41. জম্মু ও কাশ্মীরের জন্য সংবিধান রচনা করে – রাজ্য সরকারের দ্বারা গঠিত একটি বিশেষ গণপরিষদ ।
42. জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন – ওই রাজ্যের আইনসভা সম্মতি দিলে ।
43. জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ মর্যাদার অর্থ – পৃথক সংবিধানের অধিকার ।
44. ভারতে পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সূত্রপাত – 1959 সালে ।
45. পঞ্চায়েতিরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় – রাজস্থানে ।
46. ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা – বর্তমানে 28টি ।
47. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা – 8 টি ( দিল্লি – সহ ) ।
48. ভারতের কোনো রাজ্যে সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রিত্ব করেছেন – পবন কুমার চামলিং ( সিকিম ) ।
49. ভারত ও পাকিস্তানের মধ্যে ‘ সিমলা চুক্তি ‘ স্বাক্ষরিত হয় – 1972 সালে ।
50. ‘ আইনবিদের স্বর্গ ‘ বলতে বোঝায় – ভারতীয় সংবিধানকে ।