সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

প্রিয় পাঠক, আজকের এই পর্বটির [ সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF ] মধ্যে গ্রহ ও সৌরজগত সম্পর্কে গুরুত্বপূর্ণ ৪০টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম। যা রাজ্য ও কেন্দ্রের পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ণ ।

সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন তালিকা আকারে

সৌরজগতের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
1. সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি ?
উত্তর: সৌরজগতের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি
2. সৌরজগতের বাইরের উজ্জলতম নক্ষত্র এর নাম কি ?
উত্তর: সৌরজগতের বাইরের উজ্জলতম নক্ষত্র হল সিরিয়াস ( অপর নাম ডগ ষ্টার )
3. পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় ?
উত্তর: পৃথিবীর যমজ গ্রহ শুক্র কে বলা হয়।
4.”গ্রেট রেড স্পট” দেখা যায় কোন গ্রহতে ? 
উত্তর: গ্রেট রেড স্পট দেখা যায় বৃহস্পতি গ্রহতে ।
5. কোন কোন গ্রহে বলয় দেখা যায় ?
উত্তর: বৃহস্পতি, শনি , ইউরেনাস , নেপচুন গ্রহে বলয় দেখা যায়।
6. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি ?
উত্তর: পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ 
7. মঙ্গলের উপগ্রহ দুটি কি কি ?
উত্তর: মঙ্গলের উপগ্রহ দুটি হল ফোবোস ও ডিমোস
8. কোন গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমন কাল প্রায় সমান ?
উত্তর: শুক্র গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমন কাল প্রায় সমান।
 9. কোন গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান ?
উত্তর: মঙ্গল গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান।
10. কোন কোন গ্রহকে অন্তঃস্থগ্রহ বলা হয়  ?
উত্তর: বুধ , শুক্র , পৃথিবী, মঙ্গল গ্রহকে অন্তঃস্থগ্রহ বলা হয়।
11. কোন কোন গ্রহকে বহিঃস্থগ্রহ বলা হয় ?  
উত্তর: বৃহস্পতি , শনি , ইউরেনাস , নেপচুন গ্রহকে বহিঃস্থগ্রহ বলা হয়।
12. বহিঃস্থ যমজ গ্রহ কাকে বলা হয় ?
উত্তর: ইউরেনাস এবং নেপচুন বহিঃস্থ যমজ গ্রহ বলা হয় ।
13. কোন দুটি গ্রহের মধ্যে গ্রহাণুপুঞ্জ অবস্থিত ?  
উত্তর: মঙ্গল ও বৃহস্পতি মধ্যে গ্রহাণুপুঞ্জ অবস্থিত।
14. সৌরজগতের সবচেয়ে বড়ো উপগ্রহ কোনটি ?
উত্তর: সৌরজগতের সবচেয়ে বড়ো উপগ্রহ গ্যানিমিড  ( বৃহস্পতির উপগ্রহ )
15. কোন গ্রহে বরফের আচ্ছাদন দেখা যায় ?
উত্তর: পৃথিবী ও বৃহস্পতি গ্রহে বরফের আচ্ছাদন দেখা যায়।
16. শনির সবচেয়ে বড়ো উপগ্রহ কোনটি ?
উত্তর: শনির সবচেয়ে বড়ো উপগ্রহ টাইটান 
17. কোন গ্রহের বায়ুমণ্ডলের মধ্যে অধিকাংশই কার্বন ডাইঅক্সাইড থাকে ?
উত্তর: শুক্র ( প্রায় ৯৬.৫ ) এর বায়ুমণ্ডলের মধ্যে অধিকাংশই কার্বন ডাইঅক্সাইড থাকে।
18. গ্যালিলিওর উপগ্রহ গুলি কি কি ?
উত্তর: গ্যালিলিওর উপগ্রহ গুলি হল লো , ইউল্লাপ , গ্যানিমিড , ক্যালিস্টো
19. কোন উপগ্রহের পৃথিবীর মত বায়ুমন্ডল রয়েছে ?
উত্তর: টাইটানের পৃথিবীর মত বায়ুমন্ডল রয়েছে।
20. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি ?
