List of Government Scheme In Bengali Part-2

List of Government Scheme In Bengali Part-2

List of Government Scheme In Bengali Part-2

প্রিয় পাঠক, আজকের এই পর্ব টির ( List of Government Scheme In Bengali Part-2 ) মধ্যে রয়েছে ভারত সরকারের বিভিন্ন যোজনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। যা রাজ্য ও কেন্দ্রের পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ণ ।

1. জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনউয়্যাল মিশন :

√ 3 ডিসেম্বর , 2005 সালে চালু হয় ;
√ নগরজীবনের মানোন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচি গৃহীত হয়েছে ;
√ এই প্রকল্পের আওতায় 4 টি কর্মসূচি রয়েছে ;
i ) Urban Infrastructure & Governance ( UIG ) – নগর এলাকায় পানীয় জল , শৌচাগার , নিকাশি ও কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ ;
ii ) Urban Infrastructure Development Scheme for Small & Medium Towns ( UIDSSMT ) – ছোট ছোট শহর এলাকার পরিকাঠামো উন্নয়ন ;
iii ) Basic Services to the Urban Poor ( BSUP ) – বড় শহরে বস্তি এলাকায় গৃহ নির্মাণ ;
iv ) Integrated Housing & Slum Development Programmeme ( IHSDP ) —অপেক্ষাকৃত ছোট শহরে বস্তি এলাকায় পুনর্বাসনের জন্য গৃহ নির্মাণ ।

2. রাজীব আবাস যোজনা :

2015 সালে এই প্রকল্প চালু হয় ।
Slum Free City Planning Programmeme- এর কর্মসূচি হিসেবে শহুরে এলাকায় দরিদ্র পরিবারের জন্য গৃহনির্মাণ প্রকল্প

3. ভারত নির্মাণ :

2005 সালে চালু হয় । এই প্রকল্পের 6 টি অঙ্গ রয়েছে—
ক ) গ্রামীণ গৃহ নির্মাণ ( Rural Housing ) – ইন্দিরা আবাস যোজনার আওতায় 60 লক্ষ গৃহ নির্মাণ ;
খ ) গ্রামীণ রাস্তা নির্মাণ ( Rural Road Connectivity ) – 1000 এর অধিক জনসংখ্যা বিশিষ্ট গ্রামে ( পাহাড়ীয়া অঞ্চলে 500 জনসংখ্যা ) সারাবছরের চলাচলের উপযুক্ত ( All weather road ) 66802 টি রাস্তা 2009 সালের মধ্যে নির্মাণ করা ;
গ ) সেচ ব্যবস্থা ( Irrigation ) – 2009 সালের মধ্যে অতিরিক্ত । ( এক ) কোটি হেক্টর জমি চাষের আওতায় আনা ;
ঘ ) টেলিফোন সংযোগ ( Telephone Connectivity ) – 2007 সালের মধ্যে অবশিষ্ট 66822 টি গ্রামে টেলিফোন সংযোগের ব্যবস্থা করা ;
ঙ ) গ্রামীণ বৈদ্যুতিকরণ ( Rural Electrification ) – 2012 সালের মধ্যে দেশের 593732 টি গ্রামের সর্বত্র Rajiv Gandhi Grameen Vidyutikaran Yojna ( RGGVY ) এর আওতায় বৈদ্যুতিকরণ ঘটানো ।
চ ) নিরাপদ পানীয় জল ( Drinking Water ) – 2012 সালের মধ্যে সকল গ্রামে নিরাপদ পানীয় জল সরবরাহ করা ।

4. National Rural Livelihood Mission :

2011 সালে সরকার প্রচলিত প্রকল্প Swarnajayanti Gram Swarozgar Yojna ( SGSY ) – কে “ National Rura ! Livelihood Mission ” ( NRLM ) নামে পুনর্গঠিত করে রূপায়িত করার লক্ষ্য স্থির করা হয় । বর্তমানে NRLM , Aajeevika নামে পুনরায় নামকরণ করা হয়েছে ।

উদ্দেশ্য : দারিদ্র্য দূরীকরণ ।
√ লাভজনক ও স্বনির্ভরমূলক কর্মসংস্থানের বন্দোবস্ত করা ; গ্রামীণ মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি করা ।
√ শ্রমনিবিড় প্রকল্প রূপায়িত করা ।

