Indian Constitution Questions and Answers in Bengali

Indian Constitution Questions and Answers in Bengali

91. গণপরিষদে মোট 9 জন মহিলা সদস্য ছিলেন , যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন – দুর্গাবাঈ দেশমুখ ।

92. 2014 সালে ভারতবর্ষের নবীনতম অঙ্গরাজ্য – তেলেঙ্গানা গঠিত হয় ।

93. 1947 সালের 26 অক্টোবর – জম্মু ও কাশ্মীর রাজ্যটি ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় ।

94. ভারতীয় নাগরিকতার প্রকৃতি হল – ‘একনাগরিকত্ব’

95. 1980 সালে কৈলাস সত্যার্থী কোন আন্দোলনের সূচনা করেছিলেন ? –‘ বচপন বাঁচাও ‘ আন্দোলনের সূচনা করেছিলেন ।

96. লোকসভার ও রাজ্যসভার সর্বাধিক সদস্যসংখ্যা কত ?
লোকসভার সর্বাধিক সদস্যসংখ্যা হল 552 জন ও রাজ্যসভার সর্বাধিক সদস্যসংখ্যা হল 250 জন ।

97. ভারতীয় সংসদের স্থায়ী কক্ষ হল – রাজ্যসভা ।

98. এখনও অবধি মোট কতবার যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে ?
মোট তিনবার
যথা – 1. 1961 সালে পণ – নিরোধক বিলের সময় ,
2. 1978 সালে ব্যাংকিং সার্ভিস কমিশন ( বাতিল ) বিলের সময়ে এবং
3. 2002 সালের POTA বিলের সময় ।

99. ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – সুচেতা কৃপালিনি ।

100. ভারতবর্ষের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী – মায়াবতী ।

আশা করি এই পর্বটি ( Indian Constitution Questions and Answers in Bengali ) সকল ছাত্র ছাত্রীর কাছে খুবই হেল্পফুল হবে । SSC বা রাজ্যের এর সমস্ত রকম পরীক্ষার গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top