List of Multipurpose River Schemes-বহুমুখী নদী পরিকল্পনার তালিকা

বহুমুখী নদী পরিকল্পনার তালিকা

বহুমুখী নদী পরিকল্পনার তালিকা

প্রিয় পাঠক, আজকের এই পর্বটির [ বহুমুখী নদী পরিকল্পনার তালিকা ] মধ্যে ভারতের বিভিন্ন নদীর ওপর অবস্থিত প্রকল্প সম্পর্কে আলোচনা করলাম। যা রাজ্য ও কেন্দ্রের পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ণ ।

ভারতের বহুমুখী নদী পরিকল্পনার তালিকা

প্রকল্পের নামনদীরাজ্যের নাম
নাগার্জুন সাগরকৃষ্ণা অন্ধ্রপ্রদেশ , তেলেঙ্গানা
তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা অন্ধ্র ও কর্ণাটক
শ্রীশৈলম প্রকল্পকৃষ্ণা অন্ধ্রপ্রদেশ
মেটুর প্রকল্প ও কৃষ্ণ সাগর বাঁধকাবেরী তামিলনাড়ু
শিবসমুদ্রম প্রকল্প ( কৃষ্ণরাজ সাগর বাঁধ )কাবেরী কর্ণাটক
পুচাস্পদ প্রকল্প গোদাবরী তেলেঙ্গানা
কুণ্ডা প্রকল্পকুণ্ডা তামিলনাড়ু
পাপানসাম প্রকল্পতাম্বিরা পরানী নদী তামিলনাড়ু
মাটাটিল্লা বেতোয়া মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ
গণ্ডকগণ্ডকবিহার ও উত্তরপ্রদেশ
কোশী কোশী বিহার
সালাল চন্দ্রভাগা জম্মু ও কাশ্মীর
চম্বল প্রকল্প চম্বল মধ্যপ্রদেশ ও রাজস্থান
নর্মদা প্রকল্পনর্মদা মধ্যপ্রদেশ
হিরাকুঁদ বাঁধ মহানদী ওডিশা
ভাকরা নাঙ্গাল প্রকল্পশতদ্রুহিমাচল প্রদেশ
উকাই ও কাঁকড়াপাড়া তাণ্ডী গুজরাট
রামগঙ্গা প্রকল্পরামগঙ্গাউত্তরপ্রদেশ
কয়না প্রকল্পকয়নামহারাষ্ট্র
ফারাক্কা প্রকল্পগঙ্গা ও ভাগীরথীপশ্চিমবঙ্গ
সারাবতী বাঁধসারাবতী কর্ণাটক
ইদুক্কি প্রকল্প পেরিয়ারকেরলা
কাকি পম্বাকেরলা
পেরুভারিপল্লামপেরুভারিপল্লামকেরলা
উচ্চ কৃষ্ণা প্রকল্প কৃষ্ণাকর্ণাটক
মহাত্মাগান্ধী সরাবতী কর্ণাটক
ঘাটপ্রভা প্রকল্প ঘাটপ্রভা অন্ধ্র ও কর্ণাটক
মুচকুণ্ড প্রকল্পমুচকুণ্ডঅন্ধ্র ও ওডিশা
নিজাম সাগর মঞ্জীরাতেলেঙ্গানা ও কর্ণাটক
ময়ূরাক্ষী ময়ূরাক্ষীপশ্চিমবঙ্গ
ম্যাসেঞ্জার বাঁধময়ূরাক্ষী পশ্চিমবঙ্গ
দামোদর প্রকল্প দামোদরপশ্চিমবঙ্গ
চুখা প্রকল্প ওয়াংচুভূটান
তেহরি প্রকল্পভাগীরথীউত্তরাঞ্চল
সুবর্ণরেখা প্রকল্পসুবর্ণরেখাঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ
নাপথা ঝাঁকড়ি প্রকল্প শতদ্রু হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানা
বিপাশা প্রকল্প বিপাশা পাঞ্জাব, হরিয়ানা
ধুলাস্তি প্রকল্পচন্দ্রভাগাজম্মু ও কাশ্মীর
তুলবুল বিতস্তাজম্মু ও কাশ্মীর
থেইন জলাধার প্রকল্প ইরাবতীপাঞ্জাব
জয়কালি প্রকল্প গোদাবরীমহারাষ্ট্র
ভীমা প্রকল্পভীমামহারাষ্ট্র
রিহান্দ প্রকল্প রিহান্দউত্তরপ্রদেশ
লোকটাক প্রকল্প লোকটাক হ্রদ মণিপুর
প্রভাতী প্রকল্পপ্রভাতীহিমাচল প্রদেশ
টঙ্কপুর প্রকল্প মহাকালী ভারত ও নেপাল
List of Multipurpose River Schemes in Bengali