আজীবীকা – র প্রধান বৈশিষ্ট্যাবলী :
i ) গ্রামীণ এলাকার প্রতিটির পরিবারের অন্তত 1 জন মহিলাকে স্বনির্ভর দলের ( Self Help Group ) আওতায় আনা ;
ii ) 100 % BPL পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যে SC / ST – 50 % , সংখ্যালঘু 15 % ও প্রতিবন্ধীদের জন্য 3 % সংরক্ষণ রাখা হয়েছে ;
iii ) দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বন্দোবস্ত করা ;
iv ) উৎসাহবর্ধক তহবিল ও মূলধনী ভরতুকির ব্যবস্থা করা ,
v ) প্রাতিষ্ঠানিক অর্থব্যবস্থায় অন্তর্ভুক্তিকরণ ( Institutional Financial Inclusion )
vi ) ঋণে সুদের ছাড় ।

5. ইন্দিরা আবাস যোজনা :

√ ভারতের গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষের বাসস্থান সংক্রান্ত সমস্যা সমাধান করার উদ্দেশ্যে অর্থাৎ গৃহহীন মানুষদের বাসস্থানের ব্যবস্থা করার জন্য এই প্রকল্প । 1985-86 সালে চালু করা হয় । এই প্রকল্পের অন্যতম শর্ত ছিল যে এই প্রকল্পের জন্য ব্যয় করা মোট অর্থের 60 % তপশিলি জাতি ও উপজাতি মানুষদের জন্য , 15 % অর্থ সংখ্যালঘু মানুষদের জন্য এবং 3 শতাংশ অর্থ শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য ব্যয় করা হবে । বর্তমানে ইন্দিরা আবাস যোজনা ভারত নির্মাণ প্রকল্পের অন্তর্ভুক্ত । কিন্তু এই প্রকল্প চালু করার সময় বলা হয়েছিল যে প্রকল্পের মোট ব্যয়ভার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার 75:25 অনুপাতে বহন করবে এবং উত্ত – পূর্ব রাজ্যগুলির ক্ষেত্রে এই অনুপাত হবে 90:10 । 2016 সালের এপ্রিল মাসে এই প্রকল্পের নামকরণ করা হয়— Pradhan Mantri Awas Yojana Gramin ( PMAY – G ) ।

6. প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা :

√ গ্রামীণ এলাকায় চালু হয় 2017 সালে , IAY- এর পরিবর্ত হিসেবে । উদ্দেশ্য – গ্রামীণ এলাকায় দরিদ্র পরিবারের গৃহ নির্মাণ বা গৃহসংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান । সমতল অঞ্চলে এই অর্থের পরিমাণ 1,20,000 টাকা ও পার্বত্য অঞ্চলে 1,30,000 টাকা ।
শহর এলাকায় এই প্রকল্প চালু হয় 2015 সালে ।
√ 2010 সালে IAY- এর পরিসংখ্যান ধরে রাখতে “ AWAAS SOFT ” চালু হয় ।

● আরও কিছু পর্ব

General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali

7. বাংলার আবাস যোজনা :

√ গ্রামাঞ্চলে বসবাসকারী যে সমস্ত পরিবার দারিদ্রসীমার নিচে রয়েছে , তাদের আশ্রয়ের বন্দোবস্ত করার জন্য এই প্রকল্পের সূচনা হয় , যার মূল উদ্দেশ্য — ‘ সকলের জন্য গৃহ 20222 ।
√ 1 এপ্ৰিল 2016 – তে এই প্রকল্পটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ( গ্রামীণ ) এবং পরবর্তীতে বাংলার আবাস যোজনা নামে পরিচিত হয় ।
√ সামাজিক , অর্থনৈতিক ও জাতিগত গণনা 2011 তালিকা অনুযায়ী উপভোক্তাদের চিহ্নিত করা হয় ।
√ কেন্দ্রিয় ও রাজ্য সরকারের যৌথ কর্মসূচি ।
√ উপভোক্তারা 1,20,000 টাকা ( দুই কিস্তিতে ) বাড়ি তৈরি করার জন্য অনুদান পেয়ে থাকেন । সমতল অঞ্চলে এটি 1,20,000 টাকা ও পার্বত্য অঞ্চলে 1,30,000 টাকা ।

8. গীতাঞ্জলি হাউসিং প্রকল্প :

√ গ্রামাঞ্চলে বসবাসকারী অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবার ( ই.ডব্লিউ.এস ) এই প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরি করার অনুদান পেয়ে থাকেন ।
√ রাজ্য সরকারের কর্মসূচি ।
√ দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবার যাদের মাসিক আয় 6000 / – নিচে তারা এই প্রকল্পের উপভোক্তা হিসেবে বিবেচিত হবেন ।
√ উপভোক্তারা 70,000 ( দুই কিস্তিতে ) বাড়ি তৈরি করার জন্য অনুদান পেয়ে থাকেন ।
√ বর্তমানে এই প্রকল্প বন্ধ হয়ে গেছে ।

9. সার্বিক স্বাস্থ্যবিধান অভিযান :

√ চালু হয় 1999 সালে ।
উদ্দেশ্য — বাড়িতে , স্কুলে , অঙ্গনওয়াড়ি কেন্দ্রে , বাজার – বাসস্ট্যান্ডে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে উৎসাহ ও আর্থিক সহায়তা প্রদান ।
√ সর্বসাধারণের জন্য শৌচাগার ( Community toilet ) নির্মাণ ।
√ কঠিন ও তরল বর্জ্য পদার্থ ( Solid & Liquid waste management ) ব্যবস্থাপনা ।
√ এই প্রকল্পকে Nirmal Bharat Abhiyan বলা হয় ।
√ Open Defecation Free পঞ্চায়েতগুলিকে ” Nirmal Gram Purashkar ” প্রদান করা হয় ।
√ 2014 সালের 2 অক্টোবর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের নামকরণ করেন স্বচ্ছ ভারত মিশন ( Swachh Bharat Mission Gramin )
√ উদ্দেশ্য -2019 সালের মধ্যে Swachh Bharat তৈরি করা ।
√ কেন্দ্রীয় সরকারের Ministry of Drinking Water and Sanitation এই প্রকল্প রূপায়নের দায়িত্বে রয়েছে ।
√ এই প্রকল্পের অপর নাম Mission Nirmal Bangal

10. National Food Security Act , 2013 :

এটি ‘ Right to Food Bill ‘ নামে আখ্যায়িত , 2013 সালের 12 সেপ্টেম্বর চালু হয় । উদ্দেশ্য :
1. 120 কোটি ভারতবাসীর 2/3 অংশ জনগণকে ভরতুকিমূল্যে খাদ্যশস্য সরবরাহ করা ।
2. দরিদ্রতম পরিবার পিছু মাসিক 35 কেজি খাদ্যশস্য প্রদান করা ।
3. চাল প্রতি কেজি 3 টাকা দরে এবং গম প্রতি কেজি 2 টাকা দরে প্রদান ।
4. 2 কোটি দরিদ্রতম ( Poorest of the poor ) পরিবার যাঁরা অন্ত্যোদয় অন্ন যোজনা ( AAY ) -র আওতাভুক্ত তাদেরকেও Public Distribution System ( PDS ) – এর অধীনে মাসিক 35 কেজি খাদ্যশস্য বন্টন চালু রাখা ।
5. খাদ্য নিরাপত্তা বিল – এর মূল্যায়ন করবে সি . রঙ্গরাজনের নেতৃত্বাধীন কমিটি ।
6. গর্ভবতী ও দুগ্ধবতী মা 600 ক্যালোরি বিশিষ্ট পুষ্টিকর খাবার ” Take home ration ” হিসেবে পেতে পারবেন ।

20 thoughts on “List of Government Scheme In Bengali Part-2”

  1. Pingback: Ancient History SAQ Question-প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন

  2. Pingback: List of Multipurpose River Schemes-বহুমুখী নদী পরিকল্পনার তালিকা

  3. Pingback: Research Institutes In India PDF-ভারতের গবেষণা কেন্দ্রের নাম

  4. Pingback: National Parks of India in Bengali-ভারতের জাতীয় উদ্যান

  5. Pingback: আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তর pdf

  6. Pingback: বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনী তালিকা pdf - lakhya

  7. Pingback: Bharat Ratna Winners list from 1954 to 2024 in Bengali

  8. Pingback: ভারতের সাধারণজ্ঞান প্রশ্ন ও উত্তর

  9. Pingback: ভারতের ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

  10. Pingback: GK Question in Bengali Page 11 of 200 – lakhya

  11. Pingback: GK Question in Bengali Page 12 of 200 – lakhya

  12. Pingback: GK Question in Bengali

  13. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-9

  14. Pingback: সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

  15. Pingback: List of Fathers of Various Fields PDF in Bengali-কে কিসের জনক PDF

  16. Pingback: বিভিন্ন ব্যক্তির পরিচিত নামের তালিকা PDF

  17. Pingback: General Knowledge In Bengali

  18. Pingback: ভারতের ভাইসরয়দের তালিকা পিডিএফ

  19. Pingback: ভারতের জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন

  20. Pingback: গতি সংক্রান্ত কয়েকটি রাশির তথ্য - lakhya

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top