51. লোকসভার অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দেন – লোকসভার উপাধ্যক্ষের কাছে ।
52. বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা নিযুক্ত হন – রাষ্ট্রপতির দ্বারা ।
53. কতগুলি রাজ্যের নিজস্ব সংবিধা – 1 টি ( জম্মু ও কাশ্মীর ) ।
54. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সাময়িকভাবে বাতিল হতে পারে – জাতীয় জরুরি অবস্থার সময় ।
55. সংবিধান পরিষদের উপদেষ্টা হিসেবে কার্যনির্বাহ করেন – বি এন রাও ।
56. নতুন রাজ্য গঠন অথবা বর্তমান রাজ্যগুলির সীমা নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে – সংসদকে ।
57. ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে গেলে কোনো ব্যক্তিকে ভারতে থাকতে হবে — অন্তত 7 বছর ।
58. ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির হাইকোর্ট রয়েছে — গুয়াহাটিতে ।
59. নির্দেশমূলক নীতিগুলির উদ্দেশ্য হল – দেশে প্রকৃত গণতন্ত্রের জন্য একটি সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি দান করা ।
60. লোকসভার ‘ জিরো আওয়ার -এর স্থায়িত্বকাল – নির্দেশ করা নেই ।