ভারতের ভাকরা নাঙ্গাল পরিকল্পনা

√ ভারতের বৃহত্তম নদী উন্নয়ন পরিকল্পনা ।
√ পাঞ্জাব , হরিয়ানা , রাজস্থান- 1948 সালে শতদ্রু নদীর উপর এই পরিকল্পনা গড়ে তোলা হয় ।
√ ভাকরা বাঁধ ( শতদ্রু নদীর উপর ) —পৃথিবীর সর্বোচ্চ খাড়া পাড় বাঁধ ( 226 মিটার উঁচু ) ।
√ এই প্রকল্পের আওতায় ভারতের মধ্যে সবচেয়ে বেশি সেচযোগ্য জমি রয়েছে ।
√ গোবিন্দ সাগর জলাধার শতদ্রুতে নির্মিত ( হিমাচল প্রদেশ ) ।

ভারতের হীরাকুঁদ বা মহানদী পরিকল্পনা

√ ওড়িশাতে মহানদীর উপর অবস্থিত ।
√ হীরাকুঁদ ভারতের দীর্ঘতম এবং পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী পরিকল্পনা ।
√ এই পরিকল্পনায় হীরাকুঁদ , টিকিয়াপাড়া ও নারাজ নামক স্থানে সেচবাঁধ নির্মাণ করা হয়েছে । সম্বলপুর খাল , বারাগড় খাল ও সমনখাল এই পরিকল্পনায় তৈরি করা হয়েছে ।
√ ময়ূরাক্ষী নদীর উপর ঝাড়খণ্ডে ম্যাসেঞ্জোরের বাঁধটি ‘ কানাড়া বাঁধ ‘ নামে পরিচিত ।
√ কংসাবতী ও তার উপনদী কুমারী নদীর সঙ্গমস্থলে বাঁকুড়ার অম্বিকানগরে বাঁধ , মুকুটমণিপুরে বাঁধ নির্মাণ করা হয়েছে ।
√ পৃথিবীর উচ্চতম সেচ বাঁধ রাশিয়ার নকরেক ( 300 মিটার ) ।
√ পৃথিবীর দীর্ঘতম বাঁধ দক্ষিণ আমেরিকার পারানা নদীতে ইয়াসিরিটা অ্যাপাইপ ( 7 কিমি . ) ।
√ পৃথিবীর বৃহত্তম বাঁধ গ্রান্ডকুলি ।
√ গান্ধীসাগর জলাধার — চম্বল নদীতে ( মধ্যপ্রদেশ ) ।
√ রাণাপ্রতাপ সাগর ও জহর সাগর / কোটা বাঁধ চম্বল নদীতে ( রাজস্থান ) ।
√ গোবিন্দ বল্লভ পন্থ সাগর— রিহান্দ নদীতে — উত্তরপ্রদেশ । ( ভারতের বৃহত্তম জলাধার ) ।
√ কৃষ্ণরাজ সাগর – কাবেরী – শিবসমুদ্রম প্রকল্প – কর্ণাটক ।
√ ভারতের দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধি খাল / সারদা খাল ।
√ কাঁকরাপাড়া প্রকল্পের জলধারার নাম উকাই , তাপ্তি নদীতে অবস্থিত ( গুজরাট ) ।

ভারতের বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কিত প্রশ্ন উত্তর

ভাকরা নাঙ্গাল প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
ভাকরা নাঙ্গাল প্রকল্পtটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যে অবস্থিত।

ভাকরা নাঙ্গাল বাঁধ এর উচ্চতা কত ?
ভাকরা নাঙ্গাল বাঁধ এর উচ্চতা ৭৪১ ফুট ( ২২৬ মিটার )।

ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ?
ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ভাকরা নাঙ্গল।

ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ?
ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হল দামোদর ভ্যালি কর্পোরেশন।

ডিভিসি গড়ে উঠেছে কোন নদীতে ?
ডিভিসি গড়ে উঠেছে দামোদর নদীতে ।

দামোদর নদী কোন জেলায় অবস্থিত ?
উপত্যকাটি ঝাড়খণ্ডের হাজারিবাগ , রামগড় , কোডারমা , গিরিডিহ , ধানবাদ , বোকারো এবং চাতরা জেলা এবং পশ্চিমবঙ্গের বর্ধমান ও হুগলি জেলায় অবস্থিত ।

ভারতের নদী বাঁধ পরিকল্পনার জনক কে ?
ভারতের নদী বাঁধ পরিকল্পনার জনক হলেন স্যার চৌধুরী ছোটু রাম।

টুলবুল প্রকল্প কোন নদীতে অবস্থিত ?
টুলবুল প্রকল্প বিতস্তা নদীতে অবস্থিত।

ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখ
ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনা হল দামোদর ভ্যালি কর্পোরেশন

পুছমপাড় প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে ?
পুছমপাড় প্রকল্প গোদাবরী নদীর উপর গড়ে উঠেছে।

বাবলি প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত ?
বাবলি প্রকল্প গোদাবরী নদীর ওপর অবস্থিত।

গুরুত্বপূর্ণ কিছু Article

ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা

[ বহুমুখী নদী পরিকল্পনার তালিকা ] এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top