List of International Border Line-আন্তর্জাতিক সীমারেখা তালিকা
প্রিয় পাঠক, এই পর্বটিতে ( List of International Border Line-আন্তর্জাতিক সীমারেখা তালিকা ) আমরা ভূগোলের ওপর ভারত ও বিশ্বের আন্তর্জাতিক সীমারেখা সম্পর্কে ছকের মাধ্যমে আলোচনা করলাম, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে।
আন্তর্জাতিক সীমারেখা | যে যে দেশের মধ্যে অবস্থিত |
---|---|
র্যাডক্লিফ লাইন | ভারত ও পাকিস্তান |
ম্যাকমোহন লাইন | ভারত ও চিন |
লাইন অব্ কন্ট্রোল | ভারত ও পাকিস্তান |
লাইন অব্ অ্যাকচুয়াল কন্ট্রোল | ভারত ও চিন |
ডুরান্ড লাইন | পাকিস্তান ও আফগানিস্তান |
হিন্ডেনবার্গ লাইন | জার্মানি ও ফ্রান্স |
ম্যাগিনট লাইন | ইটালি, জার্মানি ও ফ্রান্স |
ওডার-নিসে লাইন | পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড |
ম্যানারহেইম লাইন | রাশিয়া ও ফিনল্যান্ড |
সাত-এল-আরব | ইরাক ও ইরান |
49 তম প্যারালাল (বৃহত্তম) | মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা |
সিগফ্রাইড লাইন | জার্মানি ও ফ্রান্স |
38 তম প্যারালাল | উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া |
37 তম প্যারালাল | ভারত ও মায়ানমার |
28 তম প্যারালাল | ভারত ও পাকিস্তান |
24 তম প্যারালাল | ভারত ও পাকিস্তান |
17 তম প্যারালাল | উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম |
16 তম প্যারালাল | নামিবিয়া ও অ্যাঙ্গোলা |
ইংলিশ চ্যানেল | ইংল্যান্ড ও ফ্রান্স |
মালাক্কা প্রণালী | মালয়েশিয়া ও সুমাত্রা |
জিব্রাল্টার প্রণালী | ইউরোপ ও আফ্রিকা |
পক প্রণালী | ভারত ও শ্রীলঙ্কা |
লোহিত সাগর | এশিয়া ও আফ্রিকা |
গ্রেট চ্যানেল | ভারত (আন্দামান,নিকোবর) ও সুমাত্রা |
8° চ্যানেল | ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ |
কার্জন লাইন | পোল্যান্ড ও রাশিয়া |
ডানকান প্যাসেজ | গ্রেট আন্দামান ও লিট্ল আন্দামান |
9° চ্যানেল | লাক্ষাদ্বীপ ও মিনিকয় |
10 ° চ্যানেল | আন্দামান ও নিকোবর |
সমব্রেরো চ্যানেল | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
20 তম প্যারালাল | সুদান ও লিবিয়া |
31 তম প্যারালাল | ইরাক ও ইরান |
35 তম প্যারালাল | US and Georgia; Tennessee, Georgia, Alabama and Mississippi |
36 তম প্যারালাল | মিসৌরি ও আরকানসাস |
আন্তর্জাতিক সীমারেখা সম্পর্কিত প্রশ্ন উত্তর
হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের সীমানা ?
or, হিডেন বার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?
হিডেন বার্গ লাইন জার্মানি ও ফ্রান্স এর মধ্যে অবস্থিত।
ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোন লাইন ?
ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে রেডক্লিফ লাইন।
রেডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা ?
or, র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যবর্তী সীমানা ?
র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমানা।
ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?
ম্যাকমোহন লাইন ভারত ও চিনের মধ্যে অবস্থিত।
পাকিস্তানের সঙ্গে ভারতের কোন কোন রাজ্য স্পর্শ করে আছে ?
পাকিস্তানের সঙ্গে ভারতের পাঞ্জাব, রাজস্থান, জম্মু ও কাশ্মীর এবং গুজরাট রাজ্য স্পর্শ করে আছে ।
ভারত ও মায়ানমারের সীমারেখার নাম কি ?
ভারত ও মায়ানমার সীমারেখার নাম 37 তম প্যারালাল।
36 তম প্যারালাল বিভক্ত করে কোন কোন দেশ কে ?
36 তম প্যারালাল বিভক্ত করে মিসৌরি ও আরকানসাসকে।
sombrero channel lies between ?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ.
Curzon line is between which countries ?
Poland and Soviet Russia.
38 তম প্যারালাল বিভক্ত করে কোন কোন দেশ কে ?
38 তম প্যারালাল বিভক্ত করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
লাইন অব কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ?
or, লাইন অব কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে ?
or, লাইন অফ কন্ট্রোল কোন দেশের সীমারেখা ?
ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে।
লাইন অব একচুয়াল কন্ট্রোল কোন সীমান্তে অবস্থিত ?
লাইন অব একচুয়াল কন্ট্রোল ভারত ও চীন সীমান্তে অবস্থিত।
কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সবচেয়ে কম দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমারেখা রয়েছে ?
আফগানিস্তানের ভারতের সবচেয়ে কম দৈর্ঘ্যের (106 কিলোমিটার) আন্তর্জাতিক সীমারেখা রয়েছে ।
8 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত ?
ডানকান প্রণালী দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে অবস্থিত। আট ডিগ্রি চ্যানেল (প্রণালী) মিনিকয় এবং মালদ্বীপের দ্বীপগুলিকে পৃথক করে।
49 তম প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?
49 তম প্যারালাল লাইন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অবস্থিত।
28 তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?
28 তম প্যারালাল ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত।
10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত ?
or, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে ?
10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত আন্দামান ও নিকোবরের মাঝখান দিয়ে গেছে।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কে পৃথক করেছে কোন জলভাগ ?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল জলভাগ ।
ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ?
or, ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত ?
ডানকান প্রণালী গ্রেট আন্দামান ও লিট্ল আন্দামান দ্বীপের মধ্যে অবস্থিত।
মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী ?
মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে মালাক্কা প্রণালী।
মালাক্কা প্রণালী সংযুক্ত করেছে কোন দুটি দেশ কে ?
মালয়েশিয়া ও সুমাত্রা কে মালাক্কা প্রণালী সংযুক্ত করেছে।
9 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত ?
9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে অবস্থিত ।
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali
List of International Border Line-আন্তর্জাতিক সীমারেখা তালিকা এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ।