ভারতের ভাইসরয়দের তালিকা

ভারতের ভাইসরয়দের তালিকা

ভারতের ভাইসরয়দের তালিকা

প্রিয় পাঠক,আজকের এই পর্বটির (ভারতের ভাইসরয়দের তালিকা ) মধ্যে রয়েছে ভারতের সমস্ত ভাইসরয়দের নাম এবং তাদের উল্লেখযোগ্য ঘটনাবলি। যা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

ভারতের ভাইসরয়গণদের তালিকা

ভাইসরয় সময়কাল উল্লেখযোগ্য ঘটনাবলি
1. লর্ড ক্যানিং 1858-62 খ্রি.1. নীল বিদ্রোহ (1859 খ্রি.)
2. ইন্ডিয়ান কাউন্সিলস্ অ্যাক্ট পাশ (1861 খ্রি.)
3. কলকাতা , চেন্নাই , বোম্বে হাইকোর্ট প্রতিষ্ঠা (1862 খ্রি.)
( ইনি গভর্নমেন্ট অব্ ইন্ডিয়া অ্যাক্ট , 1858 অনুসারে ভারতের প্রথম ভাইসরয় হন )
2. লর্ড এলগিন 1862-63 খ্রি.ওয়াহাবি আন্দোলন
3. জন লরেন্স1864-69 খ্রি.1. ইউরোপের সঙ্গে ভারতের টেলিগ্রাফ সংযোগ
2. ভারতে বন দফতর স্থাপন
4. লর্ড মেয়ো 1869-72 খ্রি.1. আর্থিক বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া শুরু
2. স্ট্যাটিসটিকাল সার্ভে অব ইন্ডিয়ার প্রতিষ্ঠা
3. ভারতের প্রথম আদমশুমারি (1871 খ্রি.)
4. লর্ড মেয়ো ভারতের একমাত্র ভাইসরয় যিনি তাঁর কার্যকালে খুন হন
5. লর্ড নর্থব্রুক1872-76 খ্রি. 1. পাঞ্জাবের কুকা আন্দোলন
2. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন (1876 খ্র.)
6. লর্ড লিটন 1876-80 খ্রি.1. দিল্লি দরবার প্রতিষ্ঠা (1877 খ্রি.) এবং মহারানি ভিক্টোরিয়ার কাইজার-ই-হিন্দ উপাধি
2. অস্ত্র আইন (1878 খ্রি.)
3. মাতৃভাষা সংবাদপত্ৰ আইন (1878)
7. লর্ড রিপন 1880-84 খ্রি.1. প্রথম ফ্যাক্টরি আইন পেশ (1881 খ্রি.)
2. প্রথম সরকারি জনগণনা (1881 খ্রি.)
3. মাতৃভাষায় সংবাদপত্র আইন রদ (1881 খ্রি.)
4. স্থানীয় স্বশাসন আইন (1882 খ্রি.)
5. হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ (1882 খ্রি.)
6. ইলবার্ট বিল পেশ, পরে প্রত্যাহার (1883 খ্রি.)
8. লর্ড ডাফরিন 1884-88 খ্রি. ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা (1885 খ্রি.)
9. লর্ড ল্যান্সডাউন 1888-94 খ্রি. 1. দ্বিতীয় ফ্যাক্টরি আইন (1891 খ্রি.) পেশ
2. ইম্পিরিয়াল , প্রভিনশিয়াল ও সাবোর্ডিনেট- এই গুটি ভাগে সিভিল সার্ভিসের বিভাগ
3 ইন্ডিয়ান কাউন্সিলস্ অ্যাক্ট (1892 খ্রি.) পাশ
4. ব্রিটিশ শাসিত ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমা নির্ধারণকারী ডুরাল্ড লাইন নির্দেশ (1893 খ্রি.)
10. দ্বিতীয় লর্ড এলগিন1894-99 খ্রি.1. ভারতে দুর্ভিক্ষ (1896-97 খ্রি.),
2. লায়াল কমিশন নিয়োগ, ও চাপেকার ভ্রাতৃদ্বয়ের হাতে র‍্যান্ড ও আয়ার্স্টের মৃত্যু
11. লর্ড কার্জন1899-1905 খ্রি.1.ভারতীয় মুদ্রা ও কারেন্সি নোট আইন (1899 খ্রি.)
2 উত্তর – পশ্চিম সীমান্ত প্রদেশ গঠন (1901 খ্রি.)
3. স্যার অ্যান্ড্রু ফ্রেজারের নেতৃত্বে পুলিশ কমিশন নিয়োগ (1902 খ্রি.)
4. ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন (1904 খ্রি.)
5. প্রাচীন মনুমেন্ট সংরক্ষণ আইন ( 1904 খ্রি.)
6. ইয়ং হাজবেন্ড মিশন – তিব্বত অভিযান (1904 খ্রি.)
7. বঙ্গভঙ্গ (1905 খ্রি.)
12. দ্বিতীয় লর্ড মিন্টো1905-10 খ্রি.1. ঢাকায় আগা খানের নেতৃত্বে মুসলিম লিগ গঠন (1906 খ্রি.)
2. ইন্ডিয়ান কাউন্সিলস্ অ্যাক্ট অথবা মলে-মিন্টো সংস্কার (1909 খ্রি.)
13. দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ1910-16 খ্রি.1. বঙ্গভঙ্গ রদ (1911 খ্রি.)
2. পঞ্চম জর্জ ও রানি মেরির ভারতে আগমন (দিল্লি দরবার, 1911 খ্রি.)
3. কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর (1911 খ্রি.)
4. 1911 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর রাসবিহারী বসু ও বসন্ত বিশ্বাস দিল্লির চাঁদনি চকে তাকে লক্ষ্য করে বোমা ছোঁড়েন ।
14. লর্ড চেম্সফোর্ড1916-21 খ্রি.1. বাল গঙ্গাধর তিলক কর্তৃক অল ইন্ডিয়া হোমরুল লিগ ও অ্যানি বেসান্ত দ্বারা হোমরুল লিগ প্রতিষ্ঠা (1916 খ্রি.)
2. গান্ধিজির চম্পারণ সত্যাগ্রহ (1917 খ্রি.)
3. গভর্নমেন্ট অব্ ইন্ডিয়া অ্যাক্ট অথবা মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার (1919 খ্রি.)
4. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (1919 খ্রি.)
5. রাওলাট আইন (1919 খ্রি.)
6. তৃতীয় ইঙ্গ – আফগান যুদ্ধ (1919 খ্রি.)
7. খিলাফৎ আন্দোলনের সূচনা (1919 খ্রি.)
8. অসহযোগ আন্দোলনের সূচনা (1920 খ্রি.)
15. লর্ড রিডিং1921-26 খ্রি.1. চৌরিচৌরার ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার (1922 খ্রি.)
2. কাকোরি ট্রেন ডাকাতি (1925 খ্রি.)
3. কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির কাজকর্মের সূচনা (1925 খ্রি.)
4. নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ( RSS ) প্রতিষ্ঠা (1925 খ্রি.)
16. লর্ড আরউইন1926-31 খ্রি.1. ইংল্যান্ডে সাইমন কমিশন গঠন ( 1927 খ্রি . ) ও ভারতে আগমন (1928 খ্রি.)
2. বাটলার কমিটি নিয়োগ (1927 খ্রি.)
3. মোতিলাল নেহরু কর্তৃক নেহরু রিপোর্ট (1928 খ্রি.) পেশ
4. ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত কর্তৃক কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপণ ( 1929 খ্রি.)
5. জিন্নার 14 দফা দাবি পেশ (1929 খ্রি.)
6. কংগ্রেসের লাহোর অধিবেশন —পূর্ণ স্বরাজের দাবি (1929 খ্রি.)
7. আইন অমান্য আন্দোলন (1930 খ্রি.)
8. ডান্ডি অভিযান (1930 খ্রি.)
9. প্রথম গোলটেবিল বৈঠক (1930 খ্রি.)
10. সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন (1930 খ্রি.)
11. প্রথম স্বাধীনতা দিবস পালন (26 জানুয়ারি, 1930 খ্রি.)
12. দ্বিতীয় গোলটেবিল বৈঠক—গান্ধি আরউইন চুক্তি (1931 খ্রি.)
17. লর্ড উইলিংডন1931-36 খ্রি.1. র‍্যামসে ম্যাকডোনাল্ড কর্তৃক সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা (1932 খ্রি.)
2. পুনা চুক্তি (1932 খ্রি.)
3. তৃতীয় গোলটেবিল বৈঠক (1932 খ্রি.)
4. ভারত শাসন আইন, 1935 (সাইমন কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে)
18. লর্ড লিনলিথগো1936-43 খ্রি.1. কংগ্রেসের সাথে কোনো রকম আলোচনা না করে ভারতবর্ষের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে (1939-45 খ্রি.) যুদ্ধরত দেশ হিসেবে ঘোষণার ফলে কংগ্রেস কার্যনির্বাহক সমিতি কর্তৃক সকল প্রদেশের কংগ্রেসি মন্ত্রীসভাগুলিকে পদত্যাগের নির্দেশ জারি (1939 খ্রি.)
2. জিন্নার নির্দেশে উল্লসিত মুসলিম লিগ কর্তৃক 22 ডিসেম্বর দিনটিকে কংগ্রেসের শাসন থেকে মুক্তির দিবস হিসেবে উদযাপন (1939 খ্রি.)
3. মুসলিম লিগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গ্রহণ (1940 খ্রি.)
4. কংগ্রেসের একক সত্যাগ্রহ আন্দোলন (1940 খ্রি.)
5. ক্রিপস মিশন (1942 খ্রি.)
6. ভারত ছাড়ো আন্দোলন (1942 খ্রি.)
7. রাজাগোপালাচারি ফর্মুলা প্রকাশ
19. লর্ড ওয়াভেল1943-47 খ্রি.1. সিমলা অধিবেশন ও ওয়াভেল প্ল্যানের ব্যর্থতা (1945 খ্রি.)
2. নৌ বিদ্রোহ (1946 খ্রি.)
3. গান্ধি ও জিন্নার মধ্যে সি আর ফর্মুলা আলোচনা এবং তার ব্যর্থতা (1944 খ্রি.)
4. নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন (2 সেপ্টেম্বর, 1946 খ্রি.)
5. ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কর্তৃক 1948 খ্রি. -এর 30 জুনের মধ্যে ভারতকে স্বাধীনতা দেওয়ার ঘোষণা
20. লর্ড মাউন্টব্যাটেন(ফেব্রুয়ারি,1947-আগস্ট, 1947 খ্রি.)1947 খ্রিস্টাব্দের মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে 15 আগস্টের মধ্যে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার ঘোষণা (লর্ড মাউন্টব্যাটেন পরাধীন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল)
 List of Viceroys in India in Bengali

সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল

ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা

এই পর্বটি [ ভারতের ভাইসরয়দের তালিকা ] আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top