List of First Man In India-ভারতের প্রথম পুরুষ তালিকা
প্রিয় পাঠক, এই পর্বটিতে ( List of First Man In India-ভারতের প্রথম পুরুষ তালিকা ) আমরা ভারতের প্রথম পুরুষ অর্থাৎ কোন ব্যাক্তি কি ক্ষেত্রে সাফল্য লাভ করেছে বা প্রথম স্থান অধিকার করেছে সে বিষয়ে তালিকার মাধ্যমে আলোচনা করলাম, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে।
ভারতের প্রথম পুরুষ তালিকা
প্রথম পুরুষ | ব্যক্তির নাম |
---|---|
1. গভর্নর জেনারেল | ওয়ারেন হেস্টিংস |
2. ভাইসরয় | লর্ড ক্যানিং |
3. জাতীয় কংগ্রেসের সভাপতি | উমেশচন্দ্র ব্যানার্জি |
4. জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি | বদরুদ্দিন তৈয়াবজি |
5. স্বাধীন ভারতের গভর্নর জেনারেল | লর্ড মাউন্টব্যাটেন |
6. স্বাধীন ভারতের গভর্নর জেনারেল (ভারতীয়) | চক্রবর্তী রাজাগোপালাচারি |
7. আই সি এস উত্তীর্ণ | সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় |
৪. আই সি এস অফিসার | সত্যেন্দ্রনাথ ঠাকুর |
9. ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি | ড . রাজেন্দ্রপ্রসাদ |
10. স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী | পণ্ডিত জওহরলাল নেহরু |
11. নোবেল পুরস্কার প্রাপক | রবীন্দ্রনাথ ঠাকুর (1913) |
12. মুসলিম রাষ্ট্রপতি | ড . জাকির হুসেন |
13. শিখ রাষ্ট্রপতি | জ্ঞানি জৈল সিং |
14. মহাকাশচারী | রাকেশ শর্মা (1984) |
15. আন্তর্জাতিক আদালতের বিচারপতি | বেনেগাল নরসিং রাও (1952) |
16. ভারতরত্ন পুরস্কার প্রাপক | ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ, সি রাজাগোপালাচারি ও ড. সি ভি রমন (1954) |
17. অকংগ্রেসি প্রধানমন্ত্রী / পুরো মেয়াদ শেষ করার আগেই পদত্যাগী প্রধানমন্ত্রী | মোরারজি দেশাই |
18. স্বাধীন ভারতের ভারতীয় কম্যান্ডার-ইন-চিফ | জেনারেল কে এম কারিয়াপ্পা |
19. ফিল্ড মার্শাল | জেনারেল স্যাম মানেকশ |
20. রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যু | ড. জাকির হুসেন |
21. প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যু | সি এন আন্নাদুরাই |
22. সংসদে অংশগ্রহণ না করা প্রধানমন্ত্রী | চরণ সিং |
23. ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু | মিহির সেন ( 1958 ) |
24. জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক | জি শঙ্কর কুরুপ ( 1965 ) |
25. লোকসভার অধ্যক্ষ | জি ভি মাভলাঙ্কার |
26. লোকসভার বিরোধী দলনেতা | এ কে গোপালন |
27. উপরাষ্ট্রপতি | ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ |
28. শিক্ষামন্ত্রী | মৌলানা আবুল কালাম আজাদ |
29. উপপ্রধানমন্ত্রী / স্বরাষ্ট্রমন্ত্রী | সর্দার বল্লভভাই প্যাটেল |
30. চিফ অব্ দ্য আর্মি স্টাফ | জেনারেল মহারাজ শ্রী রাজেন্দ্রসিংজি জাডেজা |
31. ভারতীয় এয়ার চিফ মার্শাল | এয়ার মার্শাল সুব্রত মুখার্জী |
32. চিফ অব দ্য নাভাল স্টাফ | ভাইস অ্যাডমিরাল রাম দাস কাটারি |
33. পরমবীর চক্র প্রাপক | মেজর সোমনাথ শৰ্মা |
34. নোবেল পুরস্কার প্রাপক বিজ্ঞানী | ড. সি ভি রমন (পদার্থবিদ্যায়,1930 সালে) |
35. মুখ্য নির্বাচন কমিশনার | সুকুমার সেন |
36. ম্যাগসেসে পুরস্কার বিজেতা | আচার্য বিনোবা ভাবে (1958) |
37. চৈনিক পরিব্রাজক | ফা হিয়েন |
38. প্রধান বিচারপতি | হরিলাল জে কানিয়া |
39. কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে পদত্যাগ করা মন্ত্রী | শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় |
40. ভারতরত্ন প্রাপক বিদেশি ব্যক্তি | খান আবদুল গফ্ফর খান (1987) |
41. অক্সিজেন সিলিন্ডার ছাড়া মাউন্ট এভারেস্ট আরোহণকারী | শেরপা ফু দোরজি |
42. অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক | অমর্ত্য সেন (1998) |
43. ভারতীয় বংশোদ্ভূত নোবেল শান্তি পুরস্কার প্রাপক | কৈলাস সত্যার্থী (2014) |
44. ভারতীয় পাইলট | জে আর ডি টাটা (1929) |
45. অ্যান্টার্কটিকা বিজয়ী | লেফটেন্যান্ট রামচরণ (1960) |
46. দু – বার মাউন্ট এভারেস্ট আরোহণকারী | নওয়াং গোমবু |
47. দক্ষিণ মেরু বিজয়ী | কর্নেল জে কে বাজাজ |
48. উত্তর মেরু বিজয়ী | জগন্নাথন শ্রীনিবাসারাঘবন |
