71. যুগ্ম তালিকা ( Concurrent List ) -য় আছে – 52 টি বিষয় ( মূল সংবিধানে 47 টি বিষয় এই তালিকার অন্তর্ভুক্ত ছিল ) ।
72. সংবিধানের একটি ক্ষুদ্র সংস্করণ হল – 42 তম সংবিধান সংশোধনী ( 1976 সাল ) ।
73. ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা – অ্যাটর্নি জেনারেল ।
74. যদি অ্যাটর্নি জেনারেল তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন , তবে পদত্যাগপত্র পেশ করতে হবে – রাষ্ট্রপতিকে ।
75. মূল সংবিধানে স্বীকৃতি দেওয়া হয় – 14 টি আঞ্চলিক ভাষাকে ।
76. ভারতীয় সংবিধানের স্থপতি – ড . বি আর আম্বেদকার ।
77. পাকিস্তানের জন্য পৃথক সংবিধান সভা গঠনের কথা ঘোষিত হয় । – 1947 সালের 26 জুলাই ।
78. আর্থিক জরুরি ব্যবস্থার কথা উল্লিখিত আছে ভারতীয় সংবিধানের – 360 নং ধারায় ।
79. প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার 21 থেকে কমিয়ে 18 করা হয় । – 61 তম সংবিধান সংশোধনীতে ( 1988 সাল ) ।
80. মৌলিক অধিকার রদ করতে পারেন যিনি – রাষ্ট্রপতি ।