হ্যালো বন্ধুরা, আজ Instrument and their Use-বিভিন্ন যন্ত্রপাতি ও তার প্রয়োগ তালিকা পর্বটি শেয়ার করছি , যার মধ্যে ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যন্ত্রপাতি ও তার প্রয়োগ। তাছাড়াও প্রতিযোগিতা মূলক পরীক্ষাতে অন্যান্য বিষয়ের মতোই ভৌতবিজ্ঞানও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেহেতু এই (Instrument and their Use-বিভিন্ন যন্ত্রপাতি ও তার প্রয়োগ তালিকা) বিষয় থেকে বেশির ভাগ চাকরির পরীক্ষাতে একটি প্রশ্ন এসেই থাকে।
যন্ত্রের নাম | ব্যবহার |
---|---|
অ্যামমিটার | তড়িৎ প্রবাহের শক্তি পরিমাপক যন্ত্র । |
অডিও মিটার | শ্রবন শক্তি পরিমাপক যন্ত্র । |
ব্যারোমিটার | বায়ুচাপ মাপক যন্ত্র । |
ক্রোনোমিটার | সুমদ্রে দিকনির্ণায়ক বিশেষ ঘড়ি । |
ক্যালরিমিটার | তাপের পরিমাণ মাপার যন্ত্র । |
অলটিমিটার | উচ্চতা মাপক যন্ত্র । |
কম্পিউটার | বিভিন্ন তথ্য সংরক্ষণ ও জটিল গণনার আধুনিক যন্ত্র । |
স্পীডোমিটার | চলমান বস্তুর গতিমাপক যন্ত্র । |
হাইগ্রোস্কোপ | আবহাওয়ার আর্দ্রতা মাপক যন্ত্র । |
ভিসকোমিটার | তরলের সান্দ্রতা পরিমাপক যন্ত্র । |
হাইড্রোমিটার | তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্র । |
ডাইনামোমিটার | তড়িৎ শক্তি মাপক যন্ত্র । |
ল্যাকটোমিটার | দুধের বিশুদ্ধতা পরীক্ষার যন্ত্র । |
ইডিও মিটার | বিভিন্ন গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে আয়তনের পরিবর্তন মাপক যন্ত্র । |
রেনগজ | বৃষ্টিপাতের পরিমাণ মাপক যন্ত্র । |
ম্যাগনেটোমিটার | চৌম্বকত্ব নির্ণায়ক যন্ত্র । |
ড্রিকরেস এপারেটাস | শিশুদের প্যারালিসিসে শ্বাস নেওয়ার সুবিধার জন্য প্রস্তুত যন্ত্র । |
স্যাকরিমিটার | দ্রবেণ চিনির পরিমাণ মাপক যন্ত্র । |
ভার নিয়ার স্কেল | অতিক্ষুদ্র দৈর্ঘ্য মাপার স্কেল । |
ফোনগ্রাফ | শব্দলিখন ও শব্দ পুনরুৎপাদনের যন্ত্র । |
টেলস্টার | মহাশূন্যে যোগাযোগরক্ষাকারী পরিমাপক যন্ত্র । |
স্ফীগমো ম্যানোমিটার | রক্তচাপ মাপক যন্ত্র । |
গ্যালভানো মিটার | স্বল্পমাত্রার তড়িৎ শক্তি পরিমাপক যন্ত্র । |
পেরিস্কোপ | উপরের জিনিস দেখবার আয়নাযুক্ত যন্ত্র । |
স্যালাইনো মিটার | ঘনত্ব পরিমাপ করে লবণ দ্রবণে লবণের পরিমাণ নির্ণায়ক যন্ত্র । |
কোয়াড্রান্ট | নৌবিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রে উচ্চতা ও কোন পরিমাপক যন্ত্র । |
পিকনোমিটার | তরলের ঘনত্ব ও আয়তন গুণাঙ্ক নির্ণায়ক যন্ত্র । |
ট্যাকোমিটার | যন্ত্রচালিত নৌকা ও বিমানের গতি নির্ণায়ক যন্ত্র । |
টানজেন্ট গ্যালভানোমিটার | বিদ্যুতের শক্তি মাপক যন্ত্র । |
ফটোমিটার | আলোকের তীব্রতা পরিমাপক যন্ত্র । |
থারমোকপেল | তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র যেখানে তাপ বিদ্যুতকে কাজে লাগানো হয় । |
কসমোলজি | ব্রহ্মান্ডের সৃষ্টি , প্রকৃতি ও ইতিহাস সংক্রান্ত বিদ্যা । |
রাডার | তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সাহায্যে বিমানপোত , জাহাজ ইত্যাদির দিক ও পান্না নির্ণায়ক যন্ত্র । |
অ্যানাটমি | উদ্ভিদ , প্রাণীর দেহ গঠন সংক্রান্ত বিজ্ঞান । |
নিফ্লোমিটার | তরলে কণার পরিমাণ |
মাল্টিমিটার | বৈদ্যুতিক বিভব, রোধ এবং প্রবাহ |
Your Queries :
মনোযোগ পরিমাপক যন্ত্রের নাম কি ?
মনোযোগ পরিমাপক যন্ত্রের নাম হল ট্যাকিস্টোস্কোপ।
বৈদ্যুতিক রোধ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কী ?
বৈদ্যুতিক রোধ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম ওহমিটার ।
রেকর্ডারের দৈর্ঘ্য পরিমাপের জন্য যন্ত্র ব্যবহার করা হয় ?
দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রগুলি হল মিটার টেপ, মিটার স্কেল এবং মিটার রড ।
কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় ?
স্ফিগমোম্যানোমিটারের সাহায্যে রক্তচাপ মাপা হয়।
ক্রোনোমিটার এর সাহায্যে কি মাপা হয় ?
ক্রনোমিটারের সাহায্যে দ্রাঘিমাংশ নির্ণয় করা হয়।
আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয় ?
ক্রোনোমিটারের সাহায্যে সময় মাপা হয়।
আবহাওয়া মাপার যন্ত্রের নাম কি ?
আবহাওয়া মাপার যন্ত্রের নাম হল অ্যানিমোমিটার।
দুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম কি ?
দুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম হল ওডোমিটার বা ওডোগ্রাফ।
অপটিক্যাল দূরত্ব পরিমাপ পদ্ধতিতে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
অপটিক্যাল দূরত্ব পরিমাপ পদ্ধতিতে জিওডিমিটার ব্যবহার করা হয়।
তরলের চাপ মাপার যন্ত্রের নাম কি ?
তরলের চাপ মাপার যন্ত্রের নাম হল ম্যানোমিটার।
মানচিত্র ছোট বা বড়ো করার যন্ত্রের নাম কি ?
মানচিত্র ছোট বা বড়ো করার যন্ত্রের নাম হল পেনটোগ্রাফ।
শিলা পরীক্ষা করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
পেট্রোগ্রফিক মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে শিলা পরীক্ষা করা হয়।
কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয় ?
সিজমোগ্রাফ সাহায্যে ভূমিকম্প মাপা হয়।
কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় ?
অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়।
কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় ?
ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়।
কোন যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয় ?
থার্মোমিটারের সাহায্যে তাপ মাপা হয়।
তাপ প্রবাহ মাপ হয় কোন যন্ত্রের সাহায্যে ?
তাপ প্রবাহ মাপ হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে।
প্রথম থার্মোমিটার কবে আবিষ্কৃত হয় ?
প্রথম থার্মোমিটার 1654 সালে আবিষ্কৃত হয়।
থার্মোমিটারের প্রকৃত আবিষ্কারক কে ?
থার্মোমিটারের প্রকৃত আবিষ্কারক হলেন গ্যালিলিও গ্যালিলি।
ফারেনহাইট আবিষ্কার করেন কে ?
ফারেনহাইট আবিষ্কার করেন ড্যানিয়েল গ্যাব্রিয়েল ।
ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল ব্যবহার করা হয় ?
ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়।
বই এম আর এর পূর্ণরূপ কি ?
বই এম আর এর পূর্ণরূপ হল বেসাল মেটাবলিক রেট ( BMR )।
দুধ পরীক্ষা করার যন্ত্রের নাম কি ?
দুধ পরীক্ষা করার যন্ত্রের নাম ল্যাকটোমিটার।
হার্টবিট মাপার যন্ত্রের নাম কি ?
হার্টবিট মাপার যন্ত্রের নাম স্টেথোস্কোপ।
বৃষ্টি মাপার যন্ত্রের নাম কি ?
বৃষ্টি মাপার যন্ত্রের নাম হল রেইন গেজ।
Instrument and their Use-বিভিন্ন যন্ত্রপাতি ও তার প্রয়োগ তালিকা এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক । যদি এই পর্বটির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও ।