Indian Constitution Questions and Answers in Bengali

Indian Constitution Questions and Answers in Bengali

81. সংবিধানে ‘ গান্ধিবাদী নীতি ‘ বর্ণিত হয়েছে – নির্দেশমূলক নীতিতে

82. ভারতের নিয়মতান্ত্রিক প্রধান – রাষ্ট্রপতি

83. লোকসভার কোনো সদস্য ইস্তফাপত্র জমা দেন । – স্পিকারকে

84. সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলা হয় – 32 নং ধারাকে ।

85. সংবিধান সংশোধন প্রযোজ্য নয় – 32 নং ধারার ক্ষেত্রে ।

86. সুপ্রিমকোর্ট বিভিন্ন লেখ জারি করতে পারে – 32 নং ধারা অনুযায়ী ।

87. রাজ্যসভায় যে 2 টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি রয়েছে সেগুলি হল – দিল্লি ও পুদুচেরি ।

88 . জাতীয় জরুরি অবস্থার সময় লোকসভার মেয়াদ আইন করে 1 বছর করে বাড়ানোর সর্বোচ্চ সময়সীমা – নির্দিষ্ট নেই ।

89. রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদের সম্মতি দরকার – 2 মাসের মধ্যে

90. সংসদের অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি হয় । – 6 মাসের জন্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top