49. ভারতে আসা আমেরিকার রাষ্ট্রপতি | ডোয়াইট ডি আইসেনহাওয়ার (1959) |
50. ভারতে আসা ব্রিটিশ প্রধানমন্ত্রী | হ্যারল্ড ম্যাকমিলান |
51. ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি | কে আর নারায়ণন ( 10 তম ) |
52. বিশ্ব বিলিয়ার্ডস ট্রফি বিজেতা | উইলসন জোনস্ |
53. মহাকাশ পর্যটক | সন্তোষ জর্জ কুলাঙ্গারা |
54. অস্কার পুরস্কার প্রাপক (লাইফটাইম অ্যাচিভমেন্ট)/ ভারতরত্ন প্রাপক চলচ্চিত্র পরিচালক | সত্যজিৎ রায় |
55. অস্কার মনোনীত বিদেশি ভাষার ছবির পরিচালক | মেহবুব খান (1957,মাদার ইন্ডিয়া চলচ্চিত্রের জন্য) |
56. অস্কার পুরস্কার প্রাপক সুরকার (দুটি অস্কার) | এ আর রহমান (2009,স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের জন্য) |
57. অস্কার পুরস্কার প্রাপক সাউন্ড ইঞ্জিনিয়ার | রাসুল পুকুট্টি (2009,’স্লামডগ মিলিয়নিয়ার’ চলচ্চিত্রের জন্য) |
58. ফর্মুলা ওয়ান গাড়িচালক | নারায়ণ কার্তিকেয়ন |
59. মিস্টার ইউনিভার্স | মনোতোষ রায় |
60. মিস্টার ওয়ার্ল্ড | রোহিত খাণ্ডেলওয়াল |
61. অলিম্পিক পদক জয়ী ( ব্রোঞ্জ ) | কে ডি যাদব (1952, কুস্তি) |
62. অলিম্পিক পদক জয়ী ( রুপো ) | রাজ্যবর্ধন সিং রাঠোর (2004 , ডাবল ট্র্যাপ শুটিং) |
63. অলিম্পিক পদক জয়ী ( সোনা ) | অভিনব বিন্দ্ৰা (2008, 10 মি এয়ার রাইফেল শুটিং) |
64. টেস্ট ক্রিকেট অধিনায়ক | সি কে নাইডু (1932) |
65. ওয়ান ডে ক্রিকেট অধিনায়ক | অজিত ওয়াদেকর |
66. টেস্ট ক্রিকেটে শতরানকারী | লালা অমরনাথ |
67. ওয়ান ডে ক্রিকেটে শতরানকারী | কপিল দেব |
68. ওয়ান ডে ক্রিকেটে দ্বি-শতরানকারী | সচিন তেন্ডুলকর |
69. টেস্ট ক্রিকেটে ত্রি-শতরানকারী | বীরেন্দ্র সহবাগ |
70. টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিককারী | হরভজন সিং |
71. ওয়ান ডে ক্রিকেটে হ্যাটট্রিককারী | চেতন শর্মা |
72. পদ্মবিভূষন পুরস্কার প্রাপক | সত্যেন্দ্রনাথ বোস |
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali
ভারতের প্রথম পুরুষ সম্পর্কিত প্রশ্ন উত্তর
ভারতের প্রথম পুরুষ মহাকাশচারীর নাম কি ?
রাকেশ শর্মা হলেন ভারতের প্রথম মহাকাশচারী ।
ভারতের প্রথম পুরুষ ডাক্তার কে ?
ভারতের প্রথম পুরুষ ডাক্তার হলেন ডাক্তার রমেশ চন্দ্র সেন।
ভারতের প্রথম পুরুষ আইপিএস অফিসার কে ?
চক্রবর্তী বিজয়রাঘব নরসিমহন ভারতের প্রথম আইপিএস অফিসার।
ভারতের প্রথম পুরুষ পাইলট কে ছিলেন ?
ভারতের প্রথম পুরুষ পাইলট ছিলেন উইং কমান্ডার রাকেশ শর্মা।
ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
or, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জেকিসুন্দাস কানিয়া।
ভারতের প্রথম রাজা কে ছিলেন ?
ভারতের প্রথম রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যকে।
ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু।
ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
or, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ।
ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ?
ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হলেন প্রণব মুখার্জি ।
ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্টের নাম কি? ?
ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট হলেন জাকির হোসেন।
ভারতের 14 তম রাষ্ট্রপতি কে ছিলেন ?
ভারতের 14 তম রাষ্ট্রপতি ছিলেন রাম নাথ কোবিন্দ।
ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
List of First Man In India-ভারতের প্রথম পুরুষ তালিকা এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ।
Pingback: আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তর pdf
Pingback: বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনী তালিকা pdf - lakhya
Pingback: GK Question in Bengali
Pingback: তড়িৎ লেপনের সংজ্ঞা, উদাহরণ, উদ্দেশ্য ও ব্যবহার
Pingback: বহুমুখী নদী পরিকল্পনার তালিকা
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-9
Pingback: ভারতের জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন