31. বর্তমানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যসংখ্যা ( একজন সভাপতিসহ ) – 11 জন ।
32. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যেরা পদে বহাল থাকেন – সর্বোচ্চ 6 বছরের জন্য অথবা 65 বছর বয়স পর্যন্ত ।
33. মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারিত করতে পারেন – সংসদের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠ ( সম্মতিসূচক ) ভোট পাওয়ার পর রাষ্ট্রপতি ।
34. ভারতীয় সংবিধানে অর্থ কমিশন গঠনের কথা লিপিবদ্ধ আছে – 280 নং ধারায় ।
35. অর্থ কমিশনের সদস্য একজন সভাপতি ছাড়া – চারজন ।
36. রাজ্য ও কেন্দ্রের মধ্যে অর্থবণ্টনের নীতি স্থির করার জন্য রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন – প্রতি 5 বছর অন্তর ।
37. সংবিধান স্বীকৃত ভাষা 18 থেকে বেড়ে 22 টি হয় – 2003 সালে 92 তম সংশোধনীতে ।
38. সংবিধানে শেষ 4 টি স্বীকৃত ভাষা হল – সাঁওতালি , মৈথিলি , বোড়ো ও ডোগরি ।
39. সংবিধানে হিন্দিকে সরকারি কাজকর্মের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে— 343 নং ধারায় ।
40. জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক সংবিধান প্রবর্তনের কথা বলা হয়েছে – 370 নং ধারায় ।