সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
সূচিপত্র
show
প্রিয় পাঠক, আজকের এই পর্বটির [ সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF ] মধ্যে গ্রহ ও সৌরজগত সম্পর্কে গুরুত্বপূর্ণ ৪০টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম। যা রাজ্য ও কেন্দ্রের পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ণ ।
সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন তালিকা আকারে
সৌরজগতের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |
---|
1. সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি ? উত্তর: সৌরজগতের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি। |
2. সৌরজগতের বাইরের উজ্জলতম নক্ষত্র এর নাম কি ? উত্তর: সৌরজগতের বাইরের উজ্জলতম নক্ষত্র হল সিরিয়াস ( অপর নাম ডগ ষ্টার )। |
3. পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় ? উত্তর: পৃথিবীর যমজ গ্রহ শুক্র কে বলা হয়। |
4.”গ্রেট রেড স্পট” দেখা যায় কোন গ্রহতে ? উত্তর: গ্রেট রেড স্পট দেখা যায় বৃহস্পতি গ্রহতে । |
5. কোন কোন গ্রহে বলয় দেখা যায় ? উত্তর: বৃহস্পতি, শনি , ইউরেনাস , নেপচুন গ্রহে বলয় দেখা যায়। |
6. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি ? উত্তর: পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ । |
7. মঙ্গলের উপগ্রহ দুটি কি কি ? উত্তর: মঙ্গলের উপগ্রহ দুটি হল ফোবোস ও ডিমোস। |
8. কোন গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমন কাল প্রায় সমান ? উত্তর: শুক্র গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমন কাল প্রায় সমান। |
9. কোন গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান ? উত্তর: মঙ্গল গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান। |
10. কোন কোন গ্রহকে অন্তঃস্থগ্রহ বলা হয় ? উত্তর: বুধ , শুক্র , পৃথিবী, মঙ্গল গ্রহকে অন্তঃস্থগ্রহ বলা হয়। |
11. কোন কোন গ্রহকে বহিঃস্থগ্রহ বলা হয় ? উত্তর: বৃহস্পতি , শনি , ইউরেনাস , নেপচুন গ্রহকে বহিঃস্থগ্রহ বলা হয়। |
12. বহিঃস্থ যমজ গ্রহ কাকে বলা হয় ? উত্তর: ইউরেনাস এবং নেপচুন বহিঃস্থ যমজ গ্রহ বলা হয় । |
13. কোন দুটি গ্রহের মধ্যে গ্রহাণুপুঞ্জ অবস্থিত ? উত্তর: মঙ্গল ও বৃহস্পতি মধ্যে গ্রহাণুপুঞ্জ অবস্থিত। |
14. সৌরজগতের সবচেয়ে বড়ো উপগ্রহ কোনটি ? উত্তর: সৌরজগতের সবচেয়ে বড়ো উপগ্রহ গ্যানিমিড ( বৃহস্পতির উপগ্রহ )। |
15. কোন গ্রহে বরফের আচ্ছাদন দেখা যায় ? উত্তর: পৃথিবী ও বৃহস্পতি গ্রহে বরফের আচ্ছাদন দেখা যায়। |
16. শনির সবচেয়ে বড়ো উপগ্রহ কোনটি ? উত্তর: শনির সবচেয়ে বড়ো উপগ্রহ টাইটান । |
17. কোন গ্রহের বায়ুমণ্ডলের মধ্যে অধিকাংশই কার্বন ডাইঅক্সাইড থাকে ? উত্তর: শুক্র ( প্রায় ৯৬.৫ ) এর বায়ুমণ্ডলের মধ্যে অধিকাংশই কার্বন ডাইঅক্সাইড থাকে। |
18. গ্যালিলিওর উপগ্রহ গুলি কি কি ? উত্তর: গ্যালিলিওর উপগ্রহ গুলি হল লো , ইউল্লাপ , গ্যানিমিড , ক্যালিস্টো। |
19. কোন উপগ্রহের পৃথিবীর মত বায়ুমন্ডল রয়েছে ? উত্তর: টাইটানের পৃথিবীর মত বায়ুমন্ডল রয়েছে। |
20. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি ? উত্তর: সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হল বুধ । |
21. কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে ? উত্তর: বৃহস্পতি ( 67 টি উপগ্রহ ) সর্বাধিক উপগ্রহ রয়েছে। |
22. কোন গ্রহ সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে ? উত্তর: বুধ গ্রহ সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে। |
23. কোন গ্রহ দ্রততম আবর্তন করতে পারে ? উত্তর: বৃহস্পতি দ্রততম আবর্তন করতে পারে। |
24. কোন গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে ? উত্তর: শুক্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। |
25. কোন গ্রহে “প্লেট ব্ল্যাক স্পট ” দেখা যায় ? উত্তর: নেপচুনে “প্লেট ব্ল্যাক স্পট ” দেখা যায়। |
26. সূর্য পরিক্রমের ক্ষেত্রে কোন গ্রহ ধীরতম ? উত্তর: সূর্য পরিক্রমের ক্ষেত্রে ধীরতম নেপচুন । |
27. আবর্তনের দিক থেকে কোন গ্রহ ধীরতম ? উত্তর: আবর্তনের দিক থেকে শুক্র ধীরতম । |
28. চাঁদের মতো গহবরময় পৃষ্ঠ কোন গ্রহের ? উত্তর: চাঁদের মতো গহবরময় পৃষ্ঠ বুধ । |
29. মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গ কোনটি ? উত্তর: মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গ হল অলিম্পাস মনস ( মাউন্ট এভারেস্টের উচ্চতার 3 গুন )। |
30. কোনটি সূর্যের থেকে বৃহদাকার নক্ষত্র ? উত্তর: নিউট্রন স্টার অথবা পালসার হল সূর্যের থেকে বৃহদাকার নক্ষত্র। |
31. চাঁদ-সংক্রান্ত গবেষনাকে কি বলা হয় ? উত্তর: চাঁদ-সংক্রান্ত গবেষনাকে সেলেনোলজি বলা হয়। |
32. সৌরজগত কোন ছায়া পথের অন্তর্গত হয় ? উত্তর: সৌরজগত আকাশগঙ্গা ছায়া পথের অন্তর্গত হয়। |
33. সূর্যের তাপ শক্তির উত্স কি ? উত্তর: সূর্যের তাপ শক্তির উত্স হল নিউক্লিও সংযোজন। |
34. শিতলতম গ্রহ কাকে বলে ? উত্তর: নেপচুনকে শিতলতম গ্রহ বলে । |
35. সবুজ গ্রহ কাকে বলা হয় ? উত্তর: ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। |
36. লাল গ্রহ কাকে বলা হয় ? উত্তর: মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। |
37. লালচে বাদামি নামে পরিচিত কোন গ্রহ ? উত্তর: লালচে বাদামি নামে পরিচিত মঙ্গল গ্রহ। |
38. দৈত্য গ্রহ নামে পরিচিত কোন গ্রহ ? উত্তর: বৃহস্পতি দৈত্য গ্রহ নামে পরিচিত। |
39. কমল ও সাদা ব্রান্ড নামেও পরিচিত কোন গ্রহ ? উত্তর: বৃহস্পতি কমল ও সাদা ব্রান্ড নামেও পরিচিত। |
40. শুকতারা বা সন্ধ্যা তারা বলা হয় কোন গ্রহ কে ? উত্তর: শুক্রকে শুকতারা বা সন্ধ্যা তারা বলা হয়। |
41. নীল গ্রহ কাকে বলা হয় ? উত্তর: পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। |
চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু Article
ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা
এই পর্বটি [ সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF ] আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF ডাউনলোড লিংক
Name : সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
Language : Bengali
Size : 498KB
No of Page : 04
Download Link : Click Here For Download