List of First Female in India-ভারতের প্রথম মহিলা তালিকা
প্রিয় পাঠক, এই পর্বটিতে ( List of First Female in India-ভারতের প্রথম মহিলা তালিকা ) আমরা ভারতের প্রথম মহিলা অর্থাৎ কোন ব্যাক্তি বা মহিলা কি ক্ষেত্রে সাফল্য লাভ করেছে বা প্রথম স্থান অধিকার করেছে সে বিষয়ে তালিকার মাধ্যমে আলোচনা করলাম, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে।
ভারতের প্রথম মহিলা তালিকা
প্রথম মহিলা | নাম |
---|---|
1. রাষ্ট্রপতি | প্রতিভা পাটিল (2007) |
2. লোকসভার অধ্যক্ষ | মীরা কুমার (2009) |
3. প্রধানমন্ত্রী | ইন্দিরা গাঁধি (1966) |
4. মুখ্যমন্ত্রী | সুচেতা কৃপালিনী (উত্তরপ্রদেশ) |
5. রাজ্যপাল | সরোজিনী নাইডু (উত্তরপ্রদেশ) |
6. রাষ্ট্রদূত | বিজয়লক্ষ্মী পণ্ডিত |
7. হাইকোর্টের বিচারপতি | আন্না চণ্ডী |
৪. হাইকোর্টের প্রধান বিচারপতি | লীলা শেঠ |
9. স্নাতক | কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু |
10. সাম্মানিক স্নাতক | কামিনী রায় |
11. এম এ উত্তীর্ণ | চন্দ্ৰমুখী বসু |
12. সুপ্রিম কোর্টের বিচারপতি | মীরাসাহিব ফতিমা বিবি |
13. আই পি এস অফিসার | কিরণ বেদি |
14. আই এ এস অফিসার | আন্না জর্জ মালহোত্রা |
15. এভারেস্ট জয়ী | বাচেন্দ্ৰি পাল (1984) |
16. এভারেস্ট জয়ী (প্রতিবন্ধী) | অরুনিমা সিন্হা |
17. বিমান চালক | দুর্বা ব্যানার্জি |
18. মহাকাশচারী | কল্পনা চাওলা (1997) |
19. ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু | আরতি সাহা (1959) |
20. জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী সাঁতারু | আরতি প্রধান |
21. দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক | দেবিকা রানি (1969) |
22. ইংরেজি ভাষার কবি | তরু দত্ত |
23. নির্বাচন কমিশনার | রমা দেবী |
24. চিত্রকর | সুনয়নী দেবী |
25. পদ্মশ্ৰী প্রাপক, রাজ্যসভার | নার্গিস দত্ত |
26. মহিলা মন্ত্ৰী (কেন্দ্রীয়) | রাজকুমারী অমৃত কাউর |
27. মহিলা মন্ত্রী (রাজ্য) | বিজয়লক্ষ্মী পণ্ডিত (উত্তরপ্রদেশ) |
28. ভারতরত্ন পুরস্কার প্রাপক | ইন্দিরা গাঁধি (1971) |
29. অ্যান্টার্কটিকা অভিযানকারী | মেহের মুস |
30. চলচ্চিত্রাভিনেত্রী | কমলাবাঈ গোখলে |
31. জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক | আশাপূর্ণা দেবী (1916) |
32. ভারতের বৃহত্তম ব্যাংকের ( SBI ) চেয়ারপার্সন | অরুন্ধতি ভট্টাচার্য |
33. বুকার পুরস্কার প্রাপক | অরুন্ধতী রায় |
34. ভারতরত্নে ভূষিত সংগীতশিল্পী | এম এস শুভলক্ষ্মী |
35. জাতীয় কংগ্রেস সভাপতি ( বিদেশিনী ) | অ্যানি বেসান্ত (1917) |
36. জাতীয় কংগ্রেস সভাপতি ( স্বদেশিনী ) | সরোজিনী নাইডু (1925) |
37. এশিয়াডে সোনাজয়ী | কমলজিৎ সিং সাধু (1978) |
38. নোবেল পুরস্কার বিজয়ী | মাদার টেরেসা (1979, শান্তি) |
39. অলিম্পিক অ্যাথলেটিক্সে অংশগ্রহণকারী | নীলিমা ঘোষ ও মেরি ডিসুজা (1952) |
40. অলিম্পিক পদকজয়ী (ব্রোঞ্জ) | কর্ণম মালেশ্বরী (ভারোত্তোলন) |
41. দাবায় গ্র্যান্ডমাস্টার | কোনেরু হাম্পি |
42. বাংলা সাহিত্যে ঔপন্যাসিক | স্বর্ণকুমারী দেবী |
43. রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর | জে কে উদেসি |
44. মার্চেন্ট নেভি অফিসার | সোনালি ব্যানার্জি |
45. ভাইস এয়ার মার্শাল | পি বন্দ্যোপাধ্যায় |
46. স্থলবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল | পুনিতা অরোরা |
47. দ্বিশত রানের অধিকারী ক্রিকেটার | মিতালি রাজ |
48. পুলিশের মহানির্দেশক চেয়ারপার্সন এবং ম্যানেজিং | কাঞ্চন চৌধুরি ভট্টাচার্য |
49. ইন্ডিয়ান এয়ারলাইন্সের ডিরেক্টর | সুষমা চাওলা |
50. কনিষ্ঠতম এভারেস্ট আরোহণকারী | মালাবত পূর্ণা (13 বছর) |
51. দু – বার এভারেস্ট আরোহণকারী | সন্তোষ যাদব |
52. বিশ্ব অ্যাথলেটিক্স পদক জয়ী | অঞ্জু ববি জর্জ |
53. ব্যারিস্টার | কর্নেলিয়া সোরাবজি |
54. আইনজীবী | রেজিনা গুহ |
55. মিস ইউনিভার্স | সুস্মিতা সেন (1994) |
56. মিস ওয়ার্ল্ড | রিতা ফারিয়া (1966) |
57. বিদেশ সচিব | লক্ষ্মী এন মেনন |
58. মহিলা পরিচালক | ক্যাথরিন বিগলো |
59. পররাষ্ট্র সচিব | চোকিলা আইয়ার |
60. প্রথম শিক্ষিকা | সবিত্রীবাই ফুলে |
61. অর্থ সচিব | সুষমা নাথ |
62. প্রথম মহিলা কুস্তিগীর | হামিদা বানু |
আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali
ভারতের প্রথম মহিলা সম্পর্কিত প্রশ্ন উত্তর
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ?
উত্তর : ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা দেবীসিংহ পাতিল।
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ?
উত্তর : ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কৃপালিনী ( উত্তরপ্রদেশ )।
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ?
উত্তর : ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধি ( 1966 ) ।
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ?
or, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ?
উত্তর : ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল ( 2007 )।
ভারতের প্রথম মহিলা রেল মন্ত্রীর নাম কি ?
or, ভারতের প্রথম মহিলা রেল মন্ত্রী কে ছিলেন ?
উত্তর : ভারতের প্রথম মহিলা রেল মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জী ।
ভারতের কেন্দ্রীয় সরকারের প্রথম মহিলা মন্ত্রী কে ?
উত্তর : ভারতের কেন্দ্রীয় সরকারের প্রথম মহিলা মন্ত্রী ছিলেন রাজকুমারী অমৃত কাউর।
ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রীর নাম কি ?
or, প্রথম মহিলা অর্থমন্ত্রী কে ?
উত্তর : ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন।
স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন ?
উত্তর : স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর কে শানমুখম চেট্টি।
ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে ?
উত্তর : ভারতের বর্তমান ( ২০২৪ ) অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন।
ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ?
উত্তর : ভারতের প্রথম মহিলা মহাকাশচারী হলেন কল্পনা চাওলা।
ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ?
উত্তর : ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদী ।
ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন ?
উত্তর : ভারতের প্রথম মহিলা ডাক্তার আনন্দীবাই গোপালরাও জোশী এবং কাদম্বিনী গাঙ্গুলী ।
ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন ?
or, ভারতের প্রথম মহিলা পাইলট কে ?
উত্তর : ভারতের প্রথম মহিলা পাইলট ছিলেন শুভাঙ্গী স্বরূপ ( উত্তর প্রদেশের, বরেলি )।
List of First Female in India-ভারতের প্রথম মহিলা তালিকা এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ।
Pingback: বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনী তালিকা pdf - lakhya
Pingback: GK Question in Bengali Page 12 of 200 – lakhya
Pingback: GK Question in Bengali
Pingback: GK Question in Bengali Page 11 of 200 – lakhya
Pingback: আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তর pdf
Pingback: বিভিন্ন ব্যক্তির পরিচিত নামের তালিকা PDF
Pingback: বহুমুখী নদী পরিকল্পনার তালিকা
Pingback: GK Question in Bengali Page 16 of 200 – lakhya - lakhya
Pingback: Ancient History SAQ Question-প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন
Pingback: WBCS Previous Year Question of Census topic in Bengali
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-9