List of Government Schemes In Bengali Part-1

List of Government Schemes In Bengali Part-1

List of Government Schemes In Bengali Part-1

প্রিয় পাঠক, আজকের এই পর্ব টির ( List of Government Schemes In Bengali Part-1 ) মধ্যে রয়েছে ভারত সরকারের বিভিন্ন যোজনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। যা রাজ্য ও কেন্দ্রের পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ণ ।

1. জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন :

এই প্রকল্প 2005 সালের 12 এপ্রিল চালু হয় ।
● উদ্দেশ্য :
a ) MMR – Maternal Mortality Ratio ( প্রসূতিকালীন মায়েদের মৃত্যুর হার ) প্রতি 1000 জীবন্ত প্রসবে ( Live birth ) , MMR ( প্রসূতিকালীন মায়েদের মৃত্যুর হার ) 1 – এ নামিয়ে আনা ।
b ) IMR – Infant Mortality Rate ( জন্মকালীন শিশু মৃত্যুর হার ) – প্রতি 1000 জীবিত শিশু জন্মালে শিশু মৃত্যুর হার 30 – এ নামিয়ে আনা ।
c ) TFR – Total Fertility Rate ( মোট প্রজননের হার ) 2017 সালের মধ্যে 2.1 – এ নামিয়ে আনা ।
d ) সকলের জন্য 2009 সালের মধ্যে নিরাপদ পানীয় জল সরবরাহ করা ।
e ) 0-3 বছরের অপুষ্ট / নিম্ন ওজনের শিশুর সংখ্যা 2015 সালের মধ্যে 29 % এবং 2017 সালের মধ্যে 27 % নামিয়ে আনা ।
f ) নারী ও বালিকাদের রক্তাল্পতার সংখ্যা ( 15-49 বছর ) 2007 সালের 58.8 % থেকে 2017 সালের মধ্যে 28 % নামিয়ে আনা ।
g ) লিঙ্গানুপাত ( 0-6 বছরের ) 2011-12 সালের মধ্যে 935 এবং 2017 সালের মধ্যে 950 – এ উন্নীত করা । উপরোক্ত লক্ষ্যগুলির মধ্যে কেবলমাত্র লিঙ্গানুপাত ( Sex Ratio ) ছাড়া অন্যগুলি পূরণ হয়নি ।
h ) সংক্রামক ও সংক্রামক নহে এরূপ রোগ প্রতিরোধ ও হ্রাস করা ।

2. প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা :

√ 2006 সালের মার্চ মাসে চালু হয় ।
উদ্দেশ্য ছিল দেশের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বৈষম্য কমানো ।
√ এজন্য 6 টি All India Institute of Medical Sciences ( AIIMS ) প্রতিষ্ঠার পরিকল্পনা গৃহীত হয় ।
√ বিভিন্ন মাপকাঠি ছিল , যেমন — মানব উন্নয়ন সূচক , সাক্ষরতার হার , BPL জনসংখ্যা , মাথাপিছু আয় , জনসংখ্যা পিছু হাসপাতালের শয্যা সংখ্যা , জন্মকালীন শিশু মৃত্যুর হার ।

3. রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা :

√ 2007 সালের 1 অক্টোবর গৃহীত হয় , 2008 সালের 1 এপ্রিল চালু হয় ।
√ দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারের পাঁচজন সদস্যের বছরে 30,000 টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান Cashless Treatment Facility ( স্মার্ট কার্ডের মাধ্যমে ) ।
√ কেন্দ্র রাজ্য অর্থ বরাদ্দ হয় 75:25 হারে । / রেজিস্ট্রেশনের জন্য প্রতিটি পরিবারকে 30 টাকা জমা করতে হয় ।
√ BPL ছাড়াও নির্মাণ শ্রমিক , রেলওয়ে কুলি , রাস্তার হকার , MGNREGA শ্রমিক যারা বিগত অর্থ বছরে 15 দিনের বেশি কাজ করেছেন ; বিড়ি শ্রমিক , সাফাই কর্মচারী , রিক্সাচালক , অটোচালকগণও এই প্রকল্পের আওতাভুক্ত হবেন ।
√ 2015 সালের 1 এপ্রিল শ্রম দপ্তর থেকে এই প্রকল্পটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আসে ।

4. নবজাত শিশু সুরক্ষা কার্যক্রম :

√ নবজাতক শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য 1 জুন , 2011 সালে চালু হয় ।
√ মায়েদের শিশুর পরিচর্যার বিষয়ে 2 দিনের প্রশিক্ষণ দেওয়া হয় ।
● উদ্দেশ্য – 2022 সালের মধ্যে সদ্যোজাত শিশুমৃত্যুর হার 55 থেকে কমিয়ে 30 – এ নামিয়ে আনা ।

5. সুসংহত শিশু সেবা প্রকল্প :

2 অক্টোবর , 1975 চালু হয় ।
উপভোক্তা :
√ 0-6 বছরের শিশু , গর্ভবতী ও দুগ্ধবতী মা ।
● উদ্দেশ্য :
1 ) 0-6 বছরের শিশুর পুষ্টি ও স্বাস্থ্যের মাত্রা বাড়ানো ।
2 ) শিশুর মানসিক , শারীরিক ও সামাজিক উন্নতিবিধানের ভিত রচনা করা ৷
3 ) শিশুমৃত্যু , শিশুরোগ , অপুষ্টি এবং স্কুল ছুট কমানো ।
4 ) মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে সচেতন করে শিশুর স্বাস্থ্য রক্ষা করা ।

● পরিষেবাসমূহ :
√ পুষ্টিকর খাদ্য সরবরাহ ;
√ প্রাক – প্রাথমিক ও অপ্রথাগত শিক্ষাদান ;
√ পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক শিক্ষা ;
√ টীকাকরণ ;
√ স্বাস্থ্য পরীক্ষা ;
√ স্বাস্থ্য বিষয়ে পরামর্শদান ,
> দেশে 2023 সালের 31 শে মার্চ পর্যন্ত 13.46 লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্র / ICDS Centre চালু হয়েছে ।

6. জননী সুরক্ষা যোজনা :

√ এই প্রকল্প 2005 সালের 12 এপ্রিল চালু হয় ।
√ এই প্রকল্পের 100 % অর্থ কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে থাকে ।
● লক্ষ্য :
1 ) প্রসবকালীন মায়েদের মৃত্যুর হার কমানো ।
2 ) জন্মকালীন শিশুর মৃত্যুর হার হ্রাস ।
3 ) নিরাপদ মাতৃত্ব ও শিশুর স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যকর্মীদের দক্ষতা – বৃদ্ধির প্রশিক্ষণ ।
4 ) প্রাতিষ্ঠানিক প্রসব ( Institutional Delivery ) বাড়ানো ।
5 ) দারিদ্রসীমার নিচে বসবাসকারী ও SC / ST পরিবারভূক্ত গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরিচর্যা ও পুষ্টিকর খাবার ক্রয়ের জন্য Cash Benefit এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে বাড়ি থেকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য পরিবহন ব্যয় প্রদান । যার পরিমাণ গ্রামাঞ্চলে 1000 টাকা এবং শহরাঞ্চলে 900 টাকা । পশ্চিমবঙ্গে এই পরিবাহীয়ান ( Ambulence ) – ‘ মাতৃযান ‘ নামে পরিচিত । সমীক্ষা থেকে দেখা যায় JSY চালু হওয়ার ফলে Institutional Delivery এবং Safe Delivery বৃদ্ধি পেয়েছে ।

7. জাতীয় সামাজিক সুরক্ষা কার্যক্রম :

√ এই প্রকল্প 1995 সালের 15 আগষ্ট চালু হয় ।
√ সংবিধানের নির্দেশমূলক নীতির 41 নং ধারার উদ্দেশ্য পুরণে চালু হয় ।
√ প্রবীণ পিতা – মাতা ও নাগরিকদের নিরাপত্তার জন্য সরকার ” Maintenance and Welfare of Parents and Senior Citizens Act , 2007 ” চালু করেছেন যাতে প্রবীণ ব্যক্তিরা তাদের সন্তানাদি ও আত্মীয় স্বজনদের নিকট থেকে ভরণ – পোষণের নিশ্চয়তা পান । এছাড়াও চালু হয়েছে—
Indira Gandhi National Old Age Pension Scheme ( IGNOAPS ) এই প্রকল্পের অধীন বি.পি.এল তালিকাভুক্ত দরিদ্র পরিবারের কোনো ব্যক্তিকে ( 60-79 ) বয়স পর্যন্ত মাথাপিছু মাসিক 400 / – টাকা এবং তর্দো ( ৪০ বা তার বেশি ) বয়সি মাথাপিছু মাসিক 1000 / – টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করা হয় ।
> Indira Gandhi National Widow Pension Scheme ( IGNWPS ) এই প্রকল্পের অধীন বি.পি.এল তালিকাভূত দরিদ্র পরিবারের ( 40-79 ) বয়সি কোনে । বিধবা মহিলাকে মাথাপিছু মাসিক 600 / – টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করা হয় ।
> Indira Gandhi National Disabiliaty Pension Scheme ( IGNDPS )
এই প্রকল্পের অধীন বি.পি.এল তালিকাভুক্ত দরিদ্র পরিবারের ( 18-79 ) বয়স্ক গুরুত্ব অথবা বহুমাত্রিক প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের মাথাপিছু মাসিক 600 / – টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করা হয় ।
পশ্চিমবঙ্গ সরকার 2020-21 অর্থবর্ষে IGNOAPS , IGNWPS & IGNDPS প্রকল্পের ভাতা মাসিক 1000 টাকা করে প্রদান করছে ।
> National Family Benefit Scheme ( NFBS ) : এই প্রকল্পের অধীন বি.পি.এল তালিকাভুক্ত দরিদ্র পরিবারের ( 18-65 ) বছর বয়সি মূল উপার্জনকারীর মৃত্যু হলে মৃতের পরিবার এককালীন 40000 / – টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করা হয় । পশ্চিমবঙ্গ সরকার 20-21 অর্থবর্ষে সকল উপভোক্তার প্রাপ্য অর্থ বৃদ্ধিকরে 1000 টাকা করেছে ।

● আরও কিছু পর্ব

General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali

8. ভারতে সাক্ষরতা :

√ 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে সাক্ষরতার হার গত এক দশকে 9.20 শতাংশ বৃদ্ধি পেয়ে 74 % হয়েছে ।
√ National Literacy Mission নারী সাক্ষরতার হার বৃদ্ধির লক্ষ্যে “ Saakshar Bharat ” অভিযান শুরু করে । উদ্দেশ্য – 60 মিলিয়ন নারী ও 10 মিলিয়ন পুরুষকে সাক্ষর করা । এটি বয়স্ক সাক্ষরতা বৃদ্ধির কর্মসূচি ।
√ সংবিধানের 86 তম সংশোধন , 2002 অনুযায়ী 21 ( ক ) ধারায় 6-14 বছরের শিশুদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে ( ধারা 21 ক ) ।
√ 2010 সালের 1 এপ্রিল থেকে কার্যকরী হয়েছে Right to Education Act ( RTE ) ,
● উদ্দেশ্য :
i ) Free and compulsory education ;
ii ) এই আইন অনুযায়ী , সরকারের দায়িত্ব 6-14 বছর বয়স পর্যন্ত শিশুদের শিক্ষার বন্দোবস্ত নিশ্চিত করা ;
iii ) স্কুল – ছুট ( Drop out ) পড়ুয়াদের বিদ্যালয়ে ভর্তি করা ;
iv ) Pupil Teacher Ratios ( PTRs ) , অর্থাৎ ছাত্র – শিক্ষকের অনুপাত বজায় রাখা । বিদ্যালয়ের পরিকাঠামো , পঠন – পাঠনের দিনসংখ্যা ও সময় নির্দিষ্টকরণ ;
v ) শিক্ষকদেরকে শিক্ষা – বহির্ভূত কাজে ( জনগণনা , নির্বাচন ও প্রাকৃতিক বিপর্যয় ব্যতীত ) নিযুক্ত না করা ;
vi ) দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা ও মূল্যবোধের বিকাশ ঘটানোর লক্ষ্যে শিক্ষক্রম তৈরি করা ;

9. সর্বশিক্ষা অভিযান :

√ চালু হয় 2000-2001 সালে ;
√ 6-14 বছরের শিশুদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে-
ক ) শিক্ষায় সার্বজনীন শিক্ষার বন্দোবস্ত করা ,
খ ) শিক্ষায় লিঙ্গ বৈষম্য ও সামাজিক বৈষম্য দূর করা .
গ ) শিক্ষায় গুণগত মান বৃদ্ধি করা ,

FAQS:
সর্বশিক্ষা অভিযান কে চালু করেন ?
প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী

SSA এর পুরো নাম কি ?
SSA এর পুরো নাম সর্বশিক্ষা অভিযান।

10. মিড ডে মিল স্কীম :

√ 1995 সালে চালু হয় ;
উদ্দেশ্য — বিদ্যালয়ে ছাত্র – ছাত্রীর ভর্তি ও উপস্থিতি বৃদ্ধি করা ;
√ অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র – ছাত্রীদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করা , সপ্তাহে ছয় দিন ;
√ স্কুল ছুট ( Drop out ) রোধ করা ও সুসংহত শারীরিক বিকাশ ;
√ প্রত্যেক শিশুকে কমপক্ষে দৈনিক 400 ক্যালোরি শক্তি উৎপাদনে সক্ষম খাদ্য সরবরাহ করা ;

FAQS:
মিড ডে মিল পশ্চিমবঙ্গে কবে চালু হয় ?
মিড ডে মিল পশ্চিমবঙ্গে 1995 সালে চালু হয়।

মিড ডে মিল প্রকল্প এর বর্তমান নাম কি ?
OR, মিড ডে মিল এর অপর নাম কি ?
মিড ডে মিল প্রকল্প এর বর্তমান নাম হলো পিএম-পোষণ স্কিম।

Mid Day meal এর জনক কে ?
Mid Day meal এর জনক হলেন কুমার স্বামী কামরাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top