প্রিয় পাঠক, এই পর্বটিতে ( List of Indian cities on rivers-ভারতের নদী তীরবর্তী শহর ) আমরা ভূগোলের ওপর ভারতের নদী তীরবর্তী শহর সম্পর্কে তালিকার মাধ্যমে আলোচনা করলাম, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে।
নদী | শহর | নদী | শহর |
---|---|---|---|
গঙ্গা | হরিদ্বার | যমুনা | দিল্লী |
ব্রহ্মপুত্র | গুয়াহাটি | নর্মদা | জব্বলপুর |
ব্রহ্মপুত্র | ডিব্ৰুগড় | ব্রহ্মপুত্র | গোয়ালপাড়া |
ব্রহ্মপুত্র | ধুবড়ী | যমুনা | মথুরা |
যমুনা | আগ্রা | ঝিলম/বিতস্তা | শ্রীনগর |
গঙ্গা | মুঙ্গের | গঙ্গা | ভাগলপুর |
গঙ্গা | পাটনা | গঙ্গা | নবদ্বীপ |
গঙ্গা | বারাণসী | গঙ্গা | কলকাতা |
গঙ্গা | কানপুর | গঙ্গা | এলাবাহাদ |
শতদ্রু | লুধিয়ানা | শতদ্রু | ভাকরা |
শতদ্রু | ফিরোজপুর | সুবর্ণরেখা | বালেশ্বর |
বিপাশা | মানালী | মহানদী | কটক |
সুবর্ণরেখা | রাঁচী | কৃষ্ণা | বিজয়ওয়াড়া |
গোদাবরী | রাজমহেন্দ্ৰী | গোদাবরী | নাসিক |
মুসী | হায়দ্রাবাদ | মুসী | সেকেন্দ্রাবাদ |
কাবেরী | মহীশূর | কাবেরী | শ্রীরঙ্গম দ্বীপ |
কাবেরী | তিরুচিরাপল্লী | নর্মদা | জব্বলপুর |
নর্মদা | ভারুচ | তাপ্তী | সুরাট |
সবরমতী | আমেদাবাদ | চম্বল | কোটা |
শিপ্রা | উজ্জয়নী | সরযু | অযোধ্যা |
বিশ্বমিত্র | বরোদা | গোমতী | লক্ষ্ণৌ |
ভাইগই | মাদুরাই | মূলা ও মুথার | পুণা |
ওয়েনগঙ্গা ও পূর্ণানদী | নাগপুর | আরব সাগরের তীর | কোচি |
নোয়িল | কোয়েম্বাটুর | সুবর্ণরেখা ও খরকাই | জামশেদপুর |
মহানদী | কটক | গোদাবরী | নাসিক |
দামোদর | আসানসোল | কৃষ্ণা | সাতারা |
তুঙ্গভদ্রা | হাম্পি | সিনা | শোলাপুর |
তুঙ্গভদ্রা | কুরনুল | সিন্ধু | লে |
কাবেরী | শ্রীরঙ্গপত্তম | ওয়েনগঙ্গা | নাগপুর |
জৌনপুর | গোমতী | মাগুভি | পানাজী |
লক্ষ্ণৌ | গোমতী | কাবেরী | থাঞ্জাভুর |
মহানদী | সম্বলপুর | নর্মদা | ভারুচ |
মাহী | ভাদোদরী | সবরমতী | গান্ধীনগর |
তাওয়াই | জম্মু | শতদ্রু | ফিরোজপুর |
পেন্নাব | নেশোর | গঙ্গা,যমুনা দোয়াব | মীরাট |
কয়না | ঔরঙ্গাবাদ | নোয়ালি | কোয়েম্বাটুর |
শিপ্রা | উজ্জয়িনী | সরযূ | অযোধ্যা |
আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali
Related Question :
সুরাট কোন নদীর তীরে অবস্থিত ?
আথবা, সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
তাপ্তী
আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
আমেদাবাদ সবরমতি নদীর তীরে অবস্থিত।
আহমেদাবাদ কোথায় অবস্থিত ?
আহমেদাবাদ গুজরাত রাজ্যে অবস্থিত ।
আমেদাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন ?
আমেদাবাদ শহরটি আনহিলওয়াড়ার (আধুনিক পাটন ) শাসক চৌলুক্য (সোলাঙ্কি) প্রতিষ্ঠা করেন।
গুজরাটের রাজধানীর নাম কি ছিল ?
গুজরাটের প্রথম রাজধানী ছিল আহমেদাবাদ । গুজরাটের রাজধানী 1970 সালে গান্ধীনগরে স্থানান্তরিত হয় ।
ব্যাঙ্গালোর কোন নদীর তীরে অবস্থিত ?
ব্যাঙ্গালোর বৃষভাবতী নদীর তীরে অবস্থিত।
চেন্নাই কোন নদীর তীরে অবস্থিত ?
চেন্নাই কুউম, আদ্যার নদীর তীরে অবস্থিত।
কানপুর কোন নদীর তীরে অবস্থিত ?
কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত।
এলাহাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
এলাহাবাদ যমুনা নদীর তীরে অবস্থিত।
দিল্লি কোন নদীর তীরে অবস্থিত ?
দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত।
জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত ?
জব্বলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত।
নাসিক কোন নদীর তীরে অবস্থিত ?
নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত।
অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ?
অযোধ্যা সরযূ নদীর তীরে অবস্থিত।
অযোধ্যা কোন রাজ্যে অবস্থিত ?
অযোধ্যা উত্তর প্রদেশে অবস্থিত ।
অযোধ্যা রামমন্দির কোন রাজ্যে অবস্থিত ?
অযোধ্যা রামমন্দির উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত।
অযোধ্যা কোন জেলায় অবস্থিত ?
অযোধ্যা জেলায় অযোধ্যা অবস্থিত।
শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ?
শ্রীনগর ঝিলম নদীর তীরে অবস্থিত।
শ্রীনগর শহর কে প্রতিষ্ঠা করেন ?
সম্রাট অশোক শ্রীনগর শহরটি প্রতিষ্ঠা করেন।
ভারতের প্রথম শাসন করেন কে ?
চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম শাসন করেন ।
নাসিক কোন রাজ্যে অবস্থিত ?
নাসিক মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত।
মহারাষ্ট্রে কয়টি জেলা আছে ?
মহারাষ্ট্রে ৩৬টি জেলা আছে।
মহারাষ্ট্র রাজ্যের বৃহত্তম জেলা কোনটি ?
মহারাষ্ট্র রাজ্যের বৃহত্তম জেলা হল আহমেদনগর।
মহারাষ্ট্রের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম ?
মহারাষ্ট্রের নন্দুরবার জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম।
কোন শহরকে সংস্কারধনী বলা হয় ?
জব্বলপুর শহরকে সংস্কারধনী বলা হয়।
গঙ্গা নদীর তীরবর্তী শহরগুলি কি কি ?
গঙ্গা নদীর তীরবর্তী শহরগুলি হল বারাণসী, পাটনা, গাজীপুর, ভাগলপুর, মির্জাপুর, বালিয়া, বক্সার, সৈয়দপুর ও চুনার।
ব্যাঙ্গালোর প্রধান ভাষা কি ?
ব্যাঙ্গালোর প্রধান ভাষা হল কন্নড়।
ভারেতর বৃহত্তম রাজ্য কোনটি ?
আয়তনের দিক থেকে রাজস্থান দেশের বৃহত্তম রাজ্য, তবে জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ দেশের বৃহত্তম রাজ্য।
গুজরাটের বৃহত্তম নদী কোনটি ?
গুজরাটের বৃহত্তম নদী হল নর্মদা ।
গুজরাটের জীবনরেখা নদী কোনটি ?
গুজরাটের জীবনরেখা নদী হল নর্মদা ।
ভারতের কোন নদী বিপরীত দিকে প্রবাহিত হয় ?
ভারতের নর্মদা নদী বিপরীত দিকে প্রবাহিত হয়।
List of Indian cities on rivers-ভারতের নদী তীরবর্তী শহর এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ।