Research Institutes In India PDF-ভারতের গবেষণা কেন্দ্রের নাম
প্রিয় পাঠক, আজকের এই পর্বটির [ Research Institutes In India PDF-ভারতের গবেষণা কেন্দ্রের নাম ] মধ্যে ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র ও তাদের অবস্থান সম্পর্কে আলোচনা করলাম। যা রাজ্য ও কেন্দ্রের পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ণ ।
■ ১. ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ ওড়িশার কটকের নিকট বিদ্যাধরপুর গ্রামে।
■ ২. ভারতের চিনি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ কানপুর , উত্তরপ্রদেশ।
■ ৩. ভারতের লিচু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ মুজফফরপুর , উত্তরপ্রদেশ।
■ ৪. ভারতের বার্লি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ কার্নাল , হরিয়ানা।
■ ৫. ভারতের কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ কাসারগড়, কেরালা ( চিকমাগালুর, কর্নাটক )
■ ৬. ভারতের তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ রাজামুন্দ্রি , অন্ধ্রপ্রদেশ।
■ ৭. ভারতের মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ কালিকট , কেরালা ।
■ ৮. জাতীয় কৃষি গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ?
● উত্তরঃ নতুন দিল্লী ।
■ ৯. ভারতের দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ কার্নাল , হরিয়ানা।
■ ১০. ভারতের লাক্ষা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ রাঁচী , ঝাড়খন্ড।
■ ১১. ভারতের আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ সিমলা , হিমাচলপ্রদেশ।
■ ১২. ভারতের কলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ ত্রিচি , তামিলনাড়ু।
■ ১৩. ভারতের আঙ্গুর গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ পুণে , মহারাষ্ট্র।
■ ১৪. ভারতের লেবু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ নাগপুর , মহারাষ্ট্র।
■ ১৫. ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ কোয়েম্বাটুর , তামিলনাড়ু।
■ ১৬. জাতীয় পথ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ নতুন দিল্লী।
■ ১৭. ভারতের উট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ বিকানির , রাজস্থান।
■ ১৮. ভারতের ছাগল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ মকদম , উত্তরপ্রদেশ।
■ ১৯. ভারতের পাম তেল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ পেদাভেগি , অন্ধ্রপ্রদেশ।
■ ২০. ভুট্টা গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ?
● উত্তরঃ নতুন দিল্লী।
■ ২১. ভারতের অর্কিড গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ পাকয়ুং , সিকিম।
■ ২২. ভারতের কোথায় গম গবেষণা কেন্দ্র অবস্থিত ?
● উত্তরঃ পুষা , নতুন দিল্লী।
■ ২৩. ন্যাশনাল বােটানিকেল ইন্সটিটিউট ভারতের কোথায় অবস্থিত ?
● উত্তরঃ লক্ষৌ, উত্তরপ্রদেশ।
■ ২৪. ভারতের কেন্দ্রীয় নারকেল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ কায়ামকুলাম ,কেরল।
■ ২৫. কেন্দ্রীয় চর্ম গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ?
● উত্তরঃ চেন্নাই।
■ ২৬. কেন্দ্রীয় খনি গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ?
● উত্তরঃ ধানবাদ , রাঁচী।
■ ২৭. ভারতের ঘােড়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ হিসাব , হরিয়ানা।
■ ২৮. ভারতের শাক – সবজি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ বারাণসী , উত্তরপ্রদেশ।
■ ২৯. বেদানা গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ?
● উত্তরঃ সােলাপুর , মহারাষ্ট্র।
■ ৩০. ভারতের কেন্দ্রীয় বীজ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ উত্তরপ্রদেশ।
■ ৩১. ভারতের সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?
● উত্তরঃ রুরকি , উত্তরাখন্ড।
■ ৩২. শুকর গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ?
● উত্তরঃ গুয়াহাটি , আসাম।
■ ৩৩. ভারতের মহিষ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ হিসার , হরিয়ানা।
■ ৩৪. ভারতের ডাল জাতীয় শস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ কানপুর।
■ ৩৫. ভারতের মিলেট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ হায়দ্রাবাদ।
■ ৩৬. ভারতের সিল্ক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ মাইশাের, কর্ণাটকা।
■ ৩৭. ভারতের পােলট্রি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃব্যাঙ্গালুরু ,কর্ণাটকা।
■ ৩৮. ভারতের মৌমাছি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ পুণে , মহারাষ্ট্র।
■ ৩৯. ভারতীয় ক্যান্সার গবেষণা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
● উত্তরঃ মুম্বাই।
■ ৪০. ভারতের টিবি গবেষণা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
● উত্তরঃ বেঙ্গালুরু।
■ ৪১. ভারতের কোন রাজ্যে ম্যালেরিয়া গবেষণা কেন্দ্র রয়েছে ?
● উত্তরঃ নতুন দিল্লী।
■ ৪২. ন্যাশানাল ইন্সটিটিউট অফ ওসেনােগ্রাফি ভারতের কোথায় অবস্থিত ?
● উত্তরঃ পানাজি , গােয়া।
■ ৪৩. রমন রিসার্চ ইন্সটিটিউট ভারতের কোথায় অবস্থিত ?
● উত্তরঃ বেঙ্গালুরু।
■ ৪৪. ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ দেরদুন, উত্তরাখন্ড।
■ ৪৫. মৎস্য গবেষণাগার ভারতের কোথায় অবস্থিত ?
● উত্তরঃ জুনপুট , পশ্চিমবঙ্গ।
■ ৪৬. ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত ?
● উত্তরঃ কাসারগড়, কেরালা।
■ ৪৭. ভারতের মৃৎশিল্প গবেষণাগার কোথায় অবস্থিত ?
● উত্তরঃ যাদবপুর, পশ্চিমবঙ্গ।
■ ৪৮. ভারতের কেন্দ্রীয় বলবিদ্যা পূর্ত গবেষণাগার কোথায় অবস্থিত ?
● উত্তরঃ দূর্গাপুর , পশ্চিমবঙ্গ।
■ ৪৯. ভারতের কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ ব্যারাকপুর , পশ্চিমবঙ্গ।
■ ৫০. ভারতের কেন্দ্রীয় পাট প্রযুক্তি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ কোলকাতা , পশ্চিমবঙ্গ।
■ ৫১. কেন্দ্রীয় ঔষধ গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ?
● উত্তরঃ দিল্লী।
■ ৫২. কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ?
● উত্তরঃ নাগপুর , মহারাষ্ট্র।
■ ৫৩. ভারতের কেন্দ্রীয় মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ থুম্বা , কেরালা।
■ ৫৪. ভারতের জ্যোতিবিজ্ঞান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
● উত্তরঃ উজ্জয়িনী , হায়দ্রাবাদ।
■ ৫৫. ভারতের জাহাজ গবেষণাগার কোথায় অবস্থিত ?
● উত্তরঃ চেন্নাই ,তামিলনাড়ু।
■ ৫৬. ভারতের পেট্রোলিয়াম গবেষণাগার কোথায় অবস্থিত ?
● উত্তরঃ দেরদুন , উত্তরাখন্ড।
■ ৫৭. ভারতের কেন্দ্রীয় আখ গবেষণাগার কোথায় অবস্থিত ?
● উত্তরঃ লক্ষৌ, উত্তরপ্রদেশ।
■ ৫৮. কেন্দ্রীয় ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত ?
● উত্তরঃ লক্ষৌ, উত্তরপ্রদেশ।
■ ৫৯. ভারতের মরুভূমি গবেষণাগার কোথায় অবস্থিত ?
● উত্তরঃ যোধপুর , রাজস্থান।
■ ৬০. ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত ?
● উত্তরঃ দেরদুন, উত্তরাখন্ড।
গুরুত্বপূর্ণ কিছু Article
ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা
[ Research Institutes In India PDF-ভারতের গবেষণা কেন্দ্রের নাম ] এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
ভারতের গবেষণা কেন্দ্রের তালিকা ডাউনলোড লিংক
Name : Research Institutes In India PDF-ভারতের গবেষণা কেন্দ্রের নাম
Language : Bengali
Size : 742 KB
No of Page : 08
Download Link : Click Here For Download