উত্তর: সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হল বুধ 
21. কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে ?
উত্তর: বৃহস্পতি ( 67 টি উপগ্রহ ) সর্বাধিক উপগ্রহ রয়েছে।
22. কোন গ্রহ সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে ?
উত্তর: বুধ গ্রহ সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে।
23. কোন গ্রহ দ্রততম আবর্তন করতে পারে ?
উত্তর: বৃহস্পতি দ্রততম আবর্তন করতে পারে।
24. কোন গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে ?
উত্তর: শুক্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে।
25.  কোন গ্রহে “প্লেট ব্ল্যাক স্পট ” দেখা যায় ?
উত্তর: নেপচুনে “প্লেট ব্ল্যাক স্পট ” দেখা যায়।
26. সূর্য পরিক্রমের ক্ষেত্রে কোন গ্রহ ধীরতম ?
উত্তর: সূর্য পরিক্রমের ক্ষেত্রে ধীরতম নেপচুন 
27. আবর্তনের দিক থেকে কোন গ্রহ ধীরতম ?
উত্তর: আবর্তনের দিক থেকে শুক্র ধীরতম ।
28. চাঁদের মতো গহবরময় পৃষ্ঠ কোন গ্রহের ?
উত্তর: চাঁদের মতো গহবরময় পৃষ্ঠ বুধ 
29. মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গ কোনটি ?
উত্তর: মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গ হল অলিম্পাস মনস ( মাউন্ট এভারেস্টের উচ্চতার 3 গুন )
30. কোনটি সূর্যের থেকে বৃহদাকার নক্ষত্র ?
উত্তর: নিউট্রন স্টার অথবা পালসার হল সূর্যের থেকে বৃহদাকার নক্ষত্র।
31. চাঁদ-সংক্রান্ত গবেষনাকে কি বলা হয় ?
উত্তর: চাঁদ-সংক্রান্ত গবেষনাকে সেলেনোলজি বলা হয়।
32. সৌরজগত কোন ছায়া পথের অন্তর্গত হয় ?
উত্তর: সৌরজগত আকাশগঙ্গা ছায়া পথের অন্তর্গত হয়।
33. সূর্যের তাপ শক্তির উত্স কি ?
উত্তর: সূর্যের তাপ শক্তির উত্স হল নিউক্লিও সংযোজন
34. শিতলতম গ্রহ কাকে বলে ?
উত্তর: নেপচুনকে শিতলতম গ্রহ বলে ।
35. সবুজ গ্রহ কাকে বলা হয় ?
উত্তর: ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ।
36. লাল গ্রহ কাকে বলা হয় ?
উত্তর: মঙ্গলকে লাল গ্রহ বলা হয়।
37. লালচে বাদামি নামে পরিচিত কোন গ্রহ ?
উত্তর: লালচে বাদামি নামে পরিচিত মঙ্গল গ্রহ।
38. দৈত্য গ্রহ নামে পরিচিত কোন গ্রহ ?
উত্তর: বৃহস্পতি দৈত্য গ্রহ নামে পরিচিত।
39. কমল ও সাদা ব্রান্ড নামেও পরিচিত কোন গ্রহ ?
উত্তর: বৃহস্পতি কমল ও সাদা ব্রান্ড নামেও পরিচিত।
40. শুকতারা বা সন্ধ্যা তারা বলা হয় কোন গ্রহ কে ?
উত্তর: শুক্রকে শুকতারা বা সন্ধ্যা তারা বলা হয়।
41. নীল গ্রহ কাকে বলা হয় ?
উত্তর: পৃথিবীকে নীল গ্রহ বলা হয়।
Objective Question Answer for Solar System In Bengali

চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু Article

ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা

এই পর্বটি [ সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF ] আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF ডাউনলোড লিংক

Name : সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
Language : Bengali
Size : 498KB
No of Page : 04
Download Link : Click Here For Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top