেহে ‘ অস্টিওম্যালেশিয়া ‘ দেখা যায়।

৮। অরনিথিন চক্রের মাধ্যমে কোথায় ইউরিয়া উৎপন্ন হয় ?
উত্তর: অরনিথিন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়।

৯। কিসের দ্বারা র‍্যাফ্লেসিয়া ফুলের পরাগ সংযোজন হয় ?
উত্তর: হাতির দ্বারা র‍্যাফ্লেসিয়া ফুলের পরাগ সংযোজন হয় ।

১০। ডায়াবেটিস রোগীদের মূত্রে কোন উপাদানের আধিক্য থাকে ?
উত্তর: ডায়াবেটিস রোগীদের মূত্রে শর্করা উপাদানের আধিক্য থাকে।

১১। কোন ডাল থেকে ল্যাথিরিজম হতে পারে ?
উত্তর: খেসারি ডাল থেকে ল্যাথিরিজম হতে পারে ।

১২। ‘জাম্পিং জিন’ – তত্ত্বের আবিষ্কর্তা কে ?
উত্তর: ‘জাম্পিং জিন’ – তত্ত্বের আবিষ্কর্তা হলেন বারবারা ম্যাকক্লিনটক

১৩। কোনো উদ্ভিদের খনিজ লবণের মাত্রা কি কারণে হ্রাস পায় ?
উত্তর: কোনো উদ্ভিদের খনিজ লবণের মাত্রা ভিজে , জংলি মৃত্তিকায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেলে হ্রাস পায়।

১৪। পৃথিবীতে আগত সূর্যালোকের কত শতাংশ, উদ্ভিদ তার সালোকসংশ্লেষের প্রক্রিয়ায় কাজ লাগায় ?
উত্তর: পৃথিবীতে আগত সূর্যালোকের ১ শতাংশ উদ্ভিদ তার সালোকসংশ্লেষের প্রক্রিয়ায় কাজ লাগায় ।

১৫। উদ্ভিদের পত্ররন্ধ্রের ক্রিয়াকলাপ কোন মৌলের আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
উত্তর: উদ্ভিদের পত্ররন্ধ্রের ক্রিয়াকলাপ পটাশিয়াম মৌলের আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

১৬। উৎপাদক , হার্বিভোর ও কার্নিভোর- এর সঠিক খাদ্য শৃঙ্খল এর উদাহরণ লেখ ।
উত্তর: উৎপাদক , হার্বিভোর ও কার্নিভোর- এর সঠিক খাদ্য শৃঙ্খল এর উদাহরণ উদ্ভিদ-খরগোস-বাঘ ।

১৭। পিঁপড়ের সারিবদ্ধ চলন কোন জৈববস্তুর ক্ষরণের ফলে সাধিত হয় ?
উত্তর: পিঁপড়ের সারিবদ্ধ চলন ফেরোমেন জৈববস্তুর ক্ষরণের ফলে সাধিত হয়।

১৮। কোন উদ্ভিদের পাতার ঊর্ধ্বত্বকে পত্ররন্ধ্র দেখা যায় ?
উত্তর: পদ্ম পাতার ঊর্ধ্বত্বকে পত্ররন্ধ্র দেখা যায়।

১৯। প্রস্তরীভূত জীবের ছাপ নিয়ে প্রাগৈতিহাসিক জীব সম্পর্কে আলোচনাকে কি বলে ?
উত্তর: প্রস্তরীভূত জীবের ছাপ নিয়ে প্রাগৈতিহাসিক জীব সম্পর্কে আলোচনাকে প্যালিওন্টোলজি বলে ।

২০। কোন উদ্ভিদে অধিমূল দেখা যায় ?
উত্তর: শিমূলে অধিমূল দেখা যায় ।

সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল

General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali

12 thoughts on “RRB Group D Science Question in Bengali Part -1”

  1. Pingback: List of Multipurpose River Schemes-বহুমুখী নদী পরিকল্পনার তালিকা

  2. Pingback: আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তর pdf

  3. Pingback: বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনী তালিকা pdf - lakhya

  4. Pingback: Bharat Ratna Winners list from 1954 to 2024 in Bengali

  5. Pingback: ভারতের ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

  6. Pingback: GK Question in Bengali Page 11 of 200 – lakhya

  7. Pingback: GK Question in Bengali

  8. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-9

  9. Pingback: ভারতের সাধারণজ্ঞান প্রশ্ন ও উত্তর

  10. Pingback: সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

  11. Pingback: Ancient History SAQ Question-প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন

  12. Pingback: ভারতের জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top