Indian Railway Related GK ভারতীয় রেল সম্পর্কিত তথ্য

Indian Railway Related GK | ভারতীয় রেল সম্পর্কিত তথ্য

প্রিয় পাঠকরা,ভারতীয় রেলের যে কোনো পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে আলোচনা করলাম।কমেন্টে অবশ্যই জানিয়ো তোমাদের এই পর্বটি (Indian Railway Related GK | ভারতীয় রেল সম্পর্কিত তথ্য) কতটা হেল্পফুল হয়েছে ।

→ ভারতীয় রেলের জনক : লর্ড ডালহৌসি
→ বিশ্বে ভারতীয় রেলপথের অবস্থান : বর্তমানে ভারতীয় রেল এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম ( চীনের পর ) ও বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম ।
→ ভারতীয় রেলপথের মোট দৈর্ঘ্য : ১,২০,০০০ কি.মি.
→ ভারতীয় রেলপথের মোট স্টেশন : ৭৩৪৯ টি
→ প্রথম রেল : ১৬ ই এপ্রিল , ১৮৫৩ সালে মুম্বাই থেকে থানে ( ৩৪ কি.মি. ) ।
পশ্চিমবঙ্গের প্রথম রেল : ১৫ ই আগস্ট , ১৮৫৪ সালে হাওড়া থেকে হুগলি ( ৩৭ কি.মি ) ।
→ প্রথম বিদুৎচালিত ট্রেন : ৫ ই ফেব্রুয়ারি , ১৯২৯ সালে মুম্বাই থেকে পুণে , ট্রেনের নাম ছিল ডেকান ক্যুইন ।
→ ভারতবর্ষের প্রথম রেল পাত তৈরি করে : গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে ।
→ প্রথম রেলবোর্ড স্থাপিত হয় : ১৯০৫ সালে ।
→ স্বাধীনতার পর রেলবোর্ডের প্রথম চেয়ারম্যান ছিলেন : ফতে চাঁদ বাদয়ার
→ রেলবোর্ডের বর্তমান চেয়ারম্যান : বিনোদ কুমার যাদব
→ নিউ দিল্লি ভারতীয় রেলের ম্যাসকট : ভলু
→ স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী : জন মাথাই ( ১৯৪৭-৪৮ ) .
→ স্বাধীন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী : মমতা ব্যানার্জি ( ১৯৯৯-২০০১ এবং ২০০৯-২০১১ )
→ বর্তমান রেলমন্ত্রী : পীযূষ গোয়েল
→ জাতীয় রেল মিউজিয়াম : চাণক্যপুরী , নতুন মিউজিয়াম
→ প্রথম রেল বাজেট : ১৯২৪-২৫ সালে
→ রেল বাজেট পৃথক হয় কেন্দ্রীয় বাজেট থেকে : অ্যাকওয়াথ কমিটির অনুমোদনে শেষ রেল বাজেট ২০১৬-১৭ সালে ( রেলমন্ত্রী সুরেশ প্রভু )
→ গেজ ভিত্তিক ভারতীয় রেল : 1. ব্রডগেজ ( 1.676 মিটার )
2. মিটারগেজ ( 1 মিটার )
3. ন্যারোগেজ ( 0.672 মিটার / 0.610 মিটার )

→ মেট্রো রেল : প্রথম মেটো রেল চালু হয় কলকাতায়
১৯৮৪ সালের ২৪ শে অক্টোবর এসপ্ল্যানেড ও ভবানীপুরের মধ্যে ।
√ ২০০২ সালের ২৪ শে ডিসেম্বর দিল্লিতে মেট্রো রেল চালু হয় ।
√ ২০১১ সালের ২০ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে নমো মেট্রো চালু হয় ।
√ ২০১৩ সালের ১৪ ই নভেম্বর হরিয়ানার গুরুগ্রামে মেট্রো চালু হয় ।
√ ২০১৫ সালের ৩ রা জুন জয়পুরে মেট্রো চালু হয় ।
v ২০১৫ সালের ২৯ শে জুন চেন্নাইয়ে মেট্রো চালু হয় ।
√ ২০১৭ সালের ৫ ই সেপ্টেম্বর লক্ষ্ণৌতে মেট্রো চালু হয় ।
√ ২০১৭ সালের ২৯ শে নভেম্বর হায়দ্রাবাদে মেট্রো চালু হয় ।
দিলি মেট্রো রেলপথের নিরিখে বৃহত্তম ও হায়দ্রাবাদ দ্বিতীয় বৃহত্তম । ২০২০ সালের ১৪ ই ফেব্রুয়ারি থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল প্রথম পর্যায়ে সেক্টর ফাইভ ও সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চালু হল । রেল মন্ত্রক আশা প্রকাশ করেছে ২০২২ সালের মার্চের মধ্যে হাওড়া থেকে মহাকরণ পর্যন্ত হুগলি নদীর নীচ দিয়ে মেট্রো রেল চালু করা যাবে । ভারতবর্ষে এই ধরনের ব্যবস্থা প্রথম ।

 ভারতীয় রেলের স্পেশান ও লাক্সারি ট্রেন

( ১ ) মাউন্টেন রেলওয়ে : দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত দার্জিলিং হিমালয়া রেলওয়ে , কালকা – সিমলা রেলওয়ে এবং মেট্টুপলায়ম ও উদাগামণ্ডলম ( উটি ) পর্যন্ত নীলগিরি রেলওয়ে একত্রে মাউন্টেন রেলওয়ে হিসাবে পরিচিত । ১৯৯৯ সালে মাউন্টেন রেলওয়ে ইউনেস্কোর তরফ থেকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পায় ।
( ২ ) প্যালেস অফ হুইল : নতুন দিল্লি থেকে রাজস্থানের মধ্যে চলাচল করে
( ৩ ) মহারাজা এক্সপ্রেস : উত্তর পশ্চিম ও মধ্য ভারতের মধ্যে
( ৪ ) ফেয়ারি কুইন এক্সপ্রেস : দিল্লি থেকে আলওয়ারের মধ্যে চলাচল , করে ।
( ৫ ) গোল্ডেন চ্যারিয়ট : দক্ষিণ ভারতে কর্ণাটক , কেরল , তামিলনাড়ু , পুদুচেরি ও গোয়ার মধ্যে চলাচল করে ।
( ৬ ) ডেকান ওডিশি : মহারাষ্ট্র , গুজরাট , রাজস্থান , দক্ষিণ ভারতের মধ্যে চলাচল করে ।
( ৭ ) দি লাইফ লাইন এক্সপ্রেস : ১৯৯১ সালের ১৬ ই জুলাই হাসপাতাল স্বরূপ এই ট্রেন চালু হয় । এই ধরনের ট্রেন বিশ্বে প্রথম ।
( ৮ ) রাজধানী এক্সপ্রেস : ভারতের অন্যান্য অঞ্চল থেকে রাজধানী দিল্লি পর্যন্ত চলাচল করে । ১৯৬৯ সালে নিউদিল্লি ও হাওড়ার মধ্যে প্রথম রাজধানী এক্সপ্রেস চালু হয় ।
( ৯ ) শতাব্দী এক্সপ্রেস : পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্ম শতবর্ষে এই এক্সপ্রেস চালু হয় ১৯৮৮ সালে নতুন দিল্লি ও ঝাঁসির মধ্যে ।
( ১০ ) দুরন্ত এক্সপ্রেস : ২০০৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি , যাত্রাপথের প্রথম ও অন্তিম স্টেশনের মধ্যে ননস্টপ এই ট্রেন চালু করেন । তবে বর্তমানে এই ট্রেন মাঝের স্টেশনগুলিতেও থামে ।
( ১১ ) রাজ্যরানি : কোন রাজ্যের রাজধানী থেকে রাজ্যের অন্যান্য অঞ্চলের মধ্যে চলাচল করে এই রেল ।

ভারত ও প্রতিবেশী দেশসমূহের মধ্যে চলাচলকারী ট্রেন

( ১ ) সমঝোতা এক্সপ্রেস : ভারতবর্ষের দিল্লি ও পাকিস্তানের লাহোরের মধ্যে এই ট্রেন চলাচল করে । ১৯৭৬ সালের ২২ জুলাই এই ট্রেন চালু হয়েছিল ।
( ২ ) থর এক্সপ্রেস : ভারতবর্ষের রাজস্থান রাজ্যের যোধপুর এবং পাকিস্তানের করাচির মধ্যে এই ট্রেন চলাচল করে । ১৮ ই ফেব্রুয়ারি ২০০৬ সালে এই ট্রেন চালু হয়েছিল ।
( ৩ ) মৈত্রী এক্সপ্রেস : ভারতবর্ষের কলকাতা এবং বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে এই ট্রেন চলাচল করে । ২০০৮ সালের ১৪ ই এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষ্যে এই ট্রেন চালু হয়েছিল
( ৪ ) বন্ধন এক্সপ্রেস : ভারতবর্ষের কলকাতা এবং বাংলাদেশের খুলনার মধ্যে এই ট্রেন চলাচল করে । ৯ ই নভেম্বর ২০১৭ সালে এই ট্রেন চালু হয়েছিল ।
দীর্ঘতম রেলস্টেশন : গোরক্ষপুর , উত্তরপ্রদেশ ( ১৩৬৬ মিটার ) ।
উচ্চতম রেলস্টেশন : ঘুম , দার্জিলিং , পশ্চিমবঙ্গ ( ২২৫৮ মিটার ) ।
দ্রুততম ট্রেন : বন্দেভারত ( নতুন দিল্লি – বারাণসী ) , ১৮০ কিমি / ঘণ্টা ।
একই স্টেশন যেখানে তিনটি গেজের লাইন অবস্থিত : নিউ জলপাইগুড়ি ( পশ্চিমবঙ্গ ) , মিরাজ ( মহারাষ্ট্র ) , ইলাহাবাদ ( কর্ণাটক ) ।
দীর্ঘতম রেলওয়ে সেতু : বোগিবিল সেতু , ৪.৯৪ কিমি ।
দীর্ঘতম রেলওয়ে টানেল : পীরপাঞ্জাল টানেল ; ১১,২১৫ মিটার ।
বৃহত্তম ট্রেন : প্রয়াগরাজ এক্সপ্রেস ( নতুন দিল্লি থেকে প্রয়াগরাজ , এলাহাবাদ ) ২৬ টি বগি ।
দীর্ঘতম পথ অতিক্রমকারী ট্রেন : বিবেক এক্সপ্রেস ( অসমের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত , ৪২৮৬ কিমি পথ ) ।
সর্বাধিক রাজ্য অতিক্রমকারী ট্রেন : হিমসাগর এক্সপ্রেস ( কাটরা থেকে কন্যাকুমারী পর্যন্ত ১১ টি রাজ্য ) ।
সর্বাধিক স্টপেজ যুক্ত ট্রেন : অমৃতসর এক্সপ্রেস ( হাওড়া থেকে অমৃতসর পর্যন্ত , ১১৫ টি স্টপেজ ) ।
কোঙ্কন রেলওয়ে : মহারাষ্ট্রের রোওয়া স্টেশন থেকে কর্ণাটকের ম্যাঙ্গালোর স্টেশন পর্যন্ত বিস্তৃত এই রেলওয়ে । ১৯৯৮ সালে এই রেলপথ চালু হয় । এই রেলপথের মোট দৈর্ঘ্য ৭৬০ কিমি এবং এর সদর দপ্তর নবি মুম্বাইতে অবস্থিত । মহারাষ্ট্র , গোয়া ও কর্ণাটকের যৌথ প্রকল্প হল এই রেলওয়ে । এই রেলওয়ে অঞ্চলে মোট ৬৭ টি রেলওয়ে স্টেশন রয়েছে । এখানে ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ১২০ কিমি / ঘণ্টা ।

রেলওয়ে যন্ত্রপাতি তৈরির কারখানা

১। লিলুয়া রেলওয়ে ওয়ার্কশপ = লিলুয়া , হাওড়া ( পশ্চিমবঙ্গ ) = ১৮৫৩ সাল
২। কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ = কাঁচড়াপাড়া , উত্তর ২৪ পরগনা ( পশ্চিমবঙ্গ ) = ১৮৬৩ সাল
৩। খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ = খড়গপুর , পশ্চিম মেদিনীপুর ( পশ্চিমবঙ্গ ) = ১৯০০ সাল
৪। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস = চিত্তরঞ্জন , পশ্চিম বর্ধমান ( পশ্চিমবঙ্গ ) = ১৯৫০ সালে
৫ ৷ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি = পেরাম্বুর , তামিলনাড়ু = ১৯৫৫ সাল
৬। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস = বারাণসী , উত্তরপ্রদেশ = ১৯৬১ সাল
৭। ডিজেল লোকো মর্ডানাইজেশন ওয়ার্কস = পাতিয়ালা , পাঞ্জাব = ১৯৬১ সাল
৮। সেন্ট্রাল অর্গানাইজেশন ফর রেলওয়ে ইলেক্ট্রিফিকেশন = প্রয়াগরাজ ( এলাহাবাদ ) , উত্তরপ্রদেশ = ১৯৭৯ সাল
৯। রেল হুইল ফ্যাক্টরি ( হুইল অ্যান্ড অ্যাক্সিস প্ল্যান্ট ) = বেঙ্গালুরু , কর্ণাটক = ১৯৮৪ সাল
১০। রেল কোচ ফ্যাক্টরি = কাপুরথালা , পাঞ্জাব = ১৯৮৬ সাল
১১। মুম্বাই রেলওয়ে বিকাশ কর্পোরেশন লিমিটেড = মুম্বাই , মহারাষ্ট্র = ১৯৯৯ সাল
১২। মর্ডান রেল কোচ ফ্যাক্টরি = রায়বেরেলি , উত্তরপ্রদেশ = ২০১২ সাল
১৩। রেল হুইল প্ল্যান্ট = ছাপড়া , বিহার = ২০১৪ সাল

Indian Railway Related GK | ভারতীয় রেল সম্পর্কিত তথ্য এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ mock test দিতে এই site টি Follow করতে একদম ভুলো না । যদি এই পর্বটির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top