Indian Economy Question Answers-ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর

Indian Economy Question Answers-ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর

এখানে ( Indian Economy Question Answers-ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর ) আমরা SAQ আকারে ভারতীয় অর্থনীতির উপর ৫০টি গুরুত্বপূর্ণ  প্রশ্ন ও উত্তর আলোচনা করলাম, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

  1. ভারতে অর্থনৈতিক ব্যবস্থার প্রকৃতি কিরূপ ?
    উত্তর: মিশ্র ( Mixed ) প্রকৃতির – ১৯৪৮ সালের শিল্পনীতি অনুযায়ী ।
  2. অর্থনৈতিক ক্ষেত্রে যে একটি পরিকল্পনা প্রয়োজনীয় , সেটি প্রথম কে বলেছিলেন ?
    উত্তর: এম . বিশ্বেশ্বরাইয়া ।
  3. পরিকল্পনা কমিশন বা সংস্থা হল আসলে কী?
    উত্তর: পরিকল্পনা কমিশন বা সংস্থা হল একটি উপদেষ্টামূলক সংস্থা ।
  4. পরিকল্পনা সংস্থার প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
    উত্তর: পরিকল্পনা সংস্থার প্রথম চেয়ারম্যান ছিলেন পণ্ডিত জহরলাল নেহেরু ।
  5. পরিকল্পনা সংস্থা ( Commission ) কবে প্রতিষ্ঠা হয় ?
    উত্তর: পরিকল্পনা সংস্থা ১৯৫০ সালে প্রতিষ্ঠা হয় ।
  6. পরিকল্পনা সংস্থার বর্তমান চেয়ারম্যান কে আছেন?
    উত্তর: চেয়ারম্যান সর্বসময় প্রধানমন্ত্রীই হন ।
  7. পরিকল্পনা সংস্থার ডেপুটি চেয়ারম্যান ( Deputy Chairman ) কতটুকু ক্ষমতা ?
    উত্তর: ক্ষমতা বলে একজন কেন্দ্রীয় মন্ত্রীর সমান ।
  8. ভারতে পরিকল্পনা ব্যবস্থার জনক কে?
    উত্তর: ভারতে পরিকল্পনা ব্যবস্থার জনক হলেন প্রশান্ত চন্দ্ৰ মহলানবিশ ।
  9. পরিকল্পনা সংস্থার ‘ Ex – Officio Chairman ‘ কে হন ?
    উত্তর: পরিকল্পনা সংস্থার ‘ Ex – Officio Chairman ‘ হন প্রধানমন্ত্রী ।
  10. পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে শুরু হয় ?
    উত্তর: ১৯৫১ সাল থেকে ।
  11. পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কারা পরিচালনা করে ?
    উত্তর: a . পরিকল্পনা সংস্থার ‘ Ex – officio chairman ‘ P.M.
    b . জাতীয় পরিকল্পনা সংসদ ভারতীয় অর্থনীতির অভিজ্ঞ ব্যক্তি । ( Experts of Indian Economy )
    C. জাতীয় উন্নয়ন সংসদ এবং রাজ্য পরিকল্পনা সংস্থা— প্রধানমন্ত্রী দ্বারা এবং চালিত রাজ্যের মুখ্যমন্ত্রী ।
  12. ‘ Grameen Movement ‘ -এর জনক কে ?
    উত্তর: মহঃ ইউনুস ।
  13. ভারত সরকারের উচ্চপদস্থ হিসাব পরীক্ষক কে ?
    উত্তর: Controller and Auditor General .
  14. দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( 2002-2007) G.D. P. Rate, শিক্ষা এবং দারিদ্র এর শতকরা কত ছিল ?
    উত্তর: G.D. P. Rate – 8 % হয়েছে শিক্ষা- ৪০ % , দারিদ্র – 21 %
  15. পরিকল্পনার প্রকল্পটি কোথা থেকে আনা হয়েছিল ?
    উত্তর: রাশিয়া থেকে এনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ।
  16. অর্থ কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংবিধানের কোন ধারায় ?
    উত্তর: ২৮০ নং ।
  17. কত বছর পর পর অর্থ কমিশনের পরিবর্তন হয় ?
    উত্তর: ৫ বছর পর পর অর্থ কমিশনের পরিবর্তন হয়।
  18. RBI কবে প্রতিষ্ঠিত হয় ?
    উত্তর: ১৯৩৫ সালে ।
  19. RBI- এর জাতীয়করণ করা হয় কবে ?
    উত্তর: ১৯৪৯ সালে ।
  20. RBI- এর প্রথম Governor General কে ছিলেন?
    উত্তর: ও . এ . স্মিথ ( O. A. Smith )
  21. SBI- এর পুরাতন নাম কি ছিল?
    উত্তর: ইম্পিরিয়াল ব্যাঙ্ক ( The Imperial Bank of India ) ।
  22. কোন ব্যাঙ্কে জনসাধারণের আমানত সবথেকে বেশী রক্ষিত আছে ?
    উত্তর: SBI ( The largest public sector Bank of India ) ।
  23. প্রথম কতগুলি ব্যাঙ্কের জাতীয়করণ করা হয় ?
    উত্তর: ১৪ টি ( ১৯৬৯ ) ।
  24. NABARD এর সম্পূর্ণ নাম কি ?
    উত্তর: National Bank of Agriculture and Rural Development ( ১৯৮২ ) ।
  25. IDBI এর সম্পূর্ণ নাম কি ?
    উত্তর: Industrial Development Bank of India . ( ১৯৬৪ ) ।
  26. RRB এর সম্পূর্ণ নাম কি ?
    উত্তর: Regional Rural Bank .( ১৯৭৫ ) ।
  27. LI.C. এর সম্পূর্ণ নাম কি ?
    উত্তর: Life Insurance Corporation of India . ( ১৯৫৬ ) ১ লা সেপ্টম্বর ।
  28. MODVAT এর সম্পূর্ণ নাম কি ?
    উত্তর: Modified Value Added Tax .
  29. কোন কোন করগুলি প্রত্যক্ষকর ?
    উত্তর: Income Tax ( আয়কর ) , Wealth Tax ( সম্পদকর Estate ( উত্তরাধিকার ) ।
  30. কোন কোন করগুলি পরোক্ষকর ?
    উত্তর: Sales Tax ( বিক্রয়কর ) , Excise Duty ( উৎপাদন শুল্ক ) Customs Duty ( কেন্দ্রীয় শুল্ক বিভাগ ) ।
  1. ভারতে সবথেকে বেশী পরিমাণে কর সংগ্রহ হয় কোন দফতর থেকে ?
    উত্তর: Union Excise Duty .
  2. রাজ্য সরকারের সবথেকে বেশী কর আসে কোথা থেকে ?
    উত্তর: সাধারণ বিক্রয় কর থেকে ।
  3. Land Revenue এটি কি ?
    উত্তর: এটি Central Govt Tax নয় ।
  4. বিশ্বের প্রাচীনতম শেয়ার বাজার কোনটি ?
    উত্তর: জার্মানির ফ্রাঙ্কফুট ।
  5. Fiscal Policy কি ?
    উত্তর: Taxation Policy .
  6. কোন Bank প্রথম Credit card system চালু করে ?
    উত্তর: কানাড়া ব্যাঙ্ক ।
  7. কোন ব্যাঙ্ক প্রথম Debit card system চালু করে ?
    উত্তর: দেনা ব্যাঙ্ক ।
  8. কোন উপায়ে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায় ?
    উত্তর: উৎপাদন বৃদ্ধি ও টাকাকড়ি যোগানের দ্বারা ।
  9. নতুন অর্থনৈতিক ব্যবস্থা চালু হয় কত সালে?
    উত্তর: ১৯৮৫ সাল থেকে ।
  10. Rolling Plan -এর ধারনা কোন সরকারের আমলে হয়েছিল ?
    উত্তর: জনতা সরকার ।
  11. Inflation -এর অর্থ কি?
    উত্তর: বাজারে টাকার যোগান বৃদ্ধি ।
  12. মরশুমী বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায় ?
    উত্তর: কৃষিক্ষেত্রে দেখা যায় ।
  13. ম্যালথাসীয় তত্ত্ব কিসের সাথে সম্পর্কিত ?
    উত্তর: জনসংখ্যা সম্পর্কিত ।
  14. পরিবার কল্যাণ কর্মসূচী কোন পরিকল্পনায় প্রবর্তিত হয় ?
    উত্তর: পঞ্চম পরিকল্পনায় প্রবর্তিত হয় ।
  15. স্বাধীন ভারতে প্রধান শিল্পনীতি কত সালে ঘোষিত হয় ?
    উত্তর: স্বাধীন ভারতে প্রধান শিল্পনীতি ১৯৪৮ সালে ঘোষিত হয় ।
  16. নয়া শিল্প নীতি কত সালে গৃহীত হয় ?
    উত্তর: নয়া শিল্প নীতি ১৯৯১-৯২ সালে গৃহীত হয় ।
  17. মার্কিন পি.এল ৪৮০ ঋণ ভারতের কোন শস্য আমদানীর কাজের জন্য বরাদ্দ হয়েছিল ?
    উত্তর: মার্কিন পি.এল ৪৮০ ঋণ ভারতের গম আমদানীর কাজের জন্য বরাদ্দ হয়েছিল ।
  18. মার্কিন পি.এল ৬৬৫ ঋণ ভারত কোন কারণে বরাদ্দ করেছিল ?
    উত্তর: মার্কিন পি.এল ৬৬৫ ঋণ ভারত – মার্কিন শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতার জন্য বরাদ্দ করা হয়েছিল ।
  19. কোন সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার ( IMF ) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ?
    উত্তর: ব্রিটনউড্স সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার ( IMF ) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ।
  20. বিশ্বব্যাঙ্ক কবে থেকে কাজ শুরু করে ?
    উত্তর: বিশ্বব্যাঙ্ক জুন, ১৯৪৬ সাল থেকে কাজ শুরু হয় ।

আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা

Indian Economy Question Answers-